কলকাতা, 26 মে : বেশ কিছু আসনে রিগিং হয়েছে । এই অভিযোগ এনে আদালতে যেতে চলেছে BJP । আজ সাংবাদিক বৈঠকে একথা বললেন মুকুল রায় ।
মুকুল বলেন, "ঘাটাল লোকসভায় এক একটা বুথে 782টা ভোট । সেখানে 780 টা তৃণমূল পেয়েছে । কোনও জায়গায় BJP 0 পেয়েছে । এই নির্বাচনে তৃণমূল রিগিং করেছে এটা তারই প্রমাণ । এগুলো নিয়ে আমরা কোর্টে যাব ।"
গতকালই মুখ্যমন্ত্রী বলেছিলেন, "আমি পদত্যাগ করতে চেয়েছিলাম ।" এপ্রসঙ্গে মুকুল বলেন, "কাগজে হেডলাইনের জন্য মিথ্যা কথা বলছেন । উনি পদত্যাগ করতে চাইলেন । দল পদত্যাগপত্র গ্রহণ করল না । এসবে কাগজে হেডলাইন হয় ।"
মুখ্যমন্ত্রীর ইফতারে যাওয়া প্রসঙ্গে মুকুল বলেন, "উনি একাধিকবার যান ইফতারে । তবে, সকালে ইলিশ মাছ-ভাত খেয়ে রাতে ইফতার ভাঙাতে যাওয়া উচিত নয় । ওঁর ভাষায় সংযত হওয়া উচিত । উনি মুসলিম ভাইদের গোরু বললেন । এটা উচিত নয় ।"
মুকুল বলেন, "CPI(M) চলে গেছে । তৃণমূলের অস্তিত্ব শেষ হওয়ার পথে । তৃণমূল আগামীদিনে বিলুপ্ত হবে । এখন তো ওরা প্রায় উঠে যাওয়ার মুখে ।"
এদিকে, অভিষেকের সঙ্গে তাঁর দ্বন্দ্ব নেই বলেও জানান মুকুল । বলেন, "অভিষেক আমার ছেলের থেকে ছোটো । ওর সঙ্গে দ্বন্দ্ব হবে কেন ?"