ETV Bharat / city

Dilip Ghosh : মুখর দিলীপকে মৌন হতে নির্দেশ বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের

বিজেপির জাতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষের বিভিন্ন মন্তব্য নানা সময়ে অস্বস্তিতে ফেলেছে দলকে ৷ এবার তাই তাঁকে প্রকাশ্যে কোনও মন্তব্য থেকে বিরত থাকতে নির্দেশ দিল বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব (Naddas Stern Messege to BJP MP Dilip Ghosh) ৷

naddas-stern-messege-to-bjp-mp-dilip-ghosh
Dilip Ghosh : মুখর দিলীপকে মৌন হতে নির্দেশ বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের
author img

By

Published : May 31, 2022, 7:07 PM IST

কলকাতা, 31 মে : বরাবরই শিরোনামেই থাকেন তিনি । রাজ্য বিজেপির বলিয়ে কয়িয়ে মুখ । দলের মনোবল বৃদ্ধিতে তাঁর এক একটা কথা ভোকাল টনিকের মতো কাজ করত । এহেন ‘কার্যকরী’ নেতার মুখ এবার বন্ধ করল বিজেপি (BJP) । সরিসরি চিঠি লিখে বলা হল, সংবাদমাধ্যমের সামনে বা প্রকাশ্যে দলের নেতা-নেত্রীদের নিয়ে মুখ যেন তিনি না খোলেন । বিজেপির জাতীয় সাধারণ সম্পাদক অরুণ সিং (BJP National General Secretary Arun Singh) একটি চিঠি দিয়ে দিলীপ ঘোষকে মুখ বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন ।

সম্প্রতি বিজেপির জাতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ (BJP National Vice President Dilip Ghosh) বিজেপির একাধিক নেতা-নেত্রীর বিরুদ্ধে মন্তব্য করছিলেন । দিলীপ ঘোষের সেই সব মন্তব্যের কারণে অস্বস্তি বাড়ছিল বিজেপিতে । এমনিতেই অন্তর্দ্বন্দ্বে জর্জরিত দলে প্রতিদিনই কেউ না কেউ একে অপরের বিরুদ্ধে তোপ দাগছেন । কিন্তু এক্ষেত্রে বলির পাঁঠা করা হয়েছে দিলীপকেই, অন্তত রাজনৈতিক মহল তেমনটাই মনে করছে । যতদূর জানা যাচ্ছে বিজেপির তরফে জাতীয় সাধারণ সম্পাদক অরুণ সিং চিঠি দিয়েছেন দিলীপ ঘোষকে । বিজেপির জাতীয় সভাপতি জেপি নাড্ডার (BJP National President JP Nadda) নির্দেশই এই চিঠি ।

Naddas Stern Messege to BJP MP Dilip Ghosh
দিলীপ ঘোষকে দেওয়া বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের চিঠি

এদিন অরুণ সিং চিঠিতে লিখেছেন, ‘‘আগে অনেক বার আপনাকে সতর্ক করা হয়েছে । কোনও লাভ হয়নি । আপনার মন্তব্যে দলের ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে । আপাতত সংবাদমাধ্যমে আপনি মুখ খুলতে পারবেন না ।’’ তিনি আরও লিখেছেন, ‘‘আপনার বেশ কিছু বিবৃতি এবং ক্ষোভ প্রকাশ করে মন্তব্যে রাজ্য নেতৃত্ব ক্ষুব্ধ হয়েছেন । একই সঙ্গে বিড়ম্বনায় পড়েছেন কেন্দ্রীয় নেতৃত্বও ।’’

যদিও এই চিঠি প্রকাশ্যে আসার পর দিলীপ ঘোষ জানিয়েছেন, তিনি এখনও পর্যন্ত কোনও চিঠি হাতে পাননি । পেলে জবাব দেবেন । অন্যদিকে এই প্রসঙ্গে বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্যকে প্রশ্ন করা হলে তিনি জানিয়েছেন, এটি দলের অভ্যন্তরীণ বিষয় ৷ এ বিষয়ে তিনি কোনও মন্তব্য করবেন না ।

এদিকে দিলীপ ঘোষকে দেওয়া কেন্দ্রীয় নেতৃত্বের চিঠি প্রসঙ্গে প্রতিক্রিয়া জানাতে গিয়ে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (AITC Leader Kunal Ghosh) জানিয়েছেন, বিজেপি অভিযোগ করছে দিলীপ ঘোষের মন্তব্যে নাকি দলের মনোবল ভাঙছে । বিজেপির ভুল রাজনীতির জেরে দলটা বাংলা থেকে উঠে যাচ্ছে । এমনটা হলে তো দলের মনোবল ভাঙবেই । কুণাল ঘোষ মনে করছেন, আসল ভুল কোথায়, তা না খুঁজে খামোখাই দিলীপ ঘোষকে বলির পাঁঠা করা হচ্ছে ।

আরও পড়ুন : Dilip Ghosh : 'আমি না থাকলে তারা তো ভালই থাকবে', বললেন দিলীপ ; 'তারা' কারা ?

কলকাতা, 31 মে : বরাবরই শিরোনামেই থাকেন তিনি । রাজ্য বিজেপির বলিয়ে কয়িয়ে মুখ । দলের মনোবল বৃদ্ধিতে তাঁর এক একটা কথা ভোকাল টনিকের মতো কাজ করত । এহেন ‘কার্যকরী’ নেতার মুখ এবার বন্ধ করল বিজেপি (BJP) । সরিসরি চিঠি লিখে বলা হল, সংবাদমাধ্যমের সামনে বা প্রকাশ্যে দলের নেতা-নেত্রীদের নিয়ে মুখ যেন তিনি না খোলেন । বিজেপির জাতীয় সাধারণ সম্পাদক অরুণ সিং (BJP National General Secretary Arun Singh) একটি চিঠি দিয়ে দিলীপ ঘোষকে মুখ বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন ।

সম্প্রতি বিজেপির জাতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ (BJP National Vice President Dilip Ghosh) বিজেপির একাধিক নেতা-নেত্রীর বিরুদ্ধে মন্তব্য করছিলেন । দিলীপ ঘোষের সেই সব মন্তব্যের কারণে অস্বস্তি বাড়ছিল বিজেপিতে । এমনিতেই অন্তর্দ্বন্দ্বে জর্জরিত দলে প্রতিদিনই কেউ না কেউ একে অপরের বিরুদ্ধে তোপ দাগছেন । কিন্তু এক্ষেত্রে বলির পাঁঠা করা হয়েছে দিলীপকেই, অন্তত রাজনৈতিক মহল তেমনটাই মনে করছে । যতদূর জানা যাচ্ছে বিজেপির তরফে জাতীয় সাধারণ সম্পাদক অরুণ সিং চিঠি দিয়েছেন দিলীপ ঘোষকে । বিজেপির জাতীয় সভাপতি জেপি নাড্ডার (BJP National President JP Nadda) নির্দেশই এই চিঠি ।

Naddas Stern Messege to BJP MP Dilip Ghosh
দিলীপ ঘোষকে দেওয়া বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের চিঠি

এদিন অরুণ সিং চিঠিতে লিখেছেন, ‘‘আগে অনেক বার আপনাকে সতর্ক করা হয়েছে । কোনও লাভ হয়নি । আপনার মন্তব্যে দলের ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে । আপাতত সংবাদমাধ্যমে আপনি মুখ খুলতে পারবেন না ।’’ তিনি আরও লিখেছেন, ‘‘আপনার বেশ কিছু বিবৃতি এবং ক্ষোভ প্রকাশ করে মন্তব্যে রাজ্য নেতৃত্ব ক্ষুব্ধ হয়েছেন । একই সঙ্গে বিড়ম্বনায় পড়েছেন কেন্দ্রীয় নেতৃত্বও ।’’

যদিও এই চিঠি প্রকাশ্যে আসার পর দিলীপ ঘোষ জানিয়েছেন, তিনি এখনও পর্যন্ত কোনও চিঠি হাতে পাননি । পেলে জবাব দেবেন । অন্যদিকে এই প্রসঙ্গে বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্যকে প্রশ্ন করা হলে তিনি জানিয়েছেন, এটি দলের অভ্যন্তরীণ বিষয় ৷ এ বিষয়ে তিনি কোনও মন্তব্য করবেন না ।

এদিকে দিলীপ ঘোষকে দেওয়া কেন্দ্রীয় নেতৃত্বের চিঠি প্রসঙ্গে প্রতিক্রিয়া জানাতে গিয়ে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (AITC Leader Kunal Ghosh) জানিয়েছেন, বিজেপি অভিযোগ করছে দিলীপ ঘোষের মন্তব্যে নাকি দলের মনোবল ভাঙছে । বিজেপির ভুল রাজনীতির জেরে দলটা বাংলা থেকে উঠে যাচ্ছে । এমনটা হলে তো দলের মনোবল ভাঙবেই । কুণাল ঘোষ মনে করছেন, আসল ভুল কোথায়, তা না খুঁজে খামোখাই দিলীপ ঘোষকে বলির পাঁঠা করা হচ্ছে ।

আরও পড়ুন : Dilip Ghosh : 'আমি না থাকলে তারা তো ভালই থাকবে', বললেন দিলীপ ; 'তারা' কারা ?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.