ETV Bharat / city

ED Recovers More Money: টালিগঞ্জের পর বেলঘরিয়া, ফের অর্পিতার ফ্ল্যাট থেকে টাকা উদ্ধার ইডির

গত শুক্রবার সন্ধ্যায় টালিগঞ্জে অর্পিতা মুখোপাধ্যায়ের (Arpita Mukherjee) ফ্ল্যাট থেকে 21 টাকার বেশি উদ্ধার করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (Enforcement Directorate) ৷ তার পর বুধবার ফের তাঁর বেলঘরিয়ার ফ্ল্যাট থেকেও টাকা উদ্ধার হল ৷ ইডি সূত্রে এমনই খবর মিলেছে ৷

Now ED recovers money from Arpita Mukherjee Belghoria flat
ED Recovers More Money: টালিগঞ্জের পর বেলঘরিয়া, ফের অর্পিতার ফ্ল্যাট থেকে উদ্ধার টাকা
author img

By

Published : Jul 27, 2022, 6:26 PM IST

Updated : Jul 27, 2022, 7:15 PM IST

কলকাতা, 27 জুলাই : শিক্ষক নিয়োগ দুর্নীতির (Bengal Recruitment Scam) তদন্তে সবচেয়ে বড় চমক মিলেছিল গত শুক্রবার সন্ধ্যায় ৷ সেদিন টালিগঞ্জে অর্পিতা মুখোপাধ্যায়ের (Arpita Mukherjee) ফ্ল্যাট থেকে উদ্ধার হয় 21 কোটির বেশি টাকা ৷ এবার টাকার হদিশ মিলল অর্পিতার আরও একটি ফ্ল্যাটে ৷ বুধবার ইডি সূত্রে এই খবর পাওয়া গিয়েছে ৷

এদিন বেলার দিকে উত্তর 24 পরগনার বেলঘরিয়ায় অর্পিতা মুখোপাধ্যায়ের একটি ফ্ল্যাটে হানা দেয় ইডি (ED) ৷ সেই ফ্ল্যাটেই নগদ টাকা মিলেছে খবর ৷ তবে তার পরিমাণ কত, তা এখনও জানা যায়নি ৷

ইডি সূত্রে খবর, ওই ফ্ল্যাটে দু’টি ওয়ার্ডরোব প্রথমে খোলা যাচ্ছিল না ৷ পরে চাবিওয়ালা নিয়ে এসে ওই ওয়ার্ডরোব খোলা হয় ৷ সেখান থেকে উদ্ধার হয় নগদ টাকা ৷ আপাতত ওই টাকা গোনার জন্য ব্যাংক থেকে আধিকারিকদের ডাকা হয়েছে ৷ টাকা গোনার যন্ত্রও সঙ্গে আনতে বলা হয়েছে ৷ ফলে এখান থেকে আর কত টাকা পাওয়া যায়, সেই নিয়ে আগ্রহ তুঙ্গে উঠেছে সকলের ৷

এখানে উল্লেখ করা প্রয়োজন, শুক্রবার সন্ধ্যায় টালিগঞ্জে অর্পিতার ফ্ল্যাটে টাকার হদিশ মিললেও শনিবার বিকেল নাগাদ তা গোনা শেষ হয় ৷ তার পর ইডি তাকে গ্রেফতার করে ৷ রবিবার তাকে আদালতে পেশ করে একদিনের জন্য হেফাজতে নেয় ইডি ৷ সোমবার আদালত তাকে 10 দিনের জন্য হেফাজতে পাঠিয়েছে ৷

একই সঙ্গে শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্য়ায়কেও (Bengal Minister Partha Chatterjee) 10 দিনের জন্য হেফাজতে পাঠিয়েছে আদালত ৷ মঙ্গলবার নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্ত এই দু’জনকেই মুখোমুখি বসিয়ে জেরা করে ইডি ৷ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর, আগেই পার্থ-অর্পিতার যৌথ সম্পত্তি, অর্পিতার নানা জায়গায় সম্পত্তির হদিশ পাওয়া গিয়েছিল ৷ সেগুলি নিয়ে প্রশ্ন করা হয় ৷ সেখান থেকে উঠে আসা তথ্য অনুযায়ী বুধবার বিভিন্ন জায়গায় তল্লাশি করে ইডি ৷ এখন দেখার অন্য কোথাও আবার অর্থের হদিশ মেলে কি না !

আরও পড়ুন : ED Raids in Recruitment Scam: শহরজুড়ে অর্পিতার বিভিন্ন ঠিকানায় তল্লাশি অভিযান ইডির

কলকাতা, 27 জুলাই : শিক্ষক নিয়োগ দুর্নীতির (Bengal Recruitment Scam) তদন্তে সবচেয়ে বড় চমক মিলেছিল গত শুক্রবার সন্ধ্যায় ৷ সেদিন টালিগঞ্জে অর্পিতা মুখোপাধ্যায়ের (Arpita Mukherjee) ফ্ল্যাট থেকে উদ্ধার হয় 21 কোটির বেশি টাকা ৷ এবার টাকার হদিশ মিলল অর্পিতার আরও একটি ফ্ল্যাটে ৷ বুধবার ইডি সূত্রে এই খবর পাওয়া গিয়েছে ৷

এদিন বেলার দিকে উত্তর 24 পরগনার বেলঘরিয়ায় অর্পিতা মুখোপাধ্যায়ের একটি ফ্ল্যাটে হানা দেয় ইডি (ED) ৷ সেই ফ্ল্যাটেই নগদ টাকা মিলেছে খবর ৷ তবে তার পরিমাণ কত, তা এখনও জানা যায়নি ৷

ইডি সূত্রে খবর, ওই ফ্ল্যাটে দু’টি ওয়ার্ডরোব প্রথমে খোলা যাচ্ছিল না ৷ পরে চাবিওয়ালা নিয়ে এসে ওই ওয়ার্ডরোব খোলা হয় ৷ সেখান থেকে উদ্ধার হয় নগদ টাকা ৷ আপাতত ওই টাকা গোনার জন্য ব্যাংক থেকে আধিকারিকদের ডাকা হয়েছে ৷ টাকা গোনার যন্ত্রও সঙ্গে আনতে বলা হয়েছে ৷ ফলে এখান থেকে আর কত টাকা পাওয়া যায়, সেই নিয়ে আগ্রহ তুঙ্গে উঠেছে সকলের ৷

এখানে উল্লেখ করা প্রয়োজন, শুক্রবার সন্ধ্যায় টালিগঞ্জে অর্পিতার ফ্ল্যাটে টাকার হদিশ মিললেও শনিবার বিকেল নাগাদ তা গোনা শেষ হয় ৷ তার পর ইডি তাকে গ্রেফতার করে ৷ রবিবার তাকে আদালতে পেশ করে একদিনের জন্য হেফাজতে নেয় ইডি ৷ সোমবার আদালত তাকে 10 দিনের জন্য হেফাজতে পাঠিয়েছে ৷

একই সঙ্গে শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্য়ায়কেও (Bengal Minister Partha Chatterjee) 10 দিনের জন্য হেফাজতে পাঠিয়েছে আদালত ৷ মঙ্গলবার নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্ত এই দু’জনকেই মুখোমুখি বসিয়ে জেরা করে ইডি ৷ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর, আগেই পার্থ-অর্পিতার যৌথ সম্পত্তি, অর্পিতার নানা জায়গায় সম্পত্তির হদিশ পাওয়া গিয়েছিল ৷ সেগুলি নিয়ে প্রশ্ন করা হয় ৷ সেখান থেকে উঠে আসা তথ্য অনুযায়ী বুধবার বিভিন্ন জায়গায় তল্লাশি করে ইডি ৷ এখন দেখার অন্য কোথাও আবার অর্থের হদিশ মেলে কি না !

আরও পড়ুন : ED Raids in Recruitment Scam: শহরজুড়ে অর্পিতার বিভিন্ন ঠিকানায় তল্লাশি অভিযান ইডির

Last Updated : Jul 27, 2022, 7:15 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.