ETV Bharat / city

"ভিক্ষা করতে SSC পাশ করে রাস্তায় বসেনি", চাকরিপ্রার্থীদের পাশে মন্দাক্রান্তা - kolkata

অনশনরত SSC চাকরিপ্রার্থীদের পাশে কবি মন্দাক্রান্তা সেন। দাবি, শূন্য়পদে নিয়ম মেনে স্বচ্ছভাবে নিয়োগ করতে হবে।

মন্দাক্রান্তা সেন
author img

By

Published : Mar 23, 2019, 2:35 AM IST

কলকাতা, 23 মার্চ: "ভিক্ষা করার জন্য SSC পাশ করে এরা রাস্তায় বসেনি। এটা এদের ন্যায্য দাবি। নিজেদের সেই ন্যায্য দাবি আদায়ের জন্যই এরা রাস্তায় বসে আছে ঝড়বৃষ্টি, মশার কামড়কে উপেক্ষা করে।" অনশনরত SSC চাকরিপ্রার্থীদের পাশে বসে তাঁদের আন্দোলনের সমর্থনে গতকাল এমনই বললেন কবি মন্দাক্রান্তা সেন।

তাঁর বক্তব্য, পরীক্ষা দিয়ে SSC পাশ করার পরও কোনও নিয়োগ হচ্ছে না। স্কুলগুলিতে শূন্যপদও রয়েছে প্রচুর। কিন্তু 2016 থেকে নিয়োগ বন্ধ। তিনি আরও বলেন, "এটা তাদের (অনশনরত SSC চাকরিপ্রার্থীদের) গণতান্ত্রিক অধিকার। তারা পড়াশোনা করেছে। পরীক্ষা দিয়ে পাশ করেছে। তালিকায় তাদের নামও আছে। কিন্তু চাকরি পাচ্ছে না। বিষয়টি নিয়ে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের কাছেও যাওয়া হয়েছে। কিন্তু এখনও পর্যন্ত সরকারের তরফে কোনও সহযোগিতার আশ্বাস পাওয়া যায়নি। বরং মিলেছে দুর্ব্যবহার।"

ভিডিয়োয় শুনুন বক্তব্য

এখনও পর্যন্ত অনশনকারীদের মধ্যে 71 জন অসুস্থ হয়ে পড়েছে। গতকাল সকালেও একজন অসুস্থ হয়ে পড়ে। শহরের একটি বেসরকারি হাসপাতালে তাকে ভরতি করা হয়। শূন্যপদে নিয়ম মেনে স্বচ্ছভাবে SSC পাশ করে ওয়েটিং লিস্টে থাকা চাকরিপ্রার্থীদের নিয়োগ করা হোক, এটাই দাবি। এই দাবিতেই গতকাল মন্দাক্রান্তা সেন প্রেসক্লাবের সামনে SSC অনশনকারী চাকরিপ্রার্থীদের সঙ্গে আন্দোলনে সামিল হন।

কলকাতা, 23 মার্চ: "ভিক্ষা করার জন্য SSC পাশ করে এরা রাস্তায় বসেনি। এটা এদের ন্যায্য দাবি। নিজেদের সেই ন্যায্য দাবি আদায়ের জন্যই এরা রাস্তায় বসে আছে ঝড়বৃষ্টি, মশার কামড়কে উপেক্ষা করে।" অনশনরত SSC চাকরিপ্রার্থীদের পাশে বসে তাঁদের আন্দোলনের সমর্থনে গতকাল এমনই বললেন কবি মন্দাক্রান্তা সেন।

তাঁর বক্তব্য, পরীক্ষা দিয়ে SSC পাশ করার পরও কোনও নিয়োগ হচ্ছে না। স্কুলগুলিতে শূন্যপদও রয়েছে প্রচুর। কিন্তু 2016 থেকে নিয়োগ বন্ধ। তিনি আরও বলেন, "এটা তাদের (অনশনরত SSC চাকরিপ্রার্থীদের) গণতান্ত্রিক অধিকার। তারা পড়াশোনা করেছে। পরীক্ষা দিয়ে পাশ করেছে। তালিকায় তাদের নামও আছে। কিন্তু চাকরি পাচ্ছে না। বিষয়টি নিয়ে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের কাছেও যাওয়া হয়েছে। কিন্তু এখনও পর্যন্ত সরকারের তরফে কোনও সহযোগিতার আশ্বাস পাওয়া যায়নি। বরং মিলেছে দুর্ব্যবহার।"

ভিডিয়োয় শুনুন বক্তব্য

এখনও পর্যন্ত অনশনকারীদের মধ্যে 71 জন অসুস্থ হয়ে পড়েছে। গতকাল সকালেও একজন অসুস্থ হয়ে পড়ে। শহরের একটি বেসরকারি হাসপাতালে তাকে ভরতি করা হয়। শূন্যপদে নিয়ম মেনে স্বচ্ছভাবে SSC পাশ করে ওয়েটিং লিস্টে থাকা চাকরিপ্রার্থীদের নিয়োগ করা হোক, এটাই দাবি। এই দাবিতেই গতকাল মন্দাক্রান্তা সেন প্রেসক্লাবের সামনে SSC অনশনকারী চাকরিপ্রার্থীদের সঙ্গে আন্দোলনে সামিল হন।

Intro:
22-03-19


সুজয় ঘোষ, কলকাতা


কলকাতাঃ "উত্তর কলকাতা কেন্দ্রে একটা মোস্তান রাজ চলছে। একটা প্রমোটারি রাজ চলছে। গুন্ডাইজমের স্যামরাজ্য স্থাপন করেছে এখনকার সাংসদ। তাই এই কেন্দ্রের মানুষ মুক্তি পেতে চায়। নিষ্কৃতি পেতে চায়। তাই পুরো পরিবর্তনের মুডে আছেন এই কেন্দ্রের মানুষ আছে" আজ রাজ্য দপ্তরে সাংবাদিক বৈঠকে উত্তর কলকাতার সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় কে কাঠগোড়ায় তুললেন বিজেপির কেন্দ্রীয় সম্পাদক রাহুল সিনহা।





উত্তর কলকাতা লোকসভা কেন্দ্রে তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় এর ৫ বছরের সময়ে মধ্যে একটা বড় সময় জেল খানাতে কেটে গিয়েছে। তিনি ৫ বছর ধরে গায়েব ছিলেন। উত্তর কলকাতা লোকসভা কেন্দ্রে তিনি কোথাও যান নি বলেও দাবী করবন রাহুল।

রাহুল সিনহার যুক্তি, "যে সারদা- নারদা রোজভ্যালি নিয়ে মানুষের মধ্যে ব্যাপক আক্রশ। সাধারণ মানুষ কে লুঠ করা হয়েছে। সাধারণ মানুষের টাকা আত্মসাত করা হয়েছে। সেই আত্মসাত এর টাকার ভাগ এই কলকাতা উত্তরের প্রার্থী ও তৃণমূল কংগ্রসের নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় নিয়েছেন। এই অভিযোগে তিনি দীর্ঘদিন জেল খানায় ছিলেন। স্বাস্থ্যের কারণে তিনি জেল থেলে ছাড়া পেয়েছে। যার শরীর ভেঙে পরেছে। যার শরীর জেলে থাকার মতও অবস্থাতে নেই। তিনি নির্বাচনী প্রাচার বা মানুষের কল্যানে কাজ করবেন এটা স্বাভাবিক ভাবেই মানুষের সামনে এসে দাঁড়াবে"



রাহুল সিনহা আরও একটু যুক্তি খারা করে বলেন, " ২০১৪ সালের তুলনায় অনেক বেশী লোক এখন বিজেপি পাটিতে যোগদান করেছে। তৃণমূল, কংগ্রেস ও সিপিএম থেকেও বিজেপিতে যোগদান করেছে। নতুন ভোটার প্রচুর। এই কেন্দ্র জুড়েই বিজেপির একটা অনুকূল পরিবেশ আছে। এই কেন্দ্রে আমি একাধিক সামাজিক কর্মসূচিতে অংশ নিয়েছি। যার ফলে এই কেন্দ্রে অনেক সাধারণ মানুষের সাথে কথা বলার সুযোগ হয়েছে। তারা আমাকে জানিয়েছে আমরা এটা ভুল করেছি"



তিনি বলেন, এই কেন্দ্রে আমি দ্বিতীয় হয়েছিলাম। ৫০ হাজার ভোট যদি আর যুক্ত হত। তা হলে এই কেন্দ্র থেকে আমি জয়লাভ করতাম। এবার কিন্তু এই কেন্দ্রে অনেকগুলি ভালো দিক আছে। Body:কপিConclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.