ETV Bharat / city

COVID-19 রোগীদের ওয়ার্ডে নার্সিং পড়ুয়াদের ডিউটি ? নির্দেশ প্রত্যাহারের দাবি

প্রথমে COVID-19 রোগীদের ওয়ার্ডে মেডিকেল পড়ুয়াদের ডিউটি করানোর কথা চিকিৎসকদের সঙ্গে বৈঠকে বলেছিলেন মুখ্যমন্ত্রী। এবার সেখানে নার্সিং পড়ুয়াদের ডিউটিতে যোগদানের জন্য নির্দেশ দিল রাজ্যের স্বাস্থ্য দপ্তর।

ছবি
ছবি
author img

By

Published : Jun 30, 2020, 9:50 AM IST

কলকাতা, 30 জুন : COVID-19 রোগীদের ওয়ার্ডে মেডিকেল পড়ুয়াদের ডিউটি করানোর কথা চিকিৎসকদের সঙ্গে বৈঠকে বলেছিলেন মুখ্যমন্ত্রী। এবার COVID-19 রোগীদের ওয়ার্ডে নার্সিংয়ের পড়ুয়াদের ডিউটিতে যোগদানের জন্য নির্দেশ দিল রাজ্যের স্বাস্থ্য দপ্তর। যদিও নার্সিংয়ের পড়ুয়াদের স্বাস্থ্য সুরক্ষার লক্ষ্যে স্বাস্থ্য দপ্তরের এই নির্দেশ প্রত্যাহারের দাবি জানিয়েছে নার্সদের সংগঠন। একটি ছাত্র সংগঠনও এই নির্দেশ প্রত্যাহারের দাবি জানিয়েছে।


COVID-19-এর সাম্প্রতিক পরিস্থিতির বিষয়ে সরকারি-বেসরকারি চিকিৎসকদের বিভিন্ন সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে 17 জুন নবান্নে বৈঠকে বসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানা গেছিল, সেই বৈঠকে COVID-19 রোগীদের ওয়ার্ডে মেডিকেল পড়ুয়াদের ডিউটি করানোর কথা বলেছিলেন মুখ্যমন্ত্রী। তিনি জানিয়েছিলেন, COVID-19-এর বিরুদ্ধে চলা লড়াইয়ে লোকবল (চিকিৎসক)-এর অভাব পূরণের লক্ষ্যে MBBS-এর 4th এবং 5th ইয়ারের পড়ুয়াদের দিয়ে চিকিৎসা করাতে । চিকিৎসক সংগঠনের তরফে মুখ্যমন্ত্রীর এই প্রস্তাবের বিরোধিতা করা হয়েছিল। যার জেরে এই প্রস্তাব মুখ্যমন্ত্রী প্রত্যাহার করেন বলে চিকিৎসকদের ওইসব সংগঠনের তরফে জানানো হয়েছিল।

এবার নার্সিংয়ের পড়ুয়াদের ডিউটিতে যোগদানের জন্য নির্দেশ দিল রাজ্যের স্বাস্থ্য দপ্তর। নির্দেশে জানানো হয়েছে, একমাত্র ক্লিনিকাল ফিল্ডের অভিজ্ঞতা নার্সিং পড়ুয়াদের পারদর্শিতা অর্জনে করতে সাহায্য করবে । এখন অনলাইনে তাঁদের থিওরি ক্লাস চলছে । তবে তাঁদের ক্লিনিকাল অভিজ্ঞতা থাকাও জরুরি । GNM (থার্ড ইয়ার), B.Sc নার্সিং (থার্ড এবং ফাইনাল ইয়ার), পোস্ট বেসিক B.Sc নার্সিং (ফার্স্ট ইয়ার এবং ফাইনাল ইয়ার) এবং MSc নার্সিং (ফার্স্ট ইয়ার এবং ফাইনাল ইয়ার)-এর পড়ুয়াদের জন্য এই নির্দেশ দেওয়া হয়েছে।

যদিও নার্সেস ইউনিটি জানিয়েছে, COVID-19-এর এই মহমারীর জেরে 15 মে ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল (INC) ঘোষণা করেছে, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত অনলাইন ক্লাসের ব্যবস্থা করতে হবে। নার্সিং ইনস্টিটিউটগুলি পুনরায় খোলার জন্য এখনও পর্যন্ত INC-র আর কোনও গাইডলাইন অথবা সার্কুলার দেওয়া হয়নি। অগাস্ট মাসের আগে স্কুল, কলেজ খোলা হবে না বলে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের তরফে ঘোষণা করা হয়েছে । এখন COVID-19 রোগীদের ওয়ার্ডে মেডিকেল পড়ুয়াদের ডিউটি করার কথা বলা হয়েছে। এরপর সেখানেই খালি নার্সিংয়ের পড়ুয়াদের ডিউটি দেওয়া হবে না, তার কোনও নিশ্চয়তা রয়েছে? নার্সিংয়ের পড়ুয়ারা স্বাস্থ্য দপ্তরের স্টাফ নন, তাঁরা পড়ুয়া। এই ধরনের ডিউটির ক্ষেত্রে তাঁদের কোনও অভিজ্ঞতা নেই। ফলে, নার্সিংয়ের পড়ুয়াদের মধ্যে COVID-19-এর সংক্রমণ ছড়িয়ে পড়ার ঝুঁকি থেকে যায়। নার্সিংয়ের সব পড়ুয়ার জন্য হস্টেলের ব্যবস্থা নেই। অধিকাংশ পড়ুয়াকে ঘর ভাড়া নিয়ে থাকতে হয়, COVID-19-এর এই পরিস্থিতিতে এটা খুবই কঠিন বিষয়। নার্সেস ইউনিটির সেক্রেটারি ভাস্বতী মুখোপাধ্যায় বলেন, "COVID-19-এর সংক্রমণ এখন বেড়ে চলেছে। এই ধরনের পরিস্থিতির মধ্যে নার্সিংয়ের এই পড়ুয়াদের ক্লিনিকাল ডিউটি চালু করার জন্য স্বাস্থ্য দপ্তরের নির্দেশ প্রত্যাহারের দাবি আমরা জানাচ্ছি।"


ছাত্র সংগঠন AIDSO-র মেডিকেল ইউনিটের রাজ্য কনভেনার চিকিৎসক সামস্ মু্শাফির বলেন, "প্রশিক্ষিত চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, নার্সদের নিয়োগ না করে অনভিজ্ঞ ও প্রশিক্ষণহীন মেডিকেল, নার্সিং, প্যারামেডিকেলের পড়ুয়াদের দিয়ে কাজ করিয়ে সস্তায় জনপ্রিয়তা অর্জনের যে প্রচেষ্টা চলছে, নার্সিংয়ের পড়ুয়াদের ডিউটিতে যোগদানের নির্দেশ তারই অংশ। এই বিষয়ে স্বাস্থ্যভবনে আমরা প্রতিবাদপত্র পেশ করেছি। আমরা এই নির্দেশ প্রত্যাহারের দাবি জানাচ্ছি।"

কলকাতা, 30 জুন : COVID-19 রোগীদের ওয়ার্ডে মেডিকেল পড়ুয়াদের ডিউটি করানোর কথা চিকিৎসকদের সঙ্গে বৈঠকে বলেছিলেন মুখ্যমন্ত্রী। এবার COVID-19 রোগীদের ওয়ার্ডে নার্সিংয়ের পড়ুয়াদের ডিউটিতে যোগদানের জন্য নির্দেশ দিল রাজ্যের স্বাস্থ্য দপ্তর। যদিও নার্সিংয়ের পড়ুয়াদের স্বাস্থ্য সুরক্ষার লক্ষ্যে স্বাস্থ্য দপ্তরের এই নির্দেশ প্রত্যাহারের দাবি জানিয়েছে নার্সদের সংগঠন। একটি ছাত্র সংগঠনও এই নির্দেশ প্রত্যাহারের দাবি জানিয়েছে।


COVID-19-এর সাম্প্রতিক পরিস্থিতির বিষয়ে সরকারি-বেসরকারি চিকিৎসকদের বিভিন্ন সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে 17 জুন নবান্নে বৈঠকে বসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানা গেছিল, সেই বৈঠকে COVID-19 রোগীদের ওয়ার্ডে মেডিকেল পড়ুয়াদের ডিউটি করানোর কথা বলেছিলেন মুখ্যমন্ত্রী। তিনি জানিয়েছিলেন, COVID-19-এর বিরুদ্ধে চলা লড়াইয়ে লোকবল (চিকিৎসক)-এর অভাব পূরণের লক্ষ্যে MBBS-এর 4th এবং 5th ইয়ারের পড়ুয়াদের দিয়ে চিকিৎসা করাতে । চিকিৎসক সংগঠনের তরফে মুখ্যমন্ত্রীর এই প্রস্তাবের বিরোধিতা করা হয়েছিল। যার জেরে এই প্রস্তাব মুখ্যমন্ত্রী প্রত্যাহার করেন বলে চিকিৎসকদের ওইসব সংগঠনের তরফে জানানো হয়েছিল।

এবার নার্সিংয়ের পড়ুয়াদের ডিউটিতে যোগদানের জন্য নির্দেশ দিল রাজ্যের স্বাস্থ্য দপ্তর। নির্দেশে জানানো হয়েছে, একমাত্র ক্লিনিকাল ফিল্ডের অভিজ্ঞতা নার্সিং পড়ুয়াদের পারদর্শিতা অর্জনে করতে সাহায্য করবে । এখন অনলাইনে তাঁদের থিওরি ক্লাস চলছে । তবে তাঁদের ক্লিনিকাল অভিজ্ঞতা থাকাও জরুরি । GNM (থার্ড ইয়ার), B.Sc নার্সিং (থার্ড এবং ফাইনাল ইয়ার), পোস্ট বেসিক B.Sc নার্সিং (ফার্স্ট ইয়ার এবং ফাইনাল ইয়ার) এবং MSc নার্সিং (ফার্স্ট ইয়ার এবং ফাইনাল ইয়ার)-এর পড়ুয়াদের জন্য এই নির্দেশ দেওয়া হয়েছে।

যদিও নার্সেস ইউনিটি জানিয়েছে, COVID-19-এর এই মহমারীর জেরে 15 মে ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল (INC) ঘোষণা করেছে, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত অনলাইন ক্লাসের ব্যবস্থা করতে হবে। নার্সিং ইনস্টিটিউটগুলি পুনরায় খোলার জন্য এখনও পর্যন্ত INC-র আর কোনও গাইডলাইন অথবা সার্কুলার দেওয়া হয়নি। অগাস্ট মাসের আগে স্কুল, কলেজ খোলা হবে না বলে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের তরফে ঘোষণা করা হয়েছে । এখন COVID-19 রোগীদের ওয়ার্ডে মেডিকেল পড়ুয়াদের ডিউটি করার কথা বলা হয়েছে। এরপর সেখানেই খালি নার্সিংয়ের পড়ুয়াদের ডিউটি দেওয়া হবে না, তার কোনও নিশ্চয়তা রয়েছে? নার্সিংয়ের পড়ুয়ারা স্বাস্থ্য দপ্তরের স্টাফ নন, তাঁরা পড়ুয়া। এই ধরনের ডিউটির ক্ষেত্রে তাঁদের কোনও অভিজ্ঞতা নেই। ফলে, নার্সিংয়ের পড়ুয়াদের মধ্যে COVID-19-এর সংক্রমণ ছড়িয়ে পড়ার ঝুঁকি থেকে যায়। নার্সিংয়ের সব পড়ুয়ার জন্য হস্টেলের ব্যবস্থা নেই। অধিকাংশ পড়ুয়াকে ঘর ভাড়া নিয়ে থাকতে হয়, COVID-19-এর এই পরিস্থিতিতে এটা খুবই কঠিন বিষয়। নার্সেস ইউনিটির সেক্রেটারি ভাস্বতী মুখোপাধ্যায় বলেন, "COVID-19-এর সংক্রমণ এখন বেড়ে চলেছে। এই ধরনের পরিস্থিতির মধ্যে নার্সিংয়ের এই পড়ুয়াদের ক্লিনিকাল ডিউটি চালু করার জন্য স্বাস্থ্য দপ্তরের নির্দেশ প্রত্যাহারের দাবি আমরা জানাচ্ছি।"


ছাত্র সংগঠন AIDSO-র মেডিকেল ইউনিটের রাজ্য কনভেনার চিকিৎসক সামস্ মু্শাফির বলেন, "প্রশিক্ষিত চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, নার্সদের নিয়োগ না করে অনভিজ্ঞ ও প্রশিক্ষণহীন মেডিকেল, নার্সিং, প্যারামেডিকেলের পড়ুয়াদের দিয়ে কাজ করিয়ে সস্তায় জনপ্রিয়তা অর্জনের যে প্রচেষ্টা চলছে, নার্সিংয়ের পড়ুয়াদের ডিউটিতে যোগদানের নির্দেশ তারই অংশ। এই বিষয়ে স্বাস্থ্যভবনে আমরা প্রতিবাদপত্র পেশ করেছি। আমরা এই নির্দেশ প্রত্যাহারের দাবি জানাচ্ছি।"

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.