ETV Bharat / city

'বাল সাহিত্য পুরস্কার 2019' পাচ্ছেন নবনীতা দেবসেন

শিশু সাহিত্যে অবদানের জন্য 'বাল সাহিত্য পুরস্কার 2019' পাচ্ছেন নবনীতা দেবসেন ।

ফোটো সৌজন্যে : ফেসবুক
author img

By

Published : Jun 16, 2019, 12:24 PM IST

কলকাতা, 16 জুন : 'প্রথম প্রত্যয়' দিয়ে হাতেখড়ি । পরে বাংলা ও ইংরেজি সাহিত্য তাঁর লেখা কবিতা, প্রবন্ধ, রম্যরচনায় সম্বৃদ্ধ হয়েছে । শিশু-কিশোর সাহিত্যে তাঁর অবদান অনস্বীকার্য । সাহিত্য অ্যাকাডেমি পেয়েছিলেন আগেই । এবার আরও এক পালক যোগ হতে চলেছে সাহিত্যিক নবনীতা দেবসেনের মুকুটে । শিশু সাহিত্যে অবদানের জন্য এবছর পেতে চলেছেন সাহিত্য অ্যাকাডেমি বাল পুরস্কার ।

'জগমোহনবাবুর জগৎ' হয়ে 'খগেনবাবুর পৃথিবী' ঘুরে সোজা 'পলাশপুরের পিকনিক'-এ গিয়ে লেখেন 'বুদ্ধিবেচার সওদাগর' । সেখানে খানিক 'গল্পগুজব' করে 'অন্যান্য গল্প' লিখে গেলেন 'বসন মামা'-র বাড়ি । সেখানে হুলোর সঙ্গে হলি ডে কাটিয়ে ফিরে এসেই লিখলেন 'মসিয়ে হুলোর হলি ডে' । ঝুলিতে রয়েছে 'স্বাগত দেবদূত', 'তিন ভুবনের পারে'-র মতোও অসাধারণ কিছু কাব্যগ্রন্থ ।

1938 সালে কলকাতায় জন্ম । বাবা-মা দু'জনেই কবি ছিলেন ফলে সাহিত্যচর্চার শুরু সেখান থেকেই । বাংলা, ইংরেজি, সংস্কৃত, হিন্দি বাদে জানেন হিব্রু, ওড়িয়া, আসামিজ়, ফ্রেঞ্চ, জার্মান । প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হওয়ার পর যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর করেন । পরে ডিস্টিংশন নিয়ে হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে আরও একটি বিষয়ে স্নাতকোত্তর করেন এই স্বনামধন্য সাহিত্যিক । এখানেই শেষ নয়, ইন্ডিয়ানা বিশ্ববিদ্যালয় থেকে Ph.D করেন । তারপর ফের গবেষণা করেন বার্কলের ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয় ও কেমব্রিজের নিওনহ্যাম কলেজ থেকে । তিনি দিল্লি বিশ্ববিদ্যালয়ের সিনিয়র ফেলোও ।

একাধিক পুরস্কারের পাশাপাশি 1999 সালে তিনি পান সাহিত্য অ্যাকাডেমি পুরস্কার । ঠিক তার পরের বছরই সম্মানিত হন 'পদ্মশ্রী'-তে । এবার ফের বাল সাহিত্য পুরস্কার । এই খবর পেয়ে আপ্লুত বলে প্রতিক্রিয়া দিয়েছেন সাহিত্যিক ।

কলকাতা, 16 জুন : 'প্রথম প্রত্যয়' দিয়ে হাতেখড়ি । পরে বাংলা ও ইংরেজি সাহিত্য তাঁর লেখা কবিতা, প্রবন্ধ, রম্যরচনায় সম্বৃদ্ধ হয়েছে । শিশু-কিশোর সাহিত্যে তাঁর অবদান অনস্বীকার্য । সাহিত্য অ্যাকাডেমি পেয়েছিলেন আগেই । এবার আরও এক পালক যোগ হতে চলেছে সাহিত্যিক নবনীতা দেবসেনের মুকুটে । শিশু সাহিত্যে অবদানের জন্য এবছর পেতে চলেছেন সাহিত্য অ্যাকাডেমি বাল পুরস্কার ।

'জগমোহনবাবুর জগৎ' হয়ে 'খগেনবাবুর পৃথিবী' ঘুরে সোজা 'পলাশপুরের পিকনিক'-এ গিয়ে লেখেন 'বুদ্ধিবেচার সওদাগর' । সেখানে খানিক 'গল্পগুজব' করে 'অন্যান্য গল্প' লিখে গেলেন 'বসন মামা'-র বাড়ি । সেখানে হুলোর সঙ্গে হলি ডে কাটিয়ে ফিরে এসেই লিখলেন 'মসিয়ে হুলোর হলি ডে' । ঝুলিতে রয়েছে 'স্বাগত দেবদূত', 'তিন ভুবনের পারে'-র মতোও অসাধারণ কিছু কাব্যগ্রন্থ ।

1938 সালে কলকাতায় জন্ম । বাবা-মা দু'জনেই কবি ছিলেন ফলে সাহিত্যচর্চার শুরু সেখান থেকেই । বাংলা, ইংরেজি, সংস্কৃত, হিন্দি বাদে জানেন হিব্রু, ওড়িয়া, আসামিজ়, ফ্রেঞ্চ, জার্মান । প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হওয়ার পর যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর করেন । পরে ডিস্টিংশন নিয়ে হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে আরও একটি বিষয়ে স্নাতকোত্তর করেন এই স্বনামধন্য সাহিত্যিক । এখানেই শেষ নয়, ইন্ডিয়ানা বিশ্ববিদ্যালয় থেকে Ph.D করেন । তারপর ফের গবেষণা করেন বার্কলের ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয় ও কেমব্রিজের নিওনহ্যাম কলেজ থেকে । তিনি দিল্লি বিশ্ববিদ্যালয়ের সিনিয়র ফেলোও ।

একাধিক পুরস্কারের পাশাপাশি 1999 সালে তিনি পান সাহিত্য অ্যাকাডেমি পুরস্কার । ঠিক তার পরের বছরই সম্মানিত হন 'পদ্মশ্রী'-তে । এবার ফের বাল সাহিত্য পুরস্কার । এই খবর পেয়ে আপ্লুত বলে প্রতিক্রিয়া দিয়েছেন সাহিত্যিক ।

Intro:রেল ট্রাক এর ধারে প্লাস্টিকে মোড়া বস্তুকে ঘিরে বোমাতঙ্ক, এর জেরে রেল চলাচল বিঘ্নিত, ঘটনাটি ঘটেছে শিয়ালদহ দক্ষিণ শাখায় দক্ষিণ বারাশত রেল স্টেশনে। আজ সকালে শিয়ালদহ দক্ষিণ শাখার দক্ষিণ বারাশত রেল স্টেশন এর কাছে রেল যাত্রীরা একটি প্লাস্টিকে মোড়া বস্তুকে এক নম্বর রেল ট্রাকের ধারে পড়ে থাকতে দেখে । বোমা ভেবে আতঙ্কিত হয়ে পড়ে রেল যাত্রীরা, সাথে সাথে ঘটনার কথা জানানো হয় দক্ষিণ বারাসাত রেলস্টেশন আধিকারিক কে। সেই মুহূর্তে আপ লক্ষ্মীকান্তপুর লোকাল দক্ষিণ বারাসাত স্টেশন এ ঢুকে পড়ে। যাত্রী সুরক্ষার স্বার্থে সেই ট্রেন দাঁড় করিয়ে ঐ জায়গায় তল্লাশি চালায় রেল পুলিশ।দেখা যায় স্টেশন লাগোয়া আপ রেল ট্রাক এর ধারে প্লাস্টিকে মোড়া বোম এর আকৃতি একটি বস্তু পড়ে আছে। সেটিকে উদ্ধার করে পুলিশ। এরপর প্রায় এক ঘণ্টা পরে ট্রেন চলাচল শুরু হয়। কে বা কারা কি উদ্দেশ্যে রেল ট্রাক এর ধারে ওই বস্তু ফেলে গিয়েছে সে ব্যাপারে তদন্ত শুরু করেছে রেল পুলিশ। তবে এই ঘন্টায় রেল চলাচল বিঘ্নিত হওয়ায় দূর্ভোগে পড়ে রেল যাত্রীরা।Body:Intro তে কপি দিলাম Conclusion:দেখে নিন
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.