নিউটাউন, 3 অগস্ট : নিউটাউন পর্নোগ্রাফি(Pornography)-কাণ্ডে এবার আরও একজনকে গ্রেফতার করল পুলিশ ৷ ধৃত স্নেহাশিস বলকে আজ দমদম এলাকা থেকে পুলিশ গ্রেফতার করেছে ৷ স্নেহাশিস বল পর্নোগ্রাফিতে অভিনেতার কাজ করত বলে জানতে পেরেছেন তদন্তকারীরা ৷ প্রসঙ্গত, গত জুলাই মাসে বারাসতের বাসিন্দা এক যুবতির করা অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে নিউটউন থানার পুলিশ ৷ সেই তদন্তে নেমেই নিউটাউন (Newtown) পর্নোগ্রাফি-কাণ্ড সামনে আসে ৷ এ নিয়ে মোট 5 জনকে পর্নোগ্রাফি শুটে যুক্ত থাকার অভিযোগে গ্রেফতার করল নিউটাউন থানার পুলিশ ৷
গত জুলাই মাসে বারাসতের এক যুবতি প্রথম নিউটাউন থানায় জোর করে পর্নোগ্রাফি শুট করানো এবং তা বিভিন্ন পর্ন সাইটে আপলোড করার অভিযোগ করেন ৷ যে অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে পুলিশ প্রতাপ ঘোষ নামে এক পেশাদার ফটোগ্রাফারকে গ্রেফতার করে ৷ জানা যায়, প্রতাপ ঘোষ ফটোশুটের নামে উঠতি মডেলদের সাধারণ এবং সেমি ন্যুড ফটোশুট করত ৷ আর সেখান থেকেই বিশ্বাস অর্জন করে ভিডিয়ো শুটের নামে ভয় দেখিয়ে বা জোর করে নিউটাউনের বিভিন্ন হোটেলে পর্নোগ্রাফির শুট করাত সে ৷
প্রসঙ্গত, ওই যুবতি একা নন ৷ পর্নোগ্রাফি শুটের অভিযোগ সামনে আসতেই নন্দিতা দত্ত এবং মৈনাক ঘোষ নামে আরও দু’জনের বিরুদ্ধে নিউটাউন থানায় অভিযোগ দায়ের করেন আরও দুই যুবতি ৷ তাঁদেরও জোর করে পর্নোগ্রাফির শুট করানো হয়েছিল বলে অভিযোগ ৷ পুলিশ সূত্র খবর, ওই দুই যুবতি পুলিশকে জানিয়েছেন, একটি হোটেলে তাঁদের ভিডিয়ো শুটের নাম করে, প্রথমে সাধারণ শুট করানো হয়েছিল ৷ শুটিং যত এগোতে থাকে তাঁদের অর্ধনগ্ন হয়ে শুট করানো হয় এবং সবশেষে সম্পূর্ণ নগ্ন হয়ে শুটিং করতে বলা হয় ৷ অভিযোগ আপত্তি করলে, জোর করে বা মাদক দিয়ে অর্ধচেতন অবস্থায় পর্নগ্রাফি শুট করানো হয়েছিল ৷
আরও পড়ুন : Newtown Pornography : নিউটাউন পর্ন কাণ্ডে চুঁচুড়া থেকে গ্রেফতার ক্যামেরাম্যান
সেই অভিযোগের ভিত্তিতে নন্দিতা দত্ত এবং মৈনাক ঘোষকে গ্রেফতার করেছিল নিউটাউন থানার পুলিশ ৷ পরবর্তী সময়ে তাদের জেরা করে শুভঙ্কর দে নামে এক যুবকের খোঁজ পায় পুলিশ ৷ সে পর্নোগ্রাফি শুটে ভিডিয়োগ্রাফারের কাজ করত ৷ গত 31 জুলাই রাতে চুঁচুড়া থেকে শুভঙ্করকে পুলিশ গ্রেফতার করে ৷ এবার সেই সূত্রেই স্নেহাশিস বল-কে গ্রেফতার করল পুলিশ ৷ পর্নোগ্রাফির শুটে সে অভিনেতার কাজ করত ৷ স্নেহাশিসকে গতকাল রাতে দমদম থেকে গ্রেফতার করা হয়েছে ৷