ETV Bharat / city

বিনা চিকিৎসায় দীর্ঘক্ষণ হাসপাতাল চত্বরে পড়ে রইলেন বৃদ্ধ ! - দীর্ঘ সময় হাসপাতালে পড়ে রইলেন মুমূর্ষু-বৃদ্ধ

কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতালের গেটের সামনে দীর্ঘ সময় পড়ে রইলেন মুমূর্ষু এক বৃদ্ধ ৷ সংবাদ মাধ্যমে ঘটনা প্রচারিত হলে শেষমেশ তাঁকে ভরতির ব্যবস্থা করেন হাসপাতাল কর্তৃপক্ষ ৷

old man remained in hospital
হাসপাতালে পড়ে রইলেন মুমূর্ষু-বৃদ্ধ
author img

By

Published : Jul 16, 2020, 10:52 PM IST

Updated : Jul 16, 2020, 11:29 PM IST

কলকাতা, 16 জুলাই : কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসার সুযোগ না পেয়ে দীর্ঘক্ষণ পড়ে রইলেন মুমূর্ষু এক বৃদ্ধ। সংবাদমাধ্যমে এই খবর সম্প্রচারিত হওয়ার পর তাঁকে হাসপাতালে ভরতির ব্যবস্থা করা হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত ওই বৃদ্ধের পরিচয় পাওয়া যায়নি।


বৃহস্পতিবার সকাল থেকে এক বৃদ্ধকে কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতালের 6 নম্বর গেটের কাছে একটি গাছের নিচে কংক্রিটের বাঁধানো স্থানে পড়ে থাকতে দেখেন অন্য রোগীর আত্মীয়রা। তাঁরা প্রথমে বুঝতে পারেননি যে বৃদ্ধর সঙ্গে আদৌ কেউ আছে কি না। দীর্ঘসময় রোদের মধ্যে পড়েছিলেন ওই বৃদ্ধ। তাঁর তীব্র শ্বাসকষ্ট হচ্ছিল। অন্য রোগীর আত্মীয়রা তাঁকে জল খাওয়ান। খবর দেওয়া হয় পুলিশে। অবশেষে বিষয়টি সংবাদমাধ্যমে সম্প্রচারিত হলে হাসপাতালে ওই বৃদ্ধকে ভরতির ব্যবস্থা করা হয়।


অভিযোগ উঠেছে, পুলিশকে বিষয়টি জানানোর পরেও দীর্ঘ সময় এই বৃদ্ধের চিকিৎসার ব্যবস্থা করা হয়নি। এবিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের তরফেও কোনও বক্তব্য পাওয়া যায়নি। বৃদ্ধের নাম-ঠিকানা জানা যায়নি। হাসপাতাল চত্বরে উপস্থিত অন্য রোগীদের আত্মীয়দের অনুমান, কেউ হয়ত ওই বৃদ্ধকে হাসপাতালে পৌঁছে দিয়ে গেছে। কারণ, তাঁর সঙ্গে আর ছিল না। ওই বৃদ্ধের বিষয়ে পুলিশ খোঁজখবর নিচ্ছে।

কলকাতা, 16 জুলাই : কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসার সুযোগ না পেয়ে দীর্ঘক্ষণ পড়ে রইলেন মুমূর্ষু এক বৃদ্ধ। সংবাদমাধ্যমে এই খবর সম্প্রচারিত হওয়ার পর তাঁকে হাসপাতালে ভরতির ব্যবস্থা করা হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত ওই বৃদ্ধের পরিচয় পাওয়া যায়নি।


বৃহস্পতিবার সকাল থেকে এক বৃদ্ধকে কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতালের 6 নম্বর গেটের কাছে একটি গাছের নিচে কংক্রিটের বাঁধানো স্থানে পড়ে থাকতে দেখেন অন্য রোগীর আত্মীয়রা। তাঁরা প্রথমে বুঝতে পারেননি যে বৃদ্ধর সঙ্গে আদৌ কেউ আছে কি না। দীর্ঘসময় রোদের মধ্যে পড়েছিলেন ওই বৃদ্ধ। তাঁর তীব্র শ্বাসকষ্ট হচ্ছিল। অন্য রোগীর আত্মীয়রা তাঁকে জল খাওয়ান। খবর দেওয়া হয় পুলিশে। অবশেষে বিষয়টি সংবাদমাধ্যমে সম্প্রচারিত হলে হাসপাতালে ওই বৃদ্ধকে ভরতির ব্যবস্থা করা হয়।


অভিযোগ উঠেছে, পুলিশকে বিষয়টি জানানোর পরেও দীর্ঘ সময় এই বৃদ্ধের চিকিৎসার ব্যবস্থা করা হয়নি। এবিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের তরফেও কোনও বক্তব্য পাওয়া যায়নি। বৃদ্ধের নাম-ঠিকানা জানা যায়নি। হাসপাতাল চত্বরে উপস্থিত অন্য রোগীদের আত্মীয়দের অনুমান, কেউ হয়ত ওই বৃদ্ধকে হাসপাতালে পৌঁছে দিয়ে গেছে। কারণ, তাঁর সঙ্গে আর ছিল না। ওই বৃদ্ধের বিষয়ে পুলিশ খোঁজখবর নিচ্ছে।

Last Updated : Jul 16, 2020, 11:29 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.