ETV Bharat / city

ভোটের চারদিন আগে কোচবিহারে জনসভা মোদির - election

উত্তরবঙ্গের লোকসভা কেন্দ্রগুলিতে ভালো ফলের আশায় 7 এপ্রিল কোচবিহারে সভা মোদির।

ফাইল ফোটো
author img

By

Published : Apr 1, 2019, 12:31 PM IST

কলকাতা, 1 এপ্রিল : 11 এপ্রিল কোচবিহারে ভোট। তার আগে 7 এপ্রিল সেখানে জনসভা করবেন নরেন্দ্র মোদি। রাজ্য BJP সূত্রে এই খবর জানা গেছে। সূত্রটি আরও জানাচ্ছে, সেদিনের জনসভা সফল করার জন্য উত্তরবঙ্গের লোকসভা কেন্দ্রগুলি থেকে BJP-র কার্যকর্তাদের আনা হবে। উত্তরবঙ্গে ভালো ফল করার লক্ষ্যে ওইদিন নরেন্দ্র মোদির আরও কয়েকটি কর্মসূচি রাখা হতে পারে।

এবিষয়ে BJP-র সাধারণ সম্পাদক প্রতাপ বন্দ্যোপাধ্যায় বলেন, "7 এপ্রিল প্রধানমন্ত্রীর কোচবিহারে সভা করার বিষয়ে দিল্লির সঙ্গে কথা চলছে। এবার আমরা উত্তরবঙ্গে সবকটি আসন জয়লাভ করব। তাই সেখানে দলীয় কার্যকর্তাদের মনোবল বাড়াতে এই সভায় আয়োজন।"

প্রসঙ্গত, 3 এপ্রিল শিলিগুড়িতে সভা নরেন্দ্র মোদির। ওইদিনই ব্রিগেডের জনসভাতেও যোগ দেবেন তিনি।

কলকাতা, 1 এপ্রিল : 11 এপ্রিল কোচবিহারে ভোট। তার আগে 7 এপ্রিল সেখানে জনসভা করবেন নরেন্দ্র মোদি। রাজ্য BJP সূত্রে এই খবর জানা গেছে। সূত্রটি আরও জানাচ্ছে, সেদিনের জনসভা সফল করার জন্য উত্তরবঙ্গের লোকসভা কেন্দ্রগুলি থেকে BJP-র কার্যকর্তাদের আনা হবে। উত্তরবঙ্গে ভালো ফল করার লক্ষ্যে ওইদিন নরেন্দ্র মোদির আরও কয়েকটি কর্মসূচি রাখা হতে পারে।

এবিষয়ে BJP-র সাধারণ সম্পাদক প্রতাপ বন্দ্যোপাধ্যায় বলেন, "7 এপ্রিল প্রধানমন্ত্রীর কোচবিহারে সভা করার বিষয়ে দিল্লির সঙ্গে কথা চলছে। এবার আমরা উত্তরবঙ্গে সবকটি আসন জয়লাভ করব। তাই সেখানে দলীয় কার্যকর্তাদের মনোবল বাড়াতে এই সভায় আয়োজন।"

প্রসঙ্গত, 3 এপ্রিল শিলিগুড়িতে সভা নরেন্দ্র মোদির। ওইদিনই ব্রিগেডের জনসভাতেও যোগ দেবেন তিনি।

Intro:01-04-19


সুজয় ঘোষ, কলকাতা


কলকাতাঃ ৭ এপ্রিল ফের রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।উত্তরবঙ্গে কোচবিহারে তিনি একটি জনসভা করবেন। ৩ এপ্রিলে শিলিগুড়িতে জনসভার পর ফের ৭ এপ্রিল কোচবিহারে জনসভা করবেন প্রধানমন্ত্রী। মূলত, উত্তরবঙ্গের ৮ টি লোকসভা কেন্দ্রই পাখির চোখ বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের।

আজই সকালে বিজেপির প্রস্তাবিত ৭ এপ্রিল রাজ্য সফরের এর বিষয়ে PMO চুড়ান্ত ছাড়পত্র মিলেছে বলে বিজেপি সূত্রে খবর। এই সভায় বিজেপির উত্তরবঙ্গের ৩ টি লোকসভা কেন্দ্রের বিজেপির কার্যকর্তাদের এখানে আনা হছে।

প্রথম দফায় ১১ এপ্রিলের আগে উত্তরবঙ্গে মোদী ঝড় তুলতেই প্রধানমন্ত্রী কে দিয়েই একাধিক জনসভা করার প্ল্যানিং বিজেপির।


বিজেপির সাধারণ সম্পাদক প্রতাপ বন্দ্যোপাধ্যায় বলেন, ৭ এপ্রিল প্রধানমন্ত্রী কোচবিহারে সভা করার বিষয়ে দিল্লির সঙ্গে কথা চলছে। এবার আমরা উত্তরবঙ্গে সব কটি আসন জয়লাভ করব। তাই সেখানে দলীয় কার্যকর্তাদের মনবল বাড়াতেই এই সভায় আয়েজন করা হচ্ছে।Body:কপিConclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.