ETV Bharat / city

NEP নিয়ে আগাম কথা হয়নি রাজ্যের সঙ্গে, ক্ষোভ পার্থর - NEP was formulated without being passed in parliament

এর আগে 30 জুলাই কংগ্রেস ও বাম দলগুলিও এই বিষয়ে সরব হয়েছিল । অভিযোগও ছিল একই । BJP-চালিত কেন্দ্রীয় সরকার নয়া জাতীয় শিক্ষানীতি নিয়ে সংসদে কোনও আলোচনা করেনি ।

পার্থ চট্টোপাধ্যায়
পার্থ চট্টোপাধ্যায়
author img

By

Published : Aug 1, 2020, 9:08 PM IST

কলকাতা, 1 অগাস্ট : নয়া জাতীয় শিক্ষানীতি, 2020 নিয়ে এবার প্রশ্ন তুললেন রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় । অভিযোগ, "সংসদে পাস না করেই এই নয়া শিক্ষানীতি প্রণয়ন করা হয়েছে । রাজ্যগুলির সঙ্গেও এ-বিষয়ে আগে থেকে কোনও কথা বলা হয়নি ।"

শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বলেন, "যদিও শিক্ষা সংক্রান্ত বিষয়টি কনকারেন্ট লিস্টের মধ্যে পড়ে, তবুও কেন্দ্রীয় মন্ত্রিসভায় নতুন শিক্ষানীতি পাস হওয়ার আগে তাতে কী কী থাকবে, তা নিয়ে রাজ্য সরকারগুলির সঙ্গে কোনওরকম আলোচনা করা হয়নি ।"

এর আগে 30 জুলাই কংগ্রেস ও বাম দলগুলিও এই বিষয়ে সরব হয়েছিল । অভিযোগও ছিল একই । BJP-চালিত কেন্দ্রীয় সরকার নয়া জাতীয় শিক্ষানীতি নিয়ে সংসদে কোনও আলোচনা করেনি । এক ধাপ এগিয়ে DMK প্রধান এম কে স্তালিন আজ অভিযোগ তুলেছেন, নয়া জাতীয় শিক্ষানীতির মাধ্যমে জোর করে হিন্দি ও সংস্কৃত চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে । অন্যান্য রাজনৈতিক দল ও মুখ্যমন্ত্রীদেরও একজোট হওয়ার জন্য বার্তা দিয়েছেন DMK প্রধান ।

এই পরিস্থিতিতে পার্থ চট্টোপাধ্যায়ের এই মন্তব্য যথেষ্টই তাৎপর্যপূর্ণ বলে মনে করেছেন রাজনৈতিক বিশ্লেষকরা । নয়া জাতীয় শিক্ষানীতি আদতে পশ্চিমী মডেলের হুবহু অনুকরণ । এমনই মনে করছেন রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় । পার্থবাবু আরও জানিয়েছেন, ইতিমধ্যেই নয়া জাতীয় শিক্ষানীতির 10-12 টি বিষয় চিহ্নিত করা হয়েছে । সেগুলির উল্লেখ করে একটি চিঠি খুব তাড়াতাড়ি পাঠানো হবে কেন্দ্রর কাছে । তবে কোন 10-12 টি বিষয় চিহ্নিত করা হয়েছে তা নিয়ে বিস্তারিত কিছু জানাননি শিক্ষামন্ত্রী ।

  • West Bengal Education Minister Partha Chatterjee hits out at Centre over National Education Policy (NEP), 2020, says it was formulated without being passed in parliament and states were not taken into confidence.

    — Press Trust of India (@PTI_News) August 1, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

অন্যদিকে পার্থ চট্টোপাধ্যায়ের এই বক্তব্যের প্রেক্ষিতে রাজ্য BJP সভাপতির প্রতিক্রিয়া, "যাঁরা রাজ্যের শিক্ষাব্যবস্থাকে নষ্ট করে দিয়েছেন, তাঁদের কোনও অধিকার নেই অন্যের সমালোচনা করার ।"

কলকাতা, 1 অগাস্ট : নয়া জাতীয় শিক্ষানীতি, 2020 নিয়ে এবার প্রশ্ন তুললেন রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় । অভিযোগ, "সংসদে পাস না করেই এই নয়া শিক্ষানীতি প্রণয়ন করা হয়েছে । রাজ্যগুলির সঙ্গেও এ-বিষয়ে আগে থেকে কোনও কথা বলা হয়নি ।"

শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বলেন, "যদিও শিক্ষা সংক্রান্ত বিষয়টি কনকারেন্ট লিস্টের মধ্যে পড়ে, তবুও কেন্দ্রীয় মন্ত্রিসভায় নতুন শিক্ষানীতি পাস হওয়ার আগে তাতে কী কী থাকবে, তা নিয়ে রাজ্য সরকারগুলির সঙ্গে কোনওরকম আলোচনা করা হয়নি ।"

এর আগে 30 জুলাই কংগ্রেস ও বাম দলগুলিও এই বিষয়ে সরব হয়েছিল । অভিযোগও ছিল একই । BJP-চালিত কেন্দ্রীয় সরকার নয়া জাতীয় শিক্ষানীতি নিয়ে সংসদে কোনও আলোচনা করেনি । এক ধাপ এগিয়ে DMK প্রধান এম কে স্তালিন আজ অভিযোগ তুলেছেন, নয়া জাতীয় শিক্ষানীতির মাধ্যমে জোর করে হিন্দি ও সংস্কৃত চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে । অন্যান্য রাজনৈতিক দল ও মুখ্যমন্ত্রীদেরও একজোট হওয়ার জন্য বার্তা দিয়েছেন DMK প্রধান ।

এই পরিস্থিতিতে পার্থ চট্টোপাধ্যায়ের এই মন্তব্য যথেষ্টই তাৎপর্যপূর্ণ বলে মনে করেছেন রাজনৈতিক বিশ্লেষকরা । নয়া জাতীয় শিক্ষানীতি আদতে পশ্চিমী মডেলের হুবহু অনুকরণ । এমনই মনে করছেন রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় । পার্থবাবু আরও জানিয়েছেন, ইতিমধ্যেই নয়া জাতীয় শিক্ষানীতির 10-12 টি বিষয় চিহ্নিত করা হয়েছে । সেগুলির উল্লেখ করে একটি চিঠি খুব তাড়াতাড়ি পাঠানো হবে কেন্দ্রর কাছে । তবে কোন 10-12 টি বিষয় চিহ্নিত করা হয়েছে তা নিয়ে বিস্তারিত কিছু জানাননি শিক্ষামন্ত্রী ।

  • West Bengal Education Minister Partha Chatterjee hits out at Centre over National Education Policy (NEP), 2020, says it was formulated without being passed in parliament and states were not taken into confidence.

    — Press Trust of India (@PTI_News) August 1, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

অন্যদিকে পার্থ চট্টোপাধ্যায়ের এই বক্তব্যের প্রেক্ষিতে রাজ্য BJP সভাপতির প্রতিক্রিয়া, "যাঁরা রাজ্যের শিক্ষাব্যবস্থাকে নষ্ট করে দিয়েছেন, তাঁদের কোনও অধিকার নেই অন্যের সমালোচনা করার ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.