ETV Bharat / city

Metro Service Disrupted : ঝড়ে গাছ পড়ে বন্ধ মেট্রো পরিষেবা - Metro service disrupted due to falling of tree

ঝড়ে গাছ পড়ে কলকাতার মেট্রো পরিষেবা বন্ধ হল শনিবার বিকেলে (Metro service disrupted due to falling of tree) ৷ বিকেল 4টে 40 মিনিট নাগাদ মেট্রোর লাইনের উপর একটি বিরাট গাছ ভেঙে পড়ে ৷ বিকেল সাড়ে 5টা নাগাদ স্বাভাবিক হয় মেট্রো পরিষেবা ৷

metro-service-disrupted-due-to-falling-of-tree
Metro Service Disrupted : ঝড়ে গাছ পড়ে বন্ধ মেট্রো পরিষেবা
author img

By

Published : May 21, 2022, 5:38 PM IST

Updated : May 21, 2022, 6:14 PM IST

কলকাতা, 21 মে : ঝড়ে গাছ পড়ে বন্ধ হল কলকাতার মেট্রো পরিষেবা (Metro service disrupted due to falling of tree) ৷ শনিবার বিকেলে কলকাতায় যে ঝড়-বৃষ্টি হয়, সেই সময়ই এই ঘটনাটি ঘটে ৷

কলকাতা মেট্রো সূত্রে খবর, বিকেল 4টে 40 মিনিট নাগাদ মেট্রোর লাইনের উপর একটি বিরাট গাছ ভেঙে পড়ে ৷ তার জেরে আপলাইনে বন্ধ হয়ে যায় মহানায়ক উত্তম কুমার (টালিগঞ্জ) স্টেশন থেকে নেতাজি (কুঁদঘাট) পর্যন্ত মেট্রো পরিষেবা ।

খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পরিস্থিতি স্বাভাবিক করার কাজে নেমে পড়ে মেট্রো কর্তৃপক্ষ ৷ দ্রুত গাছটিকে সরিয়ে ট্র্যাক পরিষ্কার করা হয় ৷ বিকেল সাড়ে 5টা নাগাদ পরিষেবা স্বাভাবিক হয় ৷ মাঝের সময়ে দক্ষিণেশ্বর থেকে মহানায়ক উত্তম কুমার পর্যন্ত পরিষেবা স্বাভাবিক ছিল ৷ আর কবি সুভাষ পর্যন্ত আপ ও ডাউন লাইন দিয়ে বিচ্ছিন্নভাবে পরিষেবা দেওয়া হচ্ছিল ৷

আরও পড়ুন : AFC Cup 2022 : কালবৈশাখীতে লণ্ডভণ্ড যুবভারতী, একঘণ্টা বন্ধ থাকার পর শুরু মোহনবাগান-বসুন্ধরা ম্যাচ

কলকাতা, 21 মে : ঝড়ে গাছ পড়ে বন্ধ হল কলকাতার মেট্রো পরিষেবা (Metro service disrupted due to falling of tree) ৷ শনিবার বিকেলে কলকাতায় যে ঝড়-বৃষ্টি হয়, সেই সময়ই এই ঘটনাটি ঘটে ৷

কলকাতা মেট্রো সূত্রে খবর, বিকেল 4টে 40 মিনিট নাগাদ মেট্রোর লাইনের উপর একটি বিরাট গাছ ভেঙে পড়ে ৷ তার জেরে আপলাইনে বন্ধ হয়ে যায় মহানায়ক উত্তম কুমার (টালিগঞ্জ) স্টেশন থেকে নেতাজি (কুঁদঘাট) পর্যন্ত মেট্রো পরিষেবা ।

খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পরিস্থিতি স্বাভাবিক করার কাজে নেমে পড়ে মেট্রো কর্তৃপক্ষ ৷ দ্রুত গাছটিকে সরিয়ে ট্র্যাক পরিষ্কার করা হয় ৷ বিকেল সাড়ে 5টা নাগাদ পরিষেবা স্বাভাবিক হয় ৷ মাঝের সময়ে দক্ষিণেশ্বর থেকে মহানায়ক উত্তম কুমার পর্যন্ত পরিষেবা স্বাভাবিক ছিল ৷ আর কবি সুভাষ পর্যন্ত আপ ও ডাউন লাইন দিয়ে বিচ্ছিন্নভাবে পরিষেবা দেওয়া হচ্ছিল ৷

আরও পড়ুন : AFC Cup 2022 : কালবৈশাখীতে লণ্ডভণ্ড যুবভারতী, একঘণ্টা বন্ধ থাকার পর শুরু মোহনবাগান-বসুন্ধরা ম্যাচ

Last Updated : May 21, 2022, 6:14 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.