কলকাতা, 15 মার্চ : চলন্ত মেট্রোর সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা ব্যক্তির ৷ আজ সকাল 10টা 35 মিনিট নাগাদ রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশনের ঘটনা। ঘটনাটি আপ লাইনে ঘটে।
উদ্ধারকাজ শেষ হলে 11 টা 18 নাগাদ মেট্রো রেল পরিষেবা স্বাভাবিক হয়। যে সময়টিতে মেট্রো পরিষেবা বন্ধ থাকে ওই সময় দুটি ট্রাংকেট পরিষেবা চালানো হয় একটি ময়দান থেকে দমদম এবং আর একটি মহানায়ক উত্তম কুমার থেকে কবি সুভাষ আপ ও ডাউন লাইনে।
মেট্রোরেল সূত্রে খবর উদ্ধার করে তাঁকে এম আর বাঙুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসা চলছে তাঁর ৷ মেট্রোরেল সূত্রে খবর, ওই ব্যক্তির বয়স 35 থেকে 37 এর মধ্যে। পুলিশ তাঁর সম্পর্কে বিস্তারিত তথ্য জানার চেষ্টা চালাচ্ছে।
এই মাসেই পর পর তিনটে মেট্রোয় আত্মহত্যা চেষ্টার ঘটনা ৷ 5 মার্চ গীতাঞ্জলি মেট্রো স্টেশনে এক যুবতি আত্মহত্যার চেষ্টা করেছিলেন ৷ 12 মার্চ কালীঘাট মেট্রো স্টেশনে একই ঘটনার পুনরাবৃত্তি ঘটে ৷