ETV Bharat / city

KMC Election 2021 Security Deployment : পৌর-নির্বাচন নিয়ে কমিশনের নিরাপত্তা বৈঠক পিছল, হল না চূড়ান্ত সিদ্ধান্ত - KMC Election 2021 Security Deployment

আগামী 19 ডিসেম্বর কলকাতা পৌরনিগমের নির্বাচন (Kolkata Municipal Election) ৷ সেই ভোটের নিরাপত্তা ও বাহিনী মোতায়েন সংক্রান্ত বিষয়টি নিয়ে আজ বৈঠক ছিল ৷ সেই বৈঠক পিছিয়ে গেল ৷ ফলে এই নিয়ে কোনও সিদ্ধান্ত হল না ৷

no final decision taken on security deployment for kmc election 2021
KMC Election 2021 Security Deployment : পৌর-নির্বাচন নিয়ে কমিশনের নিরাপত্তা বৈঠক পিছল, হল না চূড়ান্ত সিদ্ধান্ত
author img

By

Published : Dec 6, 2021, 10:26 PM IST

কলকাতা, 6 ডিসেম্বর : কলকাতা পৌরনিগমের নির্বাচনে নিরাপত্তা ও বাহিনী মোতায়েন (KMC Election 2021 Secutiry Deployment) সংক্রান্ত বিষয়টি ধোঁয়াশা সোমবার অব্যাহত রইল ৷ এদিন এই নিয়ে একটি বৈঠক হওয়ার কথা ছিল ৷ কিন্তু সেই বৈঠক পিছিয়ে যায় (no final decision taken on security deployment for kmc election 2021) । সেই কারণেই এই ধোঁয়াশা অব্যাহত রইল বলে খবর ৷ পশ্চিমবঙ্গ নির্বাচন কমিশন সূত্রে খবর, এখনও সুরক্ষা নিয়ে তালিকা চূড়ান্ত হয়নি ৷

এদিকে রাজ্যপাল জগদীপ ধনকড়ের (Governor Jagdeep Dhankhar) সঙ্গে মঙ্গলবার রাজ্য নির্বাচন কমিশনের আরেক দফা বৈঠক হবে ৷ ওই বৈঠকের কথা টুইট করে জানিয়েছেন রাজ্যপাল নিজেই ৷ কিন্তু রাজ্য নির্বাচন কমিশনার সৌরভ দাস এই বৈঠক সম্পর্কে অবগত নন বলে সূত্রের খবর । তবে জানা গিয়েছে যে সুরক্ষা সংক্রান্ত তালিকা এলে তা পাঠানো হবে রাজ্যপালের কাছে ।

আরও পড়ুন : KMC Election 2021 : ভোটের আগেই তো হেরে বলে আছেন, বিজেপির নেতাদের ধমক অমিত মালব্যর

অন্যদিকে কমিশন মারফত জানা গিয়েছে যে কলকাতা পুরসভার 144টি আসনের জন্য 16 টি বরোতেই 16টি গণনা কেন্দ্র হবে । রাজ্য পুলিশ দিয়েই হবে কলকাতা পুরসভার নির্বাচন । করোনাকালে কমিয়ে দেওয়া হচ্ছে গণনার টেবিল । প্রত্যেক ওয়ার্ডের গণনায় সাতটি করে টেবিল থাকবে ।

কলকাতা, 6 ডিসেম্বর : কলকাতা পৌরনিগমের নির্বাচনে নিরাপত্তা ও বাহিনী মোতায়েন (KMC Election 2021 Secutiry Deployment) সংক্রান্ত বিষয়টি ধোঁয়াশা সোমবার অব্যাহত রইল ৷ এদিন এই নিয়ে একটি বৈঠক হওয়ার কথা ছিল ৷ কিন্তু সেই বৈঠক পিছিয়ে যায় (no final decision taken on security deployment for kmc election 2021) । সেই কারণেই এই ধোঁয়াশা অব্যাহত রইল বলে খবর ৷ পশ্চিমবঙ্গ নির্বাচন কমিশন সূত্রে খবর, এখনও সুরক্ষা নিয়ে তালিকা চূড়ান্ত হয়নি ৷

এদিকে রাজ্যপাল জগদীপ ধনকড়ের (Governor Jagdeep Dhankhar) সঙ্গে মঙ্গলবার রাজ্য নির্বাচন কমিশনের আরেক দফা বৈঠক হবে ৷ ওই বৈঠকের কথা টুইট করে জানিয়েছেন রাজ্যপাল নিজেই ৷ কিন্তু রাজ্য নির্বাচন কমিশনার সৌরভ দাস এই বৈঠক সম্পর্কে অবগত নন বলে সূত্রের খবর । তবে জানা গিয়েছে যে সুরক্ষা সংক্রান্ত তালিকা এলে তা পাঠানো হবে রাজ্যপালের কাছে ।

আরও পড়ুন : KMC Election 2021 : ভোটের আগেই তো হেরে বলে আছেন, বিজেপির নেতাদের ধমক অমিত মালব্যর

অন্যদিকে কমিশন মারফত জানা গিয়েছে যে কলকাতা পুরসভার 144টি আসনের জন্য 16 টি বরোতেই 16টি গণনা কেন্দ্র হবে । রাজ্য পুলিশ দিয়েই হবে কলকাতা পুরসভার নির্বাচন । করোনাকালে কমিয়ে দেওয়া হচ্ছে গণনার টেবিল । প্রত্যেক ওয়ার্ডের গণনায় সাতটি করে টেবিল থাকবে ।

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.