কলকাতা, 11 জানুয়ারি : মেট্রো স্টেশনে শ্লীলতাহানি করার অভিযোগে গ্রেপ্তার করা হল এক ব্যক্তিকে। অভিযুক্তের নাম অমিত দাস। সোমবার এক মহিলা যাত্রীর অভিযোগে তাঁকে প্রথমে আরপিএফ ধরে। পরে পাটুলি থানার পুলিশ তাকে গ্রেপ্তার করে। এই ব্যক্তির বিরুদ্ধে এর আগে কবি নজরুল মেট্রোর স্টেশন মাস্টরের কাছে অভিযোগ করেছিলেন ওই মহিলা।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই মহিলা বাঁশদ্রোণীর বাসিন্দা। তিনি রোজ মেট্রোয় যাতায়াত করেন। তাঁর দাবি, গত দুমাস ধরে অমিত দাস তাঁকে উত্ত্যক্ত করছিল। শেষ পর্যন্ত গত 28 ডিসেম্বর ওই মহিলা কবি নজরুল মেট্রো স্টেশনের স্টেশন মাস্টারের কাছে অভিযোগ করেন। এর পর থেকে ওই ব্যক্তি যখনই মেট্রোয় যাতায়াত করত, তখনই তার উপর নজর রাখছিলেন মেট্রোর নিরাপত্তারক্ষীরা।
আরও পড়ুন : বেহালায় বাড়ি ছাড়তে অসুস্থ ভাড়াটেকে হুমকির অভিযোগ
সোমবার সকাল 9টা নাগাদ মেট্রোয় ওঠেন ওই মহিলা। তিনি অফিসে যাচ্ছিলেন। তখনই অমিত তাঁকে শ্লীলতাহানি করে বলে অভিযোগ। তখনই ওই মহিলা চিৎকার করে লোক জড়ো করেন। মেট্রোর কর্মীরা দ্রুত এসে অমিতকে ধরে। পরে পাটুলি থানার পুলিশ গিয়ে তাকে গ্রেপ্তার করে।