কলকাতা, ১২ ফেব্রুয়ারি : NRS মেডিকেল কলেজ ও হাসপাতালের নার্সিং হস্টেলে কুকুর, বিড়াল প্রবেশ নিয়ন্ত্রণে আনতে পদক্ষেপ নিল কর্তৃপক্ষ। বসানো হল নতুন গেট ও জাল। এর ফলে কুকুর, বিড়ালের সমস্যা অনেকটাই কমবে বলে জানিয়েছেন, NRS মেডিকেল কলেজ ও হাসপাতালের ডেপুটি সুপারিনটেন্ডেন্ট দ্বৈপায়ন বিশ্বাস।
সম্প্রতি NRS চত্বর থেকে ১৬টি কুকুর বাচ্চার মৃতদেহ উদ্ধার হয়। কুকুর বাচ্চাগুলিকে পিটিয়ে মারার অভিযোগে নার্সিং-এর দুই ছাত্রীকে গ্রেপ্তার করা হয়। পরে জামিনে মুক্তি পান তাঁরা।
মেডিকেল কলেজ ও হাসপাতাল চত্বর থেকে কুকুর মুক্ত করার দাবি তোলেন হস্টেলের আবাসিকরা। বিক্ষোভও দেখান তাঁরা। শেষ পর্যন্ত হস্টেল চত্বর থেকে কুকুর এবং বিড়ালের প্রবেশ নিয়ন্ত্রণের জন্য পদক্ষেপ নিল কর্তৃপক্ষ।
NRS মেডিকেল কলেজ ও হাসপাতালের ডেপুটি সুপারিনটেন্ডেন্ট দ্বৈপায়ন বিশ্বাস বলেন, "গেটের জন্য হস্টেলে কুকুর-বিড়াল ঢোকার সুযোগ পাচ্ছিল। সামনের গেটটিকে আমরা ঠিক করেছি। নতুন করে গেট তৈরি করা হয়েছে। এর জন্য কুকুর-বিড়াল ঢোকার সম্ভাবনা অনেকটা কমে যাবে।" তিনি আরও বলেন, "সামনে গেট লাগানো হয়ে গেছে। আরও বেশ কিছু জায়গায় নেট লাগানোর কাজ চলছে। আশা করছি তাড়াতাড়ি শেষ হয়ে যাবে।"
হাসপাতাল চত্বরের বিভিন্ন স্থানে কুকুরের পাশাপাশি বিভিন্ন ওয়ার্ডে বিড়ালও রয়েছে। কুকুর, বিড়াল নিয়ন্ত্রণের জন্য কোনও ব্যবস্থা নেওয়া হচ্ছে? দ্বৈপায়ন বিশ্বাস বলেন, "কুকুরের জন্ম নিয়ন্ত্রণের জন্য ইতিমধ্যেই ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রথম দফায় যে ১৭টি কুকুরকে নিয়ে গেছিল কলকাতা পৌরনিগম, তাদের ফেরত পাঠানো হয়েছে। দ্বিতীয় দফায় ছ'টি কুকুরকে নিয়ে যাওয়া হয়েছে। তাদের এখনও ছাড়া হয়নি।"