কলকাতা, 21 মার্চ : কোরোনা সংক্রামকের কারণে বিপর্যস্ত গোটা পৃথিবী ৷ চিন, ইট্যালি, স্পেন হয়ে ভাইরাসের সংক্রমণ এসে পৌঁছেছে দেশের নানা প্রান্তে ৷ বাদ পড়েনি পশ্চিমবঙ্গও ৷ রাজ্যে বাড়ছে কোরোনা আতঙ্ক ৷ সেই আতঙ্ককে সামাল দিতেই নবান্নে খোলা হল বিপর্যয় ব্যবস্থাপনা এবং অসামরিক প্রতিরক্ষা মন্ত্রকের আপৎকালীন যোগাযোগ কেন্দ্র।
এই যোগাযোগ কেন্দ্র সারা দিন-রাত সাধারণের জন্য খোলা থাকবে। সাধারণ মানুষের জন্য রয়েছে টোল ফ্রি নম্বর। এই টোল ফ্রি নম্বর হচ্ছে 1070 এবং 033-2214-3526 ৷
সাধারণ মানুষ যাতে কোনও সমস্যায় না পড়েন তার জন্য একের পর এক উদ্যোগ নিয়ে চলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেকথা মাথায় রেখেই এই টোল ফ্রি নম্বর ও সহায়তা কেন্দ্র ৷ এই কেন্দ্র থেকে সহযোগিতা পাবেন রাজ্যের সাধারণ মানুষ। যাতে সবসময় যোগাযোগ করতে পারেন তার জন্য রয়েছে টোল ফ্রি নম্বর।