ETV Bharat / city

30 দিনে রাজ্যে কোভিড টিকা নিলেন 6.86 লাখ - coronavirus

রাজ্যে গত 30 দিনে কোরোনা টিকা পেলেন 6 লাখ 86 হাজার মানুষ । কোভিশিল্ড ও কোভ্য়াকসিন - দুটো টিকাই দেওয়া চলছে। দ্বিতীয় ডোজ দেওয়াও শুরু হয়ে গিয়েছে রাজ্যে।

more than 6 lakh people get covid vaccine in west bengal
30 দিনে রাজ্যে কোভিড নিকা নিলেন 6.86 লাখ
author img

By

Published : Feb 22, 2021, 8:15 AM IST

কলকাতা, 22 ফেব্রুয়ারি: COVID-19-এর টিকাকরণের 30তম দিন পূর্ণ করল রাজ্যে । 30 দিনে এ রাজ্যের 6 লাখ 86 হাজার জনকে টিকা দেওয়া সম্ভব হয়েছে । রবিবার এ কথা জানিয়েছে রাজ্যের স্বাস্থ্য দপ্তর ।

আপৎকালীন পরিস্থিতির কারণে গত 16 জানুয়ারি থেকে দেশজুড়ে শুরু হয়েছে COVID-19-এর টিকাকরণ। রবিবার টিকাকরণের ৩০তম দিন পূর্ণ করল । এই বিষয়ে এ রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা অজয়কুমার চক্রবর্তী বলেন, "এই 30 দিনে রাজ্যের 6 লাখ 86 হাজার জনকে COVID-19-এর টিকা দেওয়া সম্ভব হয়েছে ‌।" স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গিয়েছে, এখনও পর্যন্ত এ রাজ্যের যত জনকে COVID-19-এর টিকা দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে, এই 30 দিনে তার অর্ধেকেরও কম ক্ষেত্রে এই টিকা দেওয়ার কাজ সম্ভব হয়েছে । এখনও পর্যন্ত COVID-19-এর টিকা দেওয়ার জন্য এ রাজ্যে প্রাপকের সংখ্যা স্থির করা হয়েছে প্রায় 17 লাখ । তবে, টিকা দেওয়ার জন্য প্রতিদিন প্রাপকদের সংখ্যা বেড়ে চলেছে বলে প্রতিদিন লক্ষ্যমাত্রা বেড়ে চলেছে ।

রাজ্য স্বাস্থ্য দপ্তর জানিয়েছে, রবিবার এ রাজ্যে COVID-19-এর টিকাকরণের 30তম দিনে জেলা স্তরের 131টি সেন্টারে এই টিকা দেওয়ার কাজ চলেছে । এই 131টি সেন্টার মিলিয়ে এ দিন রাজ্যের মোট 13 হাজার 100 জনকে COVID-19-এর টিকা দেওয়ার জন্য পরিকল্পনা নেওয়া হয়েছিল। এর মধ্যে এ দিন 6 হাজার 103 জনকে এই টিকা দেওয়া সম্ভব হয়েছে । অর্থাৎ, এ দিন COVID-19-এর ভ্যাকসিনেশনের জন্য লক্ষ্যমাত্রার 47 শতাংশ ক্ষেত্রে টিকা দেওয়া সম্ভব হয়েছে ।

কোভিশিল্ড এবং কোভ্যাকসিন, COVID-19-এর এই দুটি ভ্যাকসিনের-ই প্রয়োগ হচ্ছে এ রাজ্যে । স্বাস্থ্য দপ্তর জানিয়েছে, রবিবার এ রাজ্যে যাঁরা টিকা নিয়েছেন, তাঁদের মধ্যে 2 হাজার 196 জনকে কোভ্যাকসিন দেওয়া হয়েছে। এবং এ দিন পর্যন্ত রাজ্যের মোট 33 হাজার 600 জনকে কোভ্যাকসিন দেওয়া সম্ভব হয়েছে ।

আরও পড়ুন: কোভিশিল্ডের পর রাজ্যে দেওয়া শুরু কোভ্যাকসিন, আসছে আরও 3 লাখ ডোজ

গত 16 জানুয়ারি চালু হওয়া COVID-19-এর টিকাকরণে এ রাজ্যে প্রথমে কোভিশিল্ডের প্রয়োগ শুরু হয় । ইতিমধ্যেই COVID-19-এর এই টিকার দ্বিতীয় ডোজ দেওয়ার কাজও শুরু হয়ে গিয়েছে। স্বাস্থ্য দপ্তর জানিয়েছে, রবিবার এ রাজ্যের 126 জনকে কোভিশিল্ডের দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে । তবে, এ দিন এ রাজ্যের যত জনকে COVID-19-এর টিকা দেওয়া হয়েছে, তাঁদের কারও ক্ষেত্রেই কোনও পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দেয়নি বলেও জানিয়েছে স্বাস্থ্য দপ্তর ।

কলকাতা, 22 ফেব্রুয়ারি: COVID-19-এর টিকাকরণের 30তম দিন পূর্ণ করল রাজ্যে । 30 দিনে এ রাজ্যের 6 লাখ 86 হাজার জনকে টিকা দেওয়া সম্ভব হয়েছে । রবিবার এ কথা জানিয়েছে রাজ্যের স্বাস্থ্য দপ্তর ।

আপৎকালীন পরিস্থিতির কারণে গত 16 জানুয়ারি থেকে দেশজুড়ে শুরু হয়েছে COVID-19-এর টিকাকরণ। রবিবার টিকাকরণের ৩০তম দিন পূর্ণ করল । এই বিষয়ে এ রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা অজয়কুমার চক্রবর্তী বলেন, "এই 30 দিনে রাজ্যের 6 লাখ 86 হাজার জনকে COVID-19-এর টিকা দেওয়া সম্ভব হয়েছে ‌।" স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গিয়েছে, এখনও পর্যন্ত এ রাজ্যের যত জনকে COVID-19-এর টিকা দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে, এই 30 দিনে তার অর্ধেকেরও কম ক্ষেত্রে এই টিকা দেওয়ার কাজ সম্ভব হয়েছে । এখনও পর্যন্ত COVID-19-এর টিকা দেওয়ার জন্য এ রাজ্যে প্রাপকের সংখ্যা স্থির করা হয়েছে প্রায় 17 লাখ । তবে, টিকা দেওয়ার জন্য প্রতিদিন প্রাপকদের সংখ্যা বেড়ে চলেছে বলে প্রতিদিন লক্ষ্যমাত্রা বেড়ে চলেছে ।

রাজ্য স্বাস্থ্য দপ্তর জানিয়েছে, রবিবার এ রাজ্যে COVID-19-এর টিকাকরণের 30তম দিনে জেলা স্তরের 131টি সেন্টারে এই টিকা দেওয়ার কাজ চলেছে । এই 131টি সেন্টার মিলিয়ে এ দিন রাজ্যের মোট 13 হাজার 100 জনকে COVID-19-এর টিকা দেওয়ার জন্য পরিকল্পনা নেওয়া হয়েছিল। এর মধ্যে এ দিন 6 হাজার 103 জনকে এই টিকা দেওয়া সম্ভব হয়েছে । অর্থাৎ, এ দিন COVID-19-এর ভ্যাকসিনেশনের জন্য লক্ষ্যমাত্রার 47 শতাংশ ক্ষেত্রে টিকা দেওয়া সম্ভব হয়েছে ।

কোভিশিল্ড এবং কোভ্যাকসিন, COVID-19-এর এই দুটি ভ্যাকসিনের-ই প্রয়োগ হচ্ছে এ রাজ্যে । স্বাস্থ্য দপ্তর জানিয়েছে, রবিবার এ রাজ্যে যাঁরা টিকা নিয়েছেন, তাঁদের মধ্যে 2 হাজার 196 জনকে কোভ্যাকসিন দেওয়া হয়েছে। এবং এ দিন পর্যন্ত রাজ্যের মোট 33 হাজার 600 জনকে কোভ্যাকসিন দেওয়া সম্ভব হয়েছে ।

আরও পড়ুন: কোভিশিল্ডের পর রাজ্যে দেওয়া শুরু কোভ্যাকসিন, আসছে আরও 3 লাখ ডোজ

গত 16 জানুয়ারি চালু হওয়া COVID-19-এর টিকাকরণে এ রাজ্যে প্রথমে কোভিশিল্ডের প্রয়োগ শুরু হয় । ইতিমধ্যেই COVID-19-এর এই টিকার দ্বিতীয় ডোজ দেওয়ার কাজও শুরু হয়ে গিয়েছে। স্বাস্থ্য দপ্তর জানিয়েছে, রবিবার এ রাজ্যের 126 জনকে কোভিশিল্ডের দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে । তবে, এ দিন এ রাজ্যের যত জনকে COVID-19-এর টিকা দেওয়া হয়েছে, তাঁদের কারও ক্ষেত্রেই কোনও পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দেয়নি বলেও জানিয়েছে স্বাস্থ্য দপ্তর ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.