ETV Bharat / city

ট্যাব পেতে 3 জানুয়ারির মধ্যে পড়ুয়াদের তথ্য, আতান্তরে প্রধান শিক্ষকরা

author img

By

Published : Dec 31, 2020, 10:12 AM IST

ক্লাস টুয়েলভে পড়া পড়ুয়াদের ব্যাঙ্কের তথ্য সংগ্রহ নিয়ে প্রধান শিক্ষকদের নির্ধারিত ফরম্যাটে একটি সার্টিফিকেট জমা দিতে বলা হচ্ছে । 3 জানুয়ারি দুপুরের পরে এই সার্টিফিকেট দিতে বলা হয়েছে নির্দেশিকায় । সঙ্গে দেওয়া হয়েছে সার্টিফিকেটের ফরম্যাট । যেখানে প্রধান শিক্ষকদের নিশ্চিত করতে হবে, তিনি যাচাই করে দেখে নিয়েছেন যে পোর্টালে আপলোড করা ব্যাঙ্কের তথ্য সঠিক ।

many-head-masters-facing-problem-to-distribute-money-to-students-for-tabs
ট্যাবের টাকা দেওয়ার প্রক্রিয়া নিয়ে নাজেহাল অবস্থা প্রধান শিক্ষকদের একাংশের

কলকাতা, 31 ডিসেম্বর : ক্লাস টুয়েলভের পড়ুয়াদের ট্যাব বাবদ টাকা দেওয়ার প্রক্রিয়া নিয়ে নাজেহাল অবস্থা রাজ্যের স্কুলগুলির প্রধান শিক্ষকদের । কোরোনা পরিস্থিতি, স্কুল বন্ধ থাকা, সঙ্গে বিভিন্ন ছুটি দিন, তার মাঝেই তড়িঘড়ি পড়ুয়াদের ব্যাঙ্কের তথ্য বাংলার শিক্ষা পোর্টালে আপলোড করা নির্দেশ মানতে গিয়ে দিশেহারা তাঁদের একাংশ । সম্প্রতি ফের রাজ্যের প্রধান শিক্ষকদের নির্দেশ দেওয়া হয়েছে, 3 জানুয়ারির মধ্যে ক্লাস টুয়েলভের সব পড়ুয়ার ব্যাঙ্কের তথ্য আপলোড করে শিক্ষা দপ্তরের নির্দিষ্ট করে দেওয়া ফরম্যাটে একটি করে সার্টিফিকেট দিতে হবে প্রধান শিক্ষকদের । আর সেই নির্দেশেই আবার সিঁদুরে মেঘ দেখছেন প্রধান শিক্ষকদের একাংশ ।


রাজ্যের স্কুল ও মাদ্রাসাগুলির ক্লাস টুয়েলভের পড়ুয়াদের অনলাইন পঠন-পাঠনে সুবিধা করে দিতে তাদের একটি করে ট্যাব দেওয়ার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । সেই ঘোষণার কিছুদিন পরে 22 ডিসেম্বর তিনি জানান, একসঙ্গে 9 লাখ ট্যাব জোগাড় করায় অসুবিধা দেখা দিয়েছে । তাই ট্যাবের পরিবর্তে 10 হাজার টাকা করে দেওয়া হবে সংশ্লিষ্ট পড়ুয়াদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে । যা দিয়ে তারা ট্যাব বা স্মার্টফোন কিনে নিতে পারবে । তারপরই শিক্ষা দপ্তর থেকে মুখ্যমন্ত্রীর ঘোষণা বাস্তবায়িত করার জন্য তৎপরতা শুরু হয়ে যায়। তার পরের দিনই প্রধান শিক্ষকদের নির্দেশ দেওয়া হয়, 28 ডিসেম্বরের মধ্যে অর্থাৎ তিনদিনের মধ্যে 2021 সালের উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের ব্যাঙ্কের তথ্য পোর্টালে আপলোড করতে ।

মাত্র তিনদিনে এই কাজ করা সম্ভব নয় বলে জানিয়ে দেয় স্টেট ফোরাম অফ হেডমাস্টার অ্যান্ড হেডমিস্ট্রেস। কেন সম্ভব নয়, তা নিয়ে আলোচনা করতে 29 ডিসেম্বর ওই ফোরামের সাধারণ সম্পাদক চন্দনকুমার মাইতির সঙ্গে ফোনে কথা বলেন স্কুল শিক্ষা দপ্তরের প্রধান সচিব মণীশ জৈন । সেই আলোচনায় ফোরামের তরফে, বাংলার শিক্ষা পোর্টালে সমস্যা, কোরোনা আবহে পড়ুয়াদের সঙ্গে যোগাযোগ করায় অসুবিধার মতো বিষয়গুলি তুলে ধরা হয় । পাশাপাশি, ব্যাঙ্কের তথ্য আপলোড করতে 10 জানুয়ারি পর্যন্ত সময়সীমা বাড়ানোর আবেদনও জানানো হয়েছে বলে জানান চন্দনকুমার মাইতি। কিন্তু, আখেরে লাভ হল না কিছুই। গতকাল জেলা পরিদর্শকরা আর একটি নির্দেশিকা জারি করে প্রধান শিক্ষকদের 3 জানুয়ারির মধ্যে টুয়েলভের পড়ুয়াদের ব্যাঙ্কের তথ্য পোর্টালে আপলোড করা নিয়ে সার্টিফিকেট দিতে বলেছেন ।

many-head-masters-facing-problem-to-distribute-money-to-students-for-tabs
3 জানুয়ারির মধ্যে টুয়েলভের পড়ুয়াদের ব্যাঙ্কের তথ্য পোর্টালে আপলোড করতে বলা হয়েছে
নির্দেশকায় বলা হয়েছে, বাংলার শিক্ষা পোর্টালে আপলোড করা তথ্যের সঠিকতা ও সম্পূর্ণতা নিশ্চিত করতে 2020-21 শিক্ষাবর্ষে ক্লাস টুয়েলভে পড়া পড়ুয়াদের ব্যাঙ্কের তথ্য সংগ্রহ নিয়ে প্রধান শিক্ষকদের নির্ধারিত ফরম্যাটে একটি সার্টিফিকেট জমা দিতে বলা হচ্ছে । 3 জানুয়ারি দুপুরের পরে এই সার্টিফিকেট দিতে বলা হয়েছে নির্দেশিকায় । সঙ্গে দেওয়া হয়েছে সার্টিফিকেটের ফরম্যাট । যেখানে প্রধান শিক্ষকদের নিশ্চিত করতে হবে, তিনি যাচাই করে দেখে নিয়েছেন যে পোর্টালে আপলোড করা ব্যাঙ্কের তথ্য সঠিক ।
many-head-masters-facing-problem-to-distribute-money-to-students-for-tabs
পড়ুয়াদের ব্যাঙ্কের তথ্য পোর্টালে আপলোড করা নিয়ে সার্টিফিকেট দিতে বলা হয়েছে প্রধান শিক্ষকদের
এরই মধ্যে 1 জানুয়ারি ছুটির দিন । তারপর শনিবার ও রবিবার। এমনকী সার্টিফিকেট জমা দিতে বলার তারিখ 3 জানুয়ারি রবিবার। এর মধ্যে কী করে সব পড়ুয়ার ব্যাঙ্কের তথ্য যাচাই করে আপলোড করা সম্ভব ? তা নিয়ে রীতিমতো চিন্তায় পড়েছেন প্রধান শিক্ষকদের একাংশ। স্টেট ফোরাম অফ হেডমাস্টার অ্যান্ড হেডমিস্ট্রেসের সাধারণ সম্পাদক চন্দনকুমার মাইতি বলেন, "3 জানুয়ারির আগে 1 জানুয়ারি ছুটি । শনিবার আছে, রবিবার আছে । 3 জানুয়ারি রবিবার পড়ছে। কী করে এটা সম্ভব ? লোক কোথায়? কে করবে? বাংলা শিক্ষা পোর্টালে আপলোড হতে সময় লাগছে । ছাত্র-ছাত্রীদের সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না । ফোনে পাওয়া যাচ্ছে না। আবার ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিলেও সেগুলো অ্যাক্টিভ রয়েছে কি না তা কী করে নিশ্চিত করব? আইএফএসসি কোড বদলে যাচ্ছে। কীভাবে এই সময়ের মধ্যে এতকিছু করা সম্ভব আমরা বুঝতে পারছি না।"

কলকাতা, 31 ডিসেম্বর : ক্লাস টুয়েলভের পড়ুয়াদের ট্যাব বাবদ টাকা দেওয়ার প্রক্রিয়া নিয়ে নাজেহাল অবস্থা রাজ্যের স্কুলগুলির প্রধান শিক্ষকদের । কোরোনা পরিস্থিতি, স্কুল বন্ধ থাকা, সঙ্গে বিভিন্ন ছুটি দিন, তার মাঝেই তড়িঘড়ি পড়ুয়াদের ব্যাঙ্কের তথ্য বাংলার শিক্ষা পোর্টালে আপলোড করা নির্দেশ মানতে গিয়ে দিশেহারা তাঁদের একাংশ । সম্প্রতি ফের রাজ্যের প্রধান শিক্ষকদের নির্দেশ দেওয়া হয়েছে, 3 জানুয়ারির মধ্যে ক্লাস টুয়েলভের সব পড়ুয়ার ব্যাঙ্কের তথ্য আপলোড করে শিক্ষা দপ্তরের নির্দিষ্ট করে দেওয়া ফরম্যাটে একটি করে সার্টিফিকেট দিতে হবে প্রধান শিক্ষকদের । আর সেই নির্দেশেই আবার সিঁদুরে মেঘ দেখছেন প্রধান শিক্ষকদের একাংশ ।


রাজ্যের স্কুল ও মাদ্রাসাগুলির ক্লাস টুয়েলভের পড়ুয়াদের অনলাইন পঠন-পাঠনে সুবিধা করে দিতে তাদের একটি করে ট্যাব দেওয়ার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । সেই ঘোষণার কিছুদিন পরে 22 ডিসেম্বর তিনি জানান, একসঙ্গে 9 লাখ ট্যাব জোগাড় করায় অসুবিধা দেখা দিয়েছে । তাই ট্যাবের পরিবর্তে 10 হাজার টাকা করে দেওয়া হবে সংশ্লিষ্ট পড়ুয়াদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে । যা দিয়ে তারা ট্যাব বা স্মার্টফোন কিনে নিতে পারবে । তারপরই শিক্ষা দপ্তর থেকে মুখ্যমন্ত্রীর ঘোষণা বাস্তবায়িত করার জন্য তৎপরতা শুরু হয়ে যায়। তার পরের দিনই প্রধান শিক্ষকদের নির্দেশ দেওয়া হয়, 28 ডিসেম্বরের মধ্যে অর্থাৎ তিনদিনের মধ্যে 2021 সালের উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের ব্যাঙ্কের তথ্য পোর্টালে আপলোড করতে ।

মাত্র তিনদিনে এই কাজ করা সম্ভব নয় বলে জানিয়ে দেয় স্টেট ফোরাম অফ হেডমাস্টার অ্যান্ড হেডমিস্ট্রেস। কেন সম্ভব নয়, তা নিয়ে আলোচনা করতে 29 ডিসেম্বর ওই ফোরামের সাধারণ সম্পাদক চন্দনকুমার মাইতির সঙ্গে ফোনে কথা বলেন স্কুল শিক্ষা দপ্তরের প্রধান সচিব মণীশ জৈন । সেই আলোচনায় ফোরামের তরফে, বাংলার শিক্ষা পোর্টালে সমস্যা, কোরোনা আবহে পড়ুয়াদের সঙ্গে যোগাযোগ করায় অসুবিধার মতো বিষয়গুলি তুলে ধরা হয় । পাশাপাশি, ব্যাঙ্কের তথ্য আপলোড করতে 10 জানুয়ারি পর্যন্ত সময়সীমা বাড়ানোর আবেদনও জানানো হয়েছে বলে জানান চন্দনকুমার মাইতি। কিন্তু, আখেরে লাভ হল না কিছুই। গতকাল জেলা পরিদর্শকরা আর একটি নির্দেশিকা জারি করে প্রধান শিক্ষকদের 3 জানুয়ারির মধ্যে টুয়েলভের পড়ুয়াদের ব্যাঙ্কের তথ্য পোর্টালে আপলোড করা নিয়ে সার্টিফিকেট দিতে বলেছেন ।

many-head-masters-facing-problem-to-distribute-money-to-students-for-tabs
3 জানুয়ারির মধ্যে টুয়েলভের পড়ুয়াদের ব্যাঙ্কের তথ্য পোর্টালে আপলোড করতে বলা হয়েছে
নির্দেশকায় বলা হয়েছে, বাংলার শিক্ষা পোর্টালে আপলোড করা তথ্যের সঠিকতা ও সম্পূর্ণতা নিশ্চিত করতে 2020-21 শিক্ষাবর্ষে ক্লাস টুয়েলভে পড়া পড়ুয়াদের ব্যাঙ্কের তথ্য সংগ্রহ নিয়ে প্রধান শিক্ষকদের নির্ধারিত ফরম্যাটে একটি সার্টিফিকেট জমা দিতে বলা হচ্ছে । 3 জানুয়ারি দুপুরের পরে এই সার্টিফিকেট দিতে বলা হয়েছে নির্দেশিকায় । সঙ্গে দেওয়া হয়েছে সার্টিফিকেটের ফরম্যাট । যেখানে প্রধান শিক্ষকদের নিশ্চিত করতে হবে, তিনি যাচাই করে দেখে নিয়েছেন যে পোর্টালে আপলোড করা ব্যাঙ্কের তথ্য সঠিক ।
many-head-masters-facing-problem-to-distribute-money-to-students-for-tabs
পড়ুয়াদের ব্যাঙ্কের তথ্য পোর্টালে আপলোড করা নিয়ে সার্টিফিকেট দিতে বলা হয়েছে প্রধান শিক্ষকদের
এরই মধ্যে 1 জানুয়ারি ছুটির দিন । তারপর শনিবার ও রবিবার। এমনকী সার্টিফিকেট জমা দিতে বলার তারিখ 3 জানুয়ারি রবিবার। এর মধ্যে কী করে সব পড়ুয়ার ব্যাঙ্কের তথ্য যাচাই করে আপলোড করা সম্ভব ? তা নিয়ে রীতিমতো চিন্তায় পড়েছেন প্রধান শিক্ষকদের একাংশ। স্টেট ফোরাম অফ হেডমাস্টার অ্যান্ড হেডমিস্ট্রেসের সাধারণ সম্পাদক চন্দনকুমার মাইতি বলেন, "3 জানুয়ারির আগে 1 জানুয়ারি ছুটি । শনিবার আছে, রবিবার আছে । 3 জানুয়ারি রবিবার পড়ছে। কী করে এটা সম্ভব ? লোক কোথায়? কে করবে? বাংলা শিক্ষা পোর্টালে আপলোড হতে সময় লাগছে । ছাত্র-ছাত্রীদের সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না । ফোনে পাওয়া যাচ্ছে না। আবার ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিলেও সেগুলো অ্যাক্টিভ রয়েছে কি না তা কী করে নিশ্চিত করব? আইএফএসসি কোড বদলে যাচ্ছে। কীভাবে এই সময়ের মধ্যে এতকিছু করা সম্ভব আমরা বুঝতে পারছি না।"
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.