কলকাতা, 8 নভেম্বর: তদন্ত শেষ না হওয়া পর্যন্ত ক্ষতিপূরণ পাবেন না আক্রান্তরা । ভোট পরবর্তী মামলার শুনানিতে এবার এমনই সিদ্ধান্ত নিল কলকাতা হাইকোর্ট । একই সঙ্গে, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা (সিবিআই) এবং বিশেষ তদন্তকারী দল (সিট)-কে নতুন করে তদন্তের রিপোর্ট জমা দেওয়ার নির্দেশও দিল হাইকোর্ট ।
এদিন শুনানি চলাকালীন বিচারপতি প্রকাশ শ্রী বাস্তব ও বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ জানতে চায়, তদন্ত এখনও পর্যন্ত কত দূর এগিয়েছে । তাতে সিবিআই এবং সিট জানায়, তদন্ত প্রক্রিয়া এখনও চলছে । এই মুহূর্তে তদন্ত কোথায় দাঁড়িয়ে, তার জানাতে বন্ধ খামে একটি রিপোর্ট জমা দেওয়া হয় । চূড়ান্ত রিপোর্ট জমা দিতে আরও কিছুটা সময় লাগবে বলে জানায় দুই সংস্থাই । আগামী 23 ডিসেম্বর মামলার পরবর্তী শুনানি হবে । তারপরই আদালত জানায়, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত ক্ষতিপূরণ পাবেন না আক্রান্ত এবং তাঁদের পরিবার ।
আরও পড়ুন: 5 Years of demonetisation : প্রথম মমতাই নোটবন্দির কুফল বুঝতে পেরেছিলেন, দাবি ডেরেকের
বিধানসভা নির্বাচনের পর শাসকদলের হাতে তাদের কর্মী এবং সমর্থকেরা আক্রান্ত হয়েছেন বলে অভিযোগ করে বিজেপি । সেই মামলা আদালত পর্যন্ত গড়ায় । হস্তক্ষেপ করে জাতীয় মানবাধিকার কমিশনও । অভিযোগ ওঠে, বিরোধী শিবিরের কর্মী এবং সমর্থকদের উপর একের পর এক হামলা হয়েছে । মারধর করা হয়েছে সকলকে । ভেঙে দেওয়া হয়েছে বাড়ি-ঘরও । এছাড়া খুনের ঘটনা তো ঘটেইছে । ধর্ষণ এবং নারী নির্যাতনেরও অভিযোগও সামনে এসেছে ।
আরও পড়ুন: Civic Volunteer : এক্সাইড মোড়ে ছিনতাইয়ে অভিযুক্ত যুবকের বুকে পা, বরখাস্ত সিভিক ভলান্টিয়ার
মানবাধিকার কমিশনের এই রিপোর্টের ভিত্তিতেই তদন্তের নির্দেশ দেয় হাইকোর্ট । পাশাপাশি, ক্ষতিগ্রস্তদের অবিলম্বে ক্ষতিপূরণ দিতে হবে বলে নির্দেশ দিয়েছিল রাজ্য সরকারকেও । এনিয়ে 4 অক্টোবর শুনানি চলাকালীন, প্রাথমিক একটি রিপোর্ট জমা দেয় তদন্তকারীরা । সোমবার দ্বিতীয় রিপোর্টটি পেশ করা হয় ।