কলকাতা, 7 এপ্রিল : ভেজাল ওষুধ বিক্রি রুখতে কঠোর পদক্ষেপ করছে রাজ্য সরকার । রাজ্যে তৈরি করা হচ্ছে ড্রাগ ল্যাবরেটরি (Mamata says Bengal Govt will Make a Drug Laboratory) । আজ, বৃহস্পতিবার নবান্নে মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণ নিয়ে বৈঠকে এই কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Bengal CM Mamata Banerjee) । এদিন তিনি আরও বলেন, ‘‘ভেজাল ওষুধ নিয়ন্ত্রণে কেন্দ্রীয় সরকার কোনও ব্যবস্থা নিচ্ছে না । তাই রাজ্য এই বিষয়ে পদক্ষেপ নিতে চলেছে ।’’
এদিন মুখ্যমন্ত্রী বলেন, ‘‘ভেজাল ওষুধ বিক্রি বেড়ে যাচ্ছে বাজারে । বিভিন্ন রকম খবর পাওয়া যাচ্ছে । এটা দিল্লির দেখার কথা, কিন্তু ওরা সেটা করছে না । তাই একটা ড্রাগ ল্যাবরেটরি করা হচ্ছে ।’’
একই সঙ্গে তিনি জানান, একটা রক্ষণাবেক্ষণ কমিটি তৈরি করা হয়েছে ৷ করোনাকালে পরিস্থিতি মোকাবিলায় চিকিৎসার জন্য বহু যন্ত্রপাতি কিনেছিল রাজ্য । কিন্তু বর্তমানে সেগুলির ব্যবহার হচ্ছে না । ফলে তা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছেই । সেই কারণেই একটা রক্ষণাবেক্ষণ কমিটি তৈরি করা হয়েছে । যন্ত্রপাতিগুলির পর্যবেক্ষণের দায়িত্বে থাকছে এই কমিটি ।
আরও পড়ুন : Mamata Slams Centre : মূল্যবৃদ্ধি নিয়ে কেন্দ্রকে তোপ মুখ্যমন্ত্রীর