ETV Bharat / city

মিল্লি আল আমিনে অশান্তির অভিযোগ, শিক্ষামন্ত্রীর দ্বারস্থ বৈশাখি

টিচার ইনচার্জ বৈশাখিদেবীর অনুপস্থিতিতে তৈরি হওয়া পরিচালন সমিতিকে অবৈধ বলে আগেই জানিয়ে দিয়েছিল শিক্ষা দপ্তর ৷ গতকাল কলেজের পরিচালন সমিতির সম্পাদিকা হিসেবে মিল্লি আল আমিন কলেজে বৈঠক ডেকেছিলেন বৈশাখিদেবী । সেই বৈঠক ঘিরেই শুরু হয় অশান্তি ৷

Baishakhi Banerjee
ফাইল ছবি
author img

By

Published : Feb 4, 2020, 2:59 AM IST

কলকাতা, 4 ফেব্রুয়ারি : বহিরাগতরা কলেজে ঢুকে অশান্তি পাকিয়েছে ৷ অভিযোগ মিল্লি আল আমিন কলেজের টিচার ইনচার্জ বৈশাখি বন্দ্যোপাধ্যায়ের ৷ বেনিয়াপুকুর থানায় গতকাল এই বিষয়ে অভিযোগও দায়ের করেন তিনি । শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্য়ায়ের কাছেও আজ অভিযোগ জানাবেন বলে জানিয়েছেন বৈশাখিদেবী ৷

বৈশাখিদেবী জানিয়েছেন, গতকাল টিচার ইনচার্জ ও পরিচালন সমিতির সম্পাদিকা হিসেবে মিল্লি আল আমিন কলেজে বৈঠক ডেকেছিলেন তিনি ৷ অভিযোগ, সেই বৈঠক ঘিরে অশান্তির পরিবেশ তৈরি হয় ৷ বাইরে থেকে কয়েকজন এসে অশান্তি করে ৷ বৈশাখিদেবীর আরও অভিযোগ, অশান্তি হতে পারে এই আশঙ্কায় আগে থেকেই কলেজে পুলিশ মোতায়েন রয়েছে ৷ তারপরও বহিরাগতরা অশান্তি করছে ৷ প্রসঙ্গত, মিল্লি আল আমিনের টিচার ইনচার্জের পদ থেকে একাধিকবার ইস্তফা দিতে চেয়েছেন বৈশাখি বন্দ্যোপাধ্যায় । কিন্তু শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বার বারই তাঁর ইস্তফাপত্র ফিরিয়ে দিয়েছেন । সম্প্রতি আবারও ইস্তফাপত্র জমা দেন বৈশাখিদেবী ।

আরও পড়ুন : বৈশাখি বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগপত্র গ্রহণের সিদ্ধান্ত বেআইনি, জানাল উচ্চশিক্ষা দপ্তর

গত 28 জানুয়ারি শিক্ষা দপ্তরের তরফ থেকে একটি চিঠি পান বৈশাখিদেবী। সেই চিঠির মাধ্যমে জানানো হয়, তাঁর ইস্তফাপত্র গৃহীত হয়নি । তাঁর অনুপস্থিতিতে যে পরিচালন সমিতি গঠন করা হয়েছিল সেই সমিতিকেও অবৈধ ঘোষণা করে শিক্ষাদপ্তর । এরপর গতকাল টিচার ইনচার্জ ও পরিচালন সমিতির সম্পাদিকা হিসেবে মিল্লি আল আমিন কলেজে বৈঠক ডেকেছিলেন বৈশাখিদেবী । সেই বৈঠককে কেন্দ্র করেই তুমুল উত্তেজনা ও অশান্তির পরিবেশ তৈরি হয় বলে অভিযোগ ।

কলকাতা, 4 ফেব্রুয়ারি : বহিরাগতরা কলেজে ঢুকে অশান্তি পাকিয়েছে ৷ অভিযোগ মিল্লি আল আমিন কলেজের টিচার ইনচার্জ বৈশাখি বন্দ্যোপাধ্যায়ের ৷ বেনিয়াপুকুর থানায় গতকাল এই বিষয়ে অভিযোগও দায়ের করেন তিনি । শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্য়ায়ের কাছেও আজ অভিযোগ জানাবেন বলে জানিয়েছেন বৈশাখিদেবী ৷

বৈশাখিদেবী জানিয়েছেন, গতকাল টিচার ইনচার্জ ও পরিচালন সমিতির সম্পাদিকা হিসেবে মিল্লি আল আমিন কলেজে বৈঠক ডেকেছিলেন তিনি ৷ অভিযোগ, সেই বৈঠক ঘিরে অশান্তির পরিবেশ তৈরি হয় ৷ বাইরে থেকে কয়েকজন এসে অশান্তি করে ৷ বৈশাখিদেবীর আরও অভিযোগ, অশান্তি হতে পারে এই আশঙ্কায় আগে থেকেই কলেজে পুলিশ মোতায়েন রয়েছে ৷ তারপরও বহিরাগতরা অশান্তি করছে ৷ প্রসঙ্গত, মিল্লি আল আমিনের টিচার ইনচার্জের পদ থেকে একাধিকবার ইস্তফা দিতে চেয়েছেন বৈশাখি বন্দ্যোপাধ্যায় । কিন্তু শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বার বারই তাঁর ইস্তফাপত্র ফিরিয়ে দিয়েছেন । সম্প্রতি আবারও ইস্তফাপত্র জমা দেন বৈশাখিদেবী ।

আরও পড়ুন : বৈশাখি বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগপত্র গ্রহণের সিদ্ধান্ত বেআইনি, জানাল উচ্চশিক্ষা দপ্তর

গত 28 জানুয়ারি শিক্ষা দপ্তরের তরফ থেকে একটি চিঠি পান বৈশাখিদেবী। সেই চিঠির মাধ্যমে জানানো হয়, তাঁর ইস্তফাপত্র গৃহীত হয়নি । তাঁর অনুপস্থিতিতে যে পরিচালন সমিতি গঠন করা হয়েছিল সেই সমিতিকেও অবৈধ ঘোষণা করে শিক্ষাদপ্তর । এরপর গতকাল টিচার ইনচার্জ ও পরিচালন সমিতির সম্পাদিকা হিসেবে মিল্লি আল আমিন কলেজে বৈঠক ডেকেছিলেন বৈশাখিদেবী । সেই বৈঠককে কেন্দ্র করেই তুমুল উত্তেজনা ও অশান্তির পরিবেশ তৈরি হয় বলে অভিযোগ ।

Intro:কলকাতা, ৩ ফেব্রুয়ারি : বহিরাগতরা কলেজে ঢুকে অশান্তি পাকিয়েছে বলে আজ অভিযোগ তুললেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়। এমনকী এ বিষয়ে বেনিয়াপুকুর থানায় অভিযোগ দায়ের করেছেন তিনি। পুলিশি ঘেরাটোপ থাকা সত্ত্বেও বহিরাগতরা কলেজে প্রবেশ করে অশান্তি পাকিয়েছে বলে আগামীকাল শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের কাছে অভিযোগ জানাবেন বৈশাখী।


Body:মিল্লি আল আমিন কলেজের ঘটনা নিয়ে নাটক অব্যাহত। কলেজের টিচার ইনচার্জের পদ থেকে একাধিকবার ইস্তফা দিয়েছিলেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়। কিন্তু শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বার বারই তার ইস্তফা পত্র গ্রহণ করেননি। সম্প্রতি আবারও ইস্তফা দিয়েছিলেন বৈশাখী। কিন্তু এবারে গত ১৭ ডিসেম্বর জানা গিয়েছিল বৈশাখীর ইস্তফাপত্র গ্রহন করেছে শিক্ষা দপ্তর। এমনকী জানা গিয়েছিল মিল্লি আল আমিন কলেজে বহাল হয়েছে নতুন একজন টিচার ইনচার্জ। এরপর কিছুদিন আগেই পার্থ চট্টোপাধ্যায়ের নাকতলার বাড়িতে বৈশাখীর সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক হয়। সে সময় শিক্ষামন্ত্রী দাবি করেন, মিল্লি আল আমিন কলেজের প্রসঙ্গে কথা হয়েছে দুজনের। এরপরে গত ২৮ জানুয়ারি শিক্ষা দপ্তরের তরফ থেকে একটি চিঠি পান বৈশাখী। সেই চিঠির মাধ্যমে জানানো হয় তার ইস্তফা পত্র গৃহীত হয়নি। তার অনুপস্থিতিতে যে অ্যাড হক পরিচালন সমিতি গঠন করা হয়েছিল সেই সমিতিকে অবৈধ বলে শিক্ষা দপ্তর তাকে জানায়। টিচার ইনচার্জ ও পরিচালন সমিতির সম্পাদিকা হিসেবে আজ মিল্লি আল আমিন কলেজে গিয়ে বৈঠক ডেকেছিলেন বৈশাখী। এই বৈঠককে কেন্দ্র করেই তুমুল উত্তেজনা এবং অশান্তি তৈরি হয় বলে অভিযোগ। বৈশাখীর অভিযোগ, পুলিশী ঘেরাটোপ থাকা সত্ত্বেও বহিরাগতরা কলেজে ঢুকে গন্ডগোল পাকিয়েছে। গোটা বিষয়টি নিয়ে বেনিয়াপুকুর থানায় অভিযোগ দায়ের করেছেন তিনি। আগামীকাল শিক্ষামন্ত্রীর দ্বারস্থ হবেন তিনি।



Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.