ETV Bharat / city

পুজোর মুখে পেনশনভোগীদের জন্য সুখবর, জারি বিজ্ঞপ্তি - state government pension

পুজোর মুখেই নবান্নের তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের মুখে হাসি ফোটাতে চাইল রাজ্য । বিজ্ঞপ্তি জারি করে নবান্নের তরফ থেকে জানিয়ে দেওয়া হল, 2015 সালের 31 ডিসেম্বর অবসরপ্রাপ্ত কর্মীদের বেসিক পেনশন যা ছিল, তা 2.57 গুণ বেড়ে যাবে ।

পুজোর মুখেই পেনশনভোগীদের জন্য সুখবর, নবান্নে জারি বিজ্ঞপ্তি
author img

By

Published : Oct 1, 2019, 8:15 PM IST

কলকাতা, 1 অক্টোবর : ষষ্ঠ বেতন কমিশনের সুপারিশ মেনে ইতিমধ্যেই সরকারি কর্মচারীদের বেতন কাঠামো তৈরি করেছে রাজ্য সরকার । এবারে রাজ্যের তরফ থেকে সুখবর মিলল অবসরপ্রাপ্ত কর্মচারীদের জন্যও । আজ নতুন পেনশন কাঠামোর বিজ্ঞপ্তি জারি করল নবান্ন ।

আজ নবান্নের তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের মুখে হাসি ফোটানোর চেষ্টা হল । বিজ্ঞপ্তি জারি করে নবান্নের তরফ থেকে জানিয়ে দেওয়া হল, 2015 সালের 31 ডিসেম্বর অবসরপ্রাপ্ত কর্মীদের বেসিক পেনশন যা ছিল, তা 2.57 গুণ বেড়ে যাবে । 2015 সালের 31 ডিসেম্বর কারও বেসিক পেনশন 3302 টাকা থাকলে তা 2.57 গুণ বেড়ে 8486.14 টাকা হবে । এরপর রাউন্ড অফ করে বেসিক পেনশন হবে 8500 টাকা ।

বেতন কাঠামোর মতো নতুন পেনশন কাঠামোও 2020 সালের 1 জানুয়ারি থেকে লাগু হবে । বাড়ানো হল পেনশনের ঊর্ধ্বসীমাও । 35 হাজার টাকা থেকে বাড়িয়ে তা করা হয়েছে 1 লাখ 500 টাকা ।

এ ছাড়াও রিভিশন অফ পে অ্যান্ড অ্যালাউন্সে (ROPA) বলা হয়েছে, 80 থেকে 85 বছরের মধ্যে বয়স হলে বর্ধিত বেসিক পেনশনের উপর আরও 20 শতাংশ টাকা পাবেন পেনশনভোগীরা । 85 থেকে 90 বছরের মধ্যে বয়স হলে বর্ধিত বেসিক পেনশনের উপর আরও 30 শতাংশ পাবেন তাঁরা । তবে বয়স 100 বছর পেরিয়ে গেলে বর্ধিত পেনশন কাঠামোর উপরে অতিরিক্ত 100 শতাংশ পেনশন পাবেন পেনশন ভোগীরা ৷

কলকাতা, 1 অক্টোবর : ষষ্ঠ বেতন কমিশনের সুপারিশ মেনে ইতিমধ্যেই সরকারি কর্মচারীদের বেতন কাঠামো তৈরি করেছে রাজ্য সরকার । এবারে রাজ্যের তরফ থেকে সুখবর মিলল অবসরপ্রাপ্ত কর্মচারীদের জন্যও । আজ নতুন পেনশন কাঠামোর বিজ্ঞপ্তি জারি করল নবান্ন ।

আজ নবান্নের তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের মুখে হাসি ফোটানোর চেষ্টা হল । বিজ্ঞপ্তি জারি করে নবান্নের তরফ থেকে জানিয়ে দেওয়া হল, 2015 সালের 31 ডিসেম্বর অবসরপ্রাপ্ত কর্মীদের বেসিক পেনশন যা ছিল, তা 2.57 গুণ বেড়ে যাবে । 2015 সালের 31 ডিসেম্বর কারও বেসিক পেনশন 3302 টাকা থাকলে তা 2.57 গুণ বেড়ে 8486.14 টাকা হবে । এরপর রাউন্ড অফ করে বেসিক পেনশন হবে 8500 টাকা ।

বেতন কাঠামোর মতো নতুন পেনশন কাঠামোও 2020 সালের 1 জানুয়ারি থেকে লাগু হবে । বাড়ানো হল পেনশনের ঊর্ধ্বসীমাও । 35 হাজার টাকা থেকে বাড়িয়ে তা করা হয়েছে 1 লাখ 500 টাকা ।

এ ছাড়াও রিভিশন অফ পে অ্যান্ড অ্যালাউন্সে (ROPA) বলা হয়েছে, 80 থেকে 85 বছরের মধ্যে বয়স হলে বর্ধিত বেসিক পেনশনের উপর আরও 20 শতাংশ টাকা পাবেন পেনশনভোগীরা । 85 থেকে 90 বছরের মধ্যে বয়স হলে বর্ধিত বেসিক পেনশনের উপর আরও 30 শতাংশ পাবেন তাঁরা । তবে বয়স 100 বছর পেরিয়ে গেলে বর্ধিত পেনশন কাঠামোর উপরে অতিরিক্ত 100 শতাংশ পেনশন পাবেন পেনশন ভোগীরা ৷

Intro:পুজোর মুখেই পেনশনভোগীদের জন্য সুখবর : আজ নবান্নে জারি হল পেনশন কাঠামোর বিজ্ঞপ্তি

কলকাতা, ১ অক্টোবর: ষষ্ঠ বেতন কমিশনের সুপারিশ মেনে ইতিমধ্যেই সরকারি কর্মচারীদের বেতন কাঠামো তৈরি করেছে রাজ্য সরকার। এবারে রাজ্যের তরফ থেকে সুখবর মিলল অবসরপ্রাপ্ত কর্মচারীদের জন্যও। আজ নতুন পেনশন কাঠামোর বিজ্ঞপ্তি জারি করলো নবান্ন।

Body:

অক্টোবর মাসের প্রথম দিনে অর্থাৎ পুজোর মুখেই নবান্নের তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের মুখে হাসি ফোটানোর চেষ্টা হল। বিজ্ঞপ্তি জারি করে নবান্নের তরফ থেকে জানিয়ে দেওয়া হলো, ২০১৫ সালের ৩১ ডিসেম্বর কর্মীদের বেসিক পেনশন যা ছিল, তা থেকে ২.৫৭ গুণ বেড়ে যাবে। ২০১৫ সালের ৩১ ডিসেম্বর কারও বেসিক পেনশন ৩৩০২ টাকা থাকলে তা ২.৫৭ গুণ বেড়ে ৮৪৮৬.১৪ টাকা হবে। এক্ষেত্রে তিনি পেনশন পাবেন ৮৫০০ টাকা।
বেতন কাঠামোর মতো নতুন পেনশন কাঠামোও ১ জানুয়ারি থেকে লাগু হবে। বাড়ানো হলো পেনশনের উর্ধ্বসীমাও। ৩৫ হাজার টাকা থেকে বাড়িয়ে তা করা হয়েছে ১ লক্ষ ৫০০ টাকা।
এ ছাড়াও রোপায় বলা হয়েছে, ৮০ থেকে ৮৫ বছরের মধ্যে বয়স হলে বর্ধিত বেসিক পেনশনের ওপর আরও ২০ শতাংশ টাকা পাবেন পেনশনভোগীরা। ৮৫ থেকে ৯০ বছরের মধ্যে বয়স হলে বর্ধিত বেসিক পেনশনের ওপর আরও ৩০ শতাংশ পাবেন তাঁরা। তবে বয়স ১০০ বছর পেরিয়ে গেলে বর্ধিত পেনশন কাঠামোর ওপরে অতিরিক্ত ১০০ শতাংশ পেনশন পাবেন পেনশন ভোগীরাConclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.