ETV Bharat / city

রাজ্যে আসছে NDRF-এর আরও 4টি দল

author img

By

Published : May 21, 2020, 3:57 PM IST

আমফান মোকাবিলায় আগে থেকেই প্রস্তুতি নিয়েছিল NDRF ৷ তবে উদ্ধারকাজ চালাতে ও রাস্তা পরিষ্কার করতে রাজ্যে আরও চারটি দল আনার কথা জানালেন NDRF প্রধান এস এন প্রধান ৷

NDRF দল
NDRF দল

কলকাতা, 21 মে : রাজ্যে চলছে উদ্ধারকাজ । চলছে রাস্তা পরিস্কারের কাজও ৷ ইতিমধ্যেই একাধিক এলাকায় গাছ সরিয়ে রাস্তা খুলে দেওয়া হয়েছে বলে জানালেন NDRF প্রধান এস এন প্রধান ৷

আজ তিনি বলেন, ‘‘কোরোনা সংক্রমণের জেরে উদ্ধারকাজ চালানো একটি বড় চ্যালেঞ্জ ৷ তবে আমাদের দল আমফানের জন্য আগে থেকেই কিছুটা প্রস্তুত ছিল ৷’’ রাজ্যে আগে থেকেই NDRF-এর দল মোতায়েন ছিল । তারপরও আমফান পরবর্তী পরিস্থিতি মোকাবিলায় NDRF-এর সাহায্য চেয়েছিলেন মুখ্যসচিব ৷ এর পরিপ্রেক্ষিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আরও চারটি দলকে রাজ্যে উদ্ধারকাজ চালানোর জন্য নিয়ে আসা হচ্ছে বলেও তিনি জানিয়েছেন ৷

তিনি বলেন, রাজ্যে বিশেষ করে কলকাতায় দ্রুত গতিতে উদ্ধারকাজ চালানোর জন্য NDRF-এর আরও কয়েকটি দল আসছে ৷ এছাড়া ফুড কর্পোরেশন অব ইন্ডিয়ার তরফে খাদ্যশস্য বিশেষত চালের যথেষ্ট মজুত রাখার বিষয়টি দেখবেন যাতে ক্ষতিগ্রস্তদের দ্রুত খাদ্য সামগ্রী পৌছে দেওয়া যায় ।

গতকাল রাত থেকেই গাছ কেটে রাস্তা পরিষ্কারের কাজ শুরু করে গিয়েছে NDRF-এর বিশেষ দল ৷ এই বিষয়ে এস এন প্রধান বলেন, ‘‘ইতিমধ্যেই রাস্তা পরিষ্কারের কাজ দ্রুতগতিতে করা হচ্ছে ৷ কয়েকটি জায়গায় রাস্তা পরিষ্কারের কাজ শেষও হয়ে গিয়েছে ৷ প্রভাবিত এলাকাগুলিতে বৈদ্যুতিক ও যোগাযোগ ব্যবস্থা ঠিক হতে কিছু সময় লাগবে ৷ এরজন্য প্রয়োজন টেকনিশিয়ান ও গ্যাংম্যানের । আমরা তাদের সব ধরনের সাহায্য করতে রাজি ৷ ’’

কলকাতা, 21 মে : রাজ্যে চলছে উদ্ধারকাজ । চলছে রাস্তা পরিস্কারের কাজও ৷ ইতিমধ্যেই একাধিক এলাকায় গাছ সরিয়ে রাস্তা খুলে দেওয়া হয়েছে বলে জানালেন NDRF প্রধান এস এন প্রধান ৷

আজ তিনি বলেন, ‘‘কোরোনা সংক্রমণের জেরে উদ্ধারকাজ চালানো একটি বড় চ্যালেঞ্জ ৷ তবে আমাদের দল আমফানের জন্য আগে থেকেই কিছুটা প্রস্তুত ছিল ৷’’ রাজ্যে আগে থেকেই NDRF-এর দল মোতায়েন ছিল । তারপরও আমফান পরবর্তী পরিস্থিতি মোকাবিলায় NDRF-এর সাহায্য চেয়েছিলেন মুখ্যসচিব ৷ এর পরিপ্রেক্ষিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আরও চারটি দলকে রাজ্যে উদ্ধারকাজ চালানোর জন্য নিয়ে আসা হচ্ছে বলেও তিনি জানিয়েছেন ৷

তিনি বলেন, রাজ্যে বিশেষ করে কলকাতায় দ্রুত গতিতে উদ্ধারকাজ চালানোর জন্য NDRF-এর আরও কয়েকটি দল আসছে ৷ এছাড়া ফুড কর্পোরেশন অব ইন্ডিয়ার তরফে খাদ্যশস্য বিশেষত চালের যথেষ্ট মজুত রাখার বিষয়টি দেখবেন যাতে ক্ষতিগ্রস্তদের দ্রুত খাদ্য সামগ্রী পৌছে দেওয়া যায় ।

গতকাল রাত থেকেই গাছ কেটে রাস্তা পরিষ্কারের কাজ শুরু করে গিয়েছে NDRF-এর বিশেষ দল ৷ এই বিষয়ে এস এন প্রধান বলেন, ‘‘ইতিমধ্যেই রাস্তা পরিষ্কারের কাজ দ্রুতগতিতে করা হচ্ছে ৷ কয়েকটি জায়গায় রাস্তা পরিষ্কারের কাজ শেষও হয়ে গিয়েছে ৷ প্রভাবিত এলাকাগুলিতে বৈদ্যুতিক ও যোগাযোগ ব্যবস্থা ঠিক হতে কিছু সময় লাগবে ৷ এরজন্য প্রয়োজন টেকনিশিয়ান ও গ্যাংম্যানের । আমরা তাদের সব ধরনের সাহায্য করতে রাজি ৷ ’’

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.