ETV Bharat / city

Dengue: উৎসবের মরশুমে ডেঙ্গি নিয়ে উচ্চপর্যায়ের বৈঠক মুখ্য সচিবের, জেলা প্রশাসনগুলিকে সতর্ক করল নবান্ন - উৎসবের মরশুম

উৎসবের মরশুমে (Festive Season) বাড়ছে ডেঙ্গি । তাই এই নিয়ে বৈঠক করলেন রাজ্যের মুখ্য সচিব হরি কৃষ্ণ দ্বিবেদী । বৈঠকে ডেঙ্গি (Dengue) নিয়ন্ত্রণে প্রয়োজনীয় পদক্ষেপ করার নির্দেশ দিয়েছেন তিনি ৷

nabanna-directs-district-administration-to-take-necessary-steps-to-contain-dengue
Dengue: উৎসবের মরশুমে ডেঙ্গি নিয়ে উচ্চপর্যায়ের বৈঠক মুখ্য সচিবের, জেলা প্রশাসনগুলিকে সতর্ক করল নবান্ন
author img

By

Published : Sep 23, 2022, 9:23 PM IST

কলকাতা, 23 সেপ্টেম্বর : উৎসবের মরশুমে (Festive Season) ক্রমেই বাড়ছে ডেঙ্গির (Dengue) উপদ্রব । আর কপালে ভাঁজ চওড়া হচ্ছে নবান্নের । শুক্রবার রাজ্যের ডেঙ্গি পরিস্থিতি নিয়ে বৈঠকে বসেছিলেন রাজ্যের মুখ্য সচিব হরি কৃষ্ণ দ্বিবেদী । আর এই বৈঠক থেকে কলকাতা, মুর্শিদাবাদ, হুগলি, হাওড়া ও উত্তর দিনাজপুর জেলা প্রশাসনকে সতর্ক করলেন তিনি । যেভাবে কলকাতা-সহ এই জেলাগুলিতে ডেঙ্গির প্রকোপ বাড়ছে, তাতে জেলা প্রশাসনকে আরও সক্রিয় হওয়ার নির্দেশ দিয়েছেন মুখ্য সচিব ।

এই মুহূর্তে উত্তর 24 পরগনার ডেঙ্গি পরিস্থিতি নিয়ে যথেষ্ট উদ্বিগ্ন রাজ্য সরকার । এই জেলার জেলাশাসককে মুখ্য সচিবের নির্দেশ, পৌরসভার কাউন্সিলরদের সঙ্গে বৈঠক করে একদিকে যেমন জনসচেতনতা মূলক প্রচার বাড়াতে হবে । একই সঙ্গে পৌরকর্মীদের নামিয়ে মশা দমন অভিযানে জোর দিতে হবে ।

এদিন মোটামুটি সমস্ত জেলাকেই সতর্ক থাকতে বলেছেন মুখ্য সচিব । কারণ, যে গতিতে রাজ্যে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা বাড়ছে, সেটা যথেষ্ট চিন্তার । চিন্তা বেশি যতটা সংখ্যা নিয়ে, তার চেয়ে বেশি উৎসবের মরশুম হওয়ায় । তাই মুখ্য সচিবের নির্দেশ, ডেঙ্গি নিয়ে প্রশাসনিক স্তরে কোনও ঢিলেমি বরদাস্ত করা হবে না । প্রত্যেক জেলা প্রশাসন, পঞ্চায়েত এবং পৌরসভাকে ডেঙ্গি রুখতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে । হাসপাতাল, বেসরকারি হাসপাতালে পরিকাঠামো বাড়াতে হবে । ডেঙ্গি রোগী যথাযথ যাতে চিকিত্‍সা পান, তা সুনিশ্চিত করতে হবে ।

এদিন পুজোর (Durga Puja) সময় বৃষ্টিপাত নিয়েও চিন্তা প্রকাশ করেছেন মুখ্য সচিব । যেহেতু বৃষ্টির জমা জল রাজ্যে ডেঙ্গির প্রকোপ বাড়ার একটা বড় কারণ । তাই পৌরসভা এবং পঞ্চায়েতগুলিকে তিনি নির্দেশ দিয়েছেন, যাতে কোথাও বর্ষার জল জমে না থাকে, তা নজরে রাখতে ।

মোটের উপর এদিনের বৈঠক থেকে প্রশাসনিক স্তরে ডেঙ্গি নিয়ে সক্রিয়তা লক্ষ্য করা গিয়েছে । সবচেয়ে বড় কথা যেহেতু রাজ্যের প্রধান প্রশাসনিক ভবন নবান্ন থেকে এই নিয়ে বাড়তি সতর্কতা নিতে বলা হয়েছে, তা আদতে কতটা সম্ভব হয়, সেদিকে নজর রয়েছে সকলের ।

আরও পড়ুন : পুজোর কলকাতায় ডেঙ্গি নিয়ন্ত্রণে রাখাই অন্যতম লক্ষ্য পৌরনিগমের

কলকাতা, 23 সেপ্টেম্বর : উৎসবের মরশুমে (Festive Season) ক্রমেই বাড়ছে ডেঙ্গির (Dengue) উপদ্রব । আর কপালে ভাঁজ চওড়া হচ্ছে নবান্নের । শুক্রবার রাজ্যের ডেঙ্গি পরিস্থিতি নিয়ে বৈঠকে বসেছিলেন রাজ্যের মুখ্য সচিব হরি কৃষ্ণ দ্বিবেদী । আর এই বৈঠক থেকে কলকাতা, মুর্শিদাবাদ, হুগলি, হাওড়া ও উত্তর দিনাজপুর জেলা প্রশাসনকে সতর্ক করলেন তিনি । যেভাবে কলকাতা-সহ এই জেলাগুলিতে ডেঙ্গির প্রকোপ বাড়ছে, তাতে জেলা প্রশাসনকে আরও সক্রিয় হওয়ার নির্দেশ দিয়েছেন মুখ্য সচিব ।

এই মুহূর্তে উত্তর 24 পরগনার ডেঙ্গি পরিস্থিতি নিয়ে যথেষ্ট উদ্বিগ্ন রাজ্য সরকার । এই জেলার জেলাশাসককে মুখ্য সচিবের নির্দেশ, পৌরসভার কাউন্সিলরদের সঙ্গে বৈঠক করে একদিকে যেমন জনসচেতনতা মূলক প্রচার বাড়াতে হবে । একই সঙ্গে পৌরকর্মীদের নামিয়ে মশা দমন অভিযানে জোর দিতে হবে ।

এদিন মোটামুটি সমস্ত জেলাকেই সতর্ক থাকতে বলেছেন মুখ্য সচিব । কারণ, যে গতিতে রাজ্যে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা বাড়ছে, সেটা যথেষ্ট চিন্তার । চিন্তা বেশি যতটা সংখ্যা নিয়ে, তার চেয়ে বেশি উৎসবের মরশুম হওয়ায় । তাই মুখ্য সচিবের নির্দেশ, ডেঙ্গি নিয়ে প্রশাসনিক স্তরে কোনও ঢিলেমি বরদাস্ত করা হবে না । প্রত্যেক জেলা প্রশাসন, পঞ্চায়েত এবং পৌরসভাকে ডেঙ্গি রুখতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে । হাসপাতাল, বেসরকারি হাসপাতালে পরিকাঠামো বাড়াতে হবে । ডেঙ্গি রোগী যথাযথ যাতে চিকিত্‍সা পান, তা সুনিশ্চিত করতে হবে ।

এদিন পুজোর (Durga Puja) সময় বৃষ্টিপাত নিয়েও চিন্তা প্রকাশ করেছেন মুখ্য সচিব । যেহেতু বৃষ্টির জমা জল রাজ্যে ডেঙ্গির প্রকোপ বাড়ার একটা বড় কারণ । তাই পৌরসভা এবং পঞ্চায়েতগুলিকে তিনি নির্দেশ দিয়েছেন, যাতে কোথাও বর্ষার জল জমে না থাকে, তা নজরে রাখতে ।

মোটের উপর এদিনের বৈঠক থেকে প্রশাসনিক স্তরে ডেঙ্গি নিয়ে সক্রিয়তা লক্ষ্য করা গিয়েছে । সবচেয়ে বড় কথা যেহেতু রাজ্যের প্রধান প্রশাসনিক ভবন নবান্ন থেকে এই নিয়ে বাড়তি সতর্কতা নিতে বলা হয়েছে, তা আদতে কতটা সম্ভব হয়, সেদিকে নজর রয়েছে সকলের ।

আরও পড়ুন : পুজোর কলকাতায় ডেঙ্গি নিয়ন্ত্রণে রাখাই অন্যতম লক্ষ্য পৌরনিগমের

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.