কলকাতা, 11 জুন : বিজেপি থেকে বহিষ্কৃত নূপুর শর্মা ও নবীন জিন্দালের বক্তব্যের প্রতিবাদ করতে গিয়ে জনজীবন ব্যাহত করলে হবে না ৷ সংখ্যালঘুদের একাধিক সংগঠনের তরফে শনিবার এই বার্তা দেওয়া হয়েছে (Minority Forums Message to Protesters) ৷
এদিন সংখ্যালঘুদের একাধিক সংগঠনের তরফে বৈঠক করা হয় ৷ তার পর যৌথ বিবৃতি দেওয়া হয়েছে৷ সেখানেই এই কথা উল্লেখ করা হয়েছে ৷
সেখানে নূপুর শর্মা ও নবীন জিন্দালের শাস্তির দাবি তোলা হয়েছে৷ তুলে ধরা হয়েছে ভারতের ধর্মনিরপেক্ষতার ইতিহাসের কথায় উল্লেখ করা হয়েছে যে বৈচিত্রের মধ্যে ঐক্যই ভারতের সবচেয়ে বড় শক্তি ৷ নাগরিক সমাজকেও নূপুর-নবীনদের বিরুদ্ধে প্রতিবাদে সামিল হওয়ার আহ্বান জানানো হয়েছে ৷
আরও পড়ুন : Amit Malviya: হিংসা সামলাতে না পারলে রাজ্যপালের সাহায্য নিন! অমিত মালব্যের নিশানায় মুখ্যমন্ত্রী