ETV Bharat / city

BJP-র সুবিধা করতেই ব্যালটে ফিরতে চাইছেন মমতা : ইয়েচুরি - BJP

BJP-র সুবিধা হবে বলেই এখন মুখ্যমন্ত্রী ব্যালটে ফিরতে চাইছেন বলে দাবি করলেন সীতারাম ইয়েচুরি ৷

সাংবাদিক সম্মেলনে সীতারাম ইয়েচুরি
author img

By

Published : Jul 24, 2019, 2:45 PM IST

কলকাতা, 24 জুলাই : BJP-র সুবিধা হবে বলেই এখন মুখ্যমন্ত্রী ব্যালটে ফিরতে চাইছেন বলে দাবি করলেন সীতারাম ইয়েচুরি ৷ তবে EVM ইশু নিয়ে সমস্ত বিরোধী দলগুলোর সঙ্গে আলোচনায় বসবেন বলে জানান ইয়েচুরি ৷

গতকাল কলকাতায় এক সাংবাদিক বৈঠকে CPI(M)-র সর্বভারতীয় সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি বলেন, "ইচ্ছে মতো সব হয় না ৷ BJP-র সুবিধা হবে বলেই এখন মুখ্যমন্ত্রী ব্যালটে ফিরতে চাইছেন ৷" তিনি আরও বলেন, "শেষ পঞ্চায়েত ভোটে দেখেছি, কী ভাবে গণতন্ত্রের হত্যা হয়েছে ৷ মমতা বন্দ্যোপাধ্যায় ভাবছেন, ব্যালটের মাধ্যমে নির্বাচন হলে উনি জিতবেন ৷ আমরা অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের জন্য প্রয়োজনীয় সমস্ত ব্যবস্থা নেওয়ার কথা বলছি ৷ তাই সংসদের অধিবেশন শেষ হলে বামেরা সমস্ত বিরোধীদলগুলোর সঙ্গে এই বিষয় নিয়ে আলোচনায় বসবে ৷ "

আরও পড়ুন : জীবিকা সেবকদের বকেয়া বেতনের দাবিতে চিঠি সুজনের

পাশাপাশি, কাশ্মীর ইশু নিয়ে কে সত্যি কথা বলছেন, তা জানানোর দাবি তোলেন ইয়েচুরি ৷ তিনি বলেন, " কাশ্মীর ইশুতে মধ্যস্থতার বিষয়ে আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্পকে মন্তব্য করার জন্য প্রধানমন্ত্রী কোনও অনুরোধ করেননি ৷ তাহলে কে ঠিক? মোদী না ট্রাম্প? বিষয়টির সত্যতা জানান স্বয়ং প্রধানমন্ত্রী ৷ "

কলকাতা, 24 জুলাই : BJP-র সুবিধা হবে বলেই এখন মুখ্যমন্ত্রী ব্যালটে ফিরতে চাইছেন বলে দাবি করলেন সীতারাম ইয়েচুরি ৷ তবে EVM ইশু নিয়ে সমস্ত বিরোধী দলগুলোর সঙ্গে আলোচনায় বসবেন বলে জানান ইয়েচুরি ৷

গতকাল কলকাতায় এক সাংবাদিক বৈঠকে CPI(M)-র সর্বভারতীয় সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি বলেন, "ইচ্ছে মতো সব হয় না ৷ BJP-র সুবিধা হবে বলেই এখন মুখ্যমন্ত্রী ব্যালটে ফিরতে চাইছেন ৷" তিনি আরও বলেন, "শেষ পঞ্চায়েত ভোটে দেখেছি, কী ভাবে গণতন্ত্রের হত্যা হয়েছে ৷ মমতা বন্দ্যোপাধ্যায় ভাবছেন, ব্যালটের মাধ্যমে নির্বাচন হলে উনি জিতবেন ৷ আমরা অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের জন্য প্রয়োজনীয় সমস্ত ব্যবস্থা নেওয়ার কথা বলছি ৷ তাই সংসদের অধিবেশন শেষ হলে বামেরা সমস্ত বিরোধীদলগুলোর সঙ্গে এই বিষয় নিয়ে আলোচনায় বসবে ৷ "

আরও পড়ুন : জীবিকা সেবকদের বকেয়া বেতনের দাবিতে চিঠি সুজনের

পাশাপাশি, কাশ্মীর ইশু নিয়ে কে সত্যি কথা বলছেন, তা জানানোর দাবি তোলেন ইয়েচুরি ৷ তিনি বলেন, " কাশ্মীর ইশুতে মধ্যস্থতার বিষয়ে আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্পকে মন্তব্য করার জন্য প্রধানমন্ত্রী কোনও অনুরোধ করেননি ৷ তাহলে কে ঠিক? মোদী না ট্রাম্প? বিষয়টির সত্যতা জানান স্বয়ং প্রধানমন্ত্রী ৷ "

Intro:Body:কাশ্মীর মধ্যস্থতা নিয়ে ট্রাম্পের দাবি ঘিরে কে সত্যি কথা বলছে তা নিয়ে আজ প্রশ্ন তুলেছেন সিপিআইএমের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি।
কাশ্মীর ইস্যুতে মধ্যস্থতা নিয়ে ট্রাম্পের দাবি ঘিরে তোলপাড় দেশ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সমালোচনায় সরব হয়েছে কংগ্রেস। তৃণমূল সহ দেশের প্রধান প্রধান সব বিরোধী দলগুলিই সমালোচনা করছে প্রধানমন্ত্রী সম্পর্কে এহেন বক্তব্যের।
দাবি উঠেছে এই ইস্যুতে প্রধানমন্ত্রীকেই বিবৃতি দিতে হবে। আজ সীতারাম ইয়েচুরিও আরও একবার সেই দাবি উত্থাপন করেন।
এদিন কলকাতায় সিপিআইএমের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরিও এ বিষয়ে মুখ খুললেন। তিনি বলেন রাজ্যসভায় বিদেশমন্ত্রী জানিয়েছেন, মধ্যস্থতার জন্য মার্কিন প্রেসিডেন্টকে প্রধানমন্ত্রী কোনও অনুরোধ করেননি। ভারত দ্বিপাক্ষিক আলোচনাতেই বিশ্বাসী। কাশ্মীর নিয়েও দ্বিপাক্ষিক স্তরে আলোচনা হবে। সীতারাম ইয়েচুরির প্রশ্ন তাহলে কে সঠিক কথা বলছেন তা জানান প্রধানমন্ত্রী স্বয়ং।
পাশাপাশি আজ মুখ্যমন্ত্রীর ইভিএম নয় ব্যালটের দাবিকে পুরোপুরি খন্ডন করে সীতারাম জানান, ইচ্ছে মতো সব হয় না। বিজেপির সুবিধা হবে তাই এখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ব্যালটে ফিরতে চাইছেন।
রাজ্য কমিটি বৈঠকের কিছু সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন তিনি। তিনি বলেন, "প্রথমত জানাই চন্দ্র যান ২ এর জন্য অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্পকে কাশ্মীর ইস্যুতে মধ্যস্ততার বিষয়টি পার্লামেন্টে অস্বীকার করা হয়েছ। তাহলে কে ঠিক মোদী না ট্রাম্প? তৃতীয় ব্যাক্তির জায়গা কোথায়!"
এরাজ্যে কি অবস্থা? প্রশ্ন করে সীতারাম ইয়েচুরি জানান, পশ্চিমবঙ্গের সাম্প্রদায়িক সম্প্রীতি বিঘ্নিত হচ্ছে। ৪৯ টি সাম্প্রদায়িক সংঘর্ষ হয়েছে।
নতুন রাজ্যপাল প্রসঙ্গে তিনি জানান, এর আগের রাজ্যপালও কেন্দ্রের হয়ে কাজ করেছেন। মূলত আর এস এস সমর্থিত প্রার্থী ছিলেন তিনি। নতুন যিনি আসছেন তাকে দেখতে হবে তিনি কি করেন। তিনি কতটা নিরপেক্ষ!
রাজ্যে বিরোধী দলকে কতটা গুরুত্ব তিনি দেন সেটাই দেখার। " আমরা জাতীয় পার্টি। গুরুত্ব হারাবার বিষয়ে আমরা কোনও বিজ্ঞপ্তি প্রকাশ বা চিঠি পাই নি এখনো নির্বাচন কমিশনের থেকে।" বলেন সীতারাম ইয়েচুরি।
তিনি বলেন, " আমরা শেষ পঞ্চায়েত ভোটে দেখেছি, কি ভাবে গণতন্ত্রের হত্যা হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় ভাবছেন ই ভি এমের মাধ্যমে নির্বাচন হলে উনি জিতবেন। আমরা বলছি অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের জন্য প্রয়োজনীয় সমস্ত ব্যাবস্থা করতে হবে।"
ই ভি এম ইস্যু নিয়ে পার্লামেন্ট শেষ হলে সব বিরোধী দল নিয়ে আলোচনায় বসবে বামেরা। সীতারাম বলেন, "তৃণমূল তো আগের বার আলোচনায় ছিলো। এবার কি আসবে আলোচনায়? দরকার হলে বি জে পি ও আসতে পারে। কিন্তু এর অর্থ কোনো জোট নয়।"
কেন্দ্রের নাগরিক পঞ্জির বিরোধিতা করে তিনি জানান, নাগরিক পঞ্জি নিয়ে যেনো কোনো বৈধ ভারতীয় নাগরিককে বিতাড়িত করা না হয়। কোনো ভারতীয় নাগরিক যেন সেই তালিকা থেকে বাদ না পড়েন, তার জন্য আবেদন জানিয়েছেন সীতারাম ইয়েচুরি।Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.