ETV Bharat / city

বিদ্যাসাগরের মূর্তি ভাঙার প্রতিবাদে আজ মিছিল মমতার

বিদ্যাসাগরের মূর্তি ভাঙার প্রতিবাদে প্রতিবাদ মিছিলের সিদ্ধান্ত নিলেন মমতা বন্দ্যোপাধ্যায় । আজ বেলেঘাটার গান্ধি ভবন থেকে শ্যামবাজার পাঁচ মাথার মোড় পর্যন্ত পদযাত্রা করবেন তৃণমূল নেত্রী । বিকেল 5টা নাগাদ ধর্মতলা থেকে এই প্রতিবাদ মিছিল শুরু হবে ।

মমতা বন্দ্যোপাধ্যায়- ফাইল চিত্র
author img

By

Published : May 15, 2019, 10:00 AM IST

Updated : May 15, 2019, 12:25 PM IST

কলকাতা, 15 মে : বিদ্যাসাগরের মূর্তি ভাঙার প্রতিবাদে প্রতিবাদ মিছিলের সিদ্ধান্ত নিলেন মমতা বন্দ্যোপাধ্যায় । আজ বেলেঘাটার গান্ধি ভবন থেকে শ্যামবাজার পাঁচ মাথার মোড় পর্যন্ত পদযাত্রা করবেন তৃণমূল নেত্রী । বিকেল 5টা নাগাদ ধর্মতলা থেকে এই প্রতিবাদ মিছিল শুরু হবে । মোদি এবং BJP-র বিরুদ্ধে প্রতিবাদ আরও জোরদার করতেই এই পদযাত্রা বলে দলীয় সূত্রে খবর ।

উল্লেখ্য, গতকাল BJP-র সর্বভারতীয় সভাপতি অমিত শাহর ধর্মতলা থেকে সিমলা স্ট্রিট হয়ে বিবেকানন্দের বাড়ি যাওয়া কথা ছিল । কিন্তু BJP-র প্রচার মিছিল কলেজ স্ট্রিট হয়ে বিধান সরণির দিকে ঢুকতেই TMCP-র সদস্যরা বিক্ষোভ দেখাতে শুরু করে । মিছিল বিদ্যাসাগর কলেজের সামনে এলে TMCP ও AVBP-র সদস্যদের মধ্যে সংঘর্ষ শুরু হয় । কলেজে ঢুকে বহিরাগত দুষ্কৃতীরা বিদ্যাসাগরের মূর্তি ভাঙে । খবর পেয়েই জনসভা শেষ করে কলেজে আসেন মুখ্যমন্ত্রী । আজ তিনি মিছিলের সিদ্ধান্ত নেন ।

কলকাতা, 15 মে : বিদ্যাসাগরের মূর্তি ভাঙার প্রতিবাদে প্রতিবাদ মিছিলের সিদ্ধান্ত নিলেন মমতা বন্দ্যোপাধ্যায় । আজ বেলেঘাটার গান্ধি ভবন থেকে শ্যামবাজার পাঁচ মাথার মোড় পর্যন্ত পদযাত্রা করবেন তৃণমূল নেত্রী । বিকেল 5টা নাগাদ ধর্মতলা থেকে এই প্রতিবাদ মিছিল শুরু হবে । মোদি এবং BJP-র বিরুদ্ধে প্রতিবাদ আরও জোরদার করতেই এই পদযাত্রা বলে দলীয় সূত্রে খবর ।

উল্লেখ্য, গতকাল BJP-র সর্বভারতীয় সভাপতি অমিত শাহর ধর্মতলা থেকে সিমলা স্ট্রিট হয়ে বিবেকানন্দের বাড়ি যাওয়া কথা ছিল । কিন্তু BJP-র প্রচার মিছিল কলেজ স্ট্রিট হয়ে বিধান সরণির দিকে ঢুকতেই TMCP-র সদস্যরা বিক্ষোভ দেখাতে শুরু করে । মিছিল বিদ্যাসাগর কলেজের সামনে এলে TMCP ও AVBP-র সদস্যদের মধ্যে সংঘর্ষ শুরু হয় । কলেজে ঢুকে বহিরাগত দুষ্কৃতীরা বিদ্যাসাগরের মূর্তি ভাঙে । খবর পেয়েই জনসভা শেষ করে কলেজে আসেন মুখ্যমন্ত্রী । আজ তিনি মিছিলের সিদ্ধান্ত নেন ।

Intro:বিদ‍্যাসাগরের মূর্তি ভাঙার প্রতিবাদে আজ ধর্মতলা থেকে শিমলা স্ট্রিট পর্যন্ত পদযাত্রা করবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। গতকাল এই একই পথে প্রচার মিছিল করেছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। রোড শো চলাকালীন বিধাণ সরণীতে বহিরাগত দুষ্কৃতীরা তান্ডব চালায় বলে অভিযোগ। হামলা হয় বিদ‍্যাসাগর কলেজে । ভেঙে দেওয়া হয় বিদ‍্যাসাগরের মূর্তি।


Body:বিদ‍্যাসাগরের মূর্তি ভাঙা নিয়ে জোরাল প্রতিবাদ শানানোর জন‍্য নির্দিষ্ট কর্মসূচির কিছুটা বদল ঘটালেন মমতা বন্দ্যোপাধ্যায়। বেলেঘাটার গান্ধী মূর্তি থেকে শ‍্যামবাজার মোড় পর্যন্ত আজ প্রচার মিছিল করার কথা ছিল তৃণমূল সুপ্রিমোর। কিন্তু গতকাল বিদ‍্যাসাগরের মূর্তি ভাঙার খবর পাওয়ার পরই প্রচার মিছিলের পরিবর্তে ধর্মতলা থেকে শিমলা স্ট্রিট পর্যন্ত প্রতিবাদ মিছিল করার সিদ্ধান্ত নিলেন তিনি। প্রসঙ্গত, অমিত শাহর রোড শোকে কেন্দ্র করে সন্ধ্যায় রীতিমতো রণক্ষেত্রের চেহেরা নেয়। তৃণমূল ছাত্র পরিষদের সঙ্গে এভিবিপির ছাত্রদের ধুন্ধুমার বাধে। বিদ‍্যাসাগর কলেজে হামলা চালায় বহিরাগত দুষ্কৃতীরা। আগুন জ্বালানো হয় বাইকে। মূর্তি ভাঙা হয় বিদ‍্যাসাগরের। বেহালার প্রচার সভা চলাকালীন ঘটনার খবর পান মমতা বন্দ্যোপাধ্যায়। ঘটনাস্থলে তৎক্ষণাৎ পার্থ চট্টোপাধ্যায়কে পাঠিয়ে দেন তিনি। এর পর সভা শেষ করে তৃণমূল নেত্রী নিজেও চলে আসেন বিদ‍্যাসাগর কলেজে । ধর্মতলা থেকে শিমলা স্ট্রিট পর্যন্ত প্রতিবাদ মিছিলের সিদ্ধান্ত নেন তিনি।


Conclusion:
Last Updated : May 15, 2019, 12:25 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.