ETV Bharat / city

কোরোনায় মৃতদের লাশ গায়েব করছে তৃণমূল, অভিযোগ দিলীপ ঘোষের

আজ সল্টলেকে বাসভবনে সাংবাদিক বৈঠকে দিলীপ ঘোষ বলেন, " শহরে এক একটি হাসপাতালে 5, 10,12 জনের মৃত্যু হয়েছে। কোরোনা ভাইরাসে মৃত্যু হচ্ছে। কিন্তু সেটাকে স্বীকার করা হচ্ছে না। শুধু সংখ্যা বলা হচ্ছে। কোনও নাম বলা হচ্ছে না। আমার তো মনে হয়, যে সংখ্যা দেখানো হয়েছে, তার চারগুণ মানুষের রাজ্যে কোরোনাতে মৃত্যু হয়েছে ।"

Dilip Ghosh
দিলীপ ঘোষ
author img

By

Published : Apr 18, 2020, 10:45 PM IST

Updated : Apr 19, 2020, 12:09 PM IST


কলকাতা, 18 এপ্রিল : কোরোনায় লাশ গায়েব করছে তৃণমূল। এমনই বিস্ফোরক অভিযোগ করলেন BJP- র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। আজ সল্টলেকে বাসভবনে সাংবাদিক বৈঠকে দিলীপ ঘোষ বলেন, " শহরে এক একটি হাসপাতালে 5, 10,12 জনের মৃত্যু হয়েছে। কোরোনা ভাইরাসে মৃত্যু হচ্ছে। কিন্তু সেটাকে স্বীকার করা হচ্ছে না। শুধু সংখ্যা বলা হচ্ছে। কোনও নাম বলা হচ্ছে না। আমারতো মনে হয়, যে সংখ্যা দেখানো হয়েছে, তার চারগুণ মানুষের রাজ্যে কোরোনাতে মৃত্যু হয়েছে ।"

রাজ্য সরকারের তীব্র সমালোচনা করে তিনি বলেন," মৃতের সংখ্যাটা গায়েব করে দেওয়া হচ্ছে। নন্দীগ্রামের ঘটনায় CPI(M) আমলে দেখেছি বহু মানুষকে গায়েব করে দেওয়া হয়েছিল। নদীতে ফেলে দেওয়া হয়েছিল। ঠিক সেই ভাবে এখান হচ্ছে।কোরোনায় আক্রান্ত ব্যক্তিদের পরিবারের হাতে লাশ দেওয়া হচ্ছে না। সেই লাশকে ঠিক ভাবে সতকার করা হচ্ছে না। পরিবারের লোকের সঙ্গে অন্যায় করা হচ্ছে" ।


রাজ্যে লকডাউন ঠিকভাবে মানা হচ্ছে না বলেও তিনি অভিযোগ করেন । তিনি বলেন, " পশ্চিমবঙ্গে লকডাউন ঠিক ভাবে মানা হচ্ছে না। কোরোনা মৃত্যু নিয়ে সংখ্যা গোপন করা হচ্ছে। আজ রাজ্য এমন জায়গায় পৌচ্ছে গিয়েছে যে, সত্য সংখ্যাকে সামনে আনতে ভয় পাচ্ছে। মুখ্যমন্ত্রী এখন লকডাউনে সশস্ত্র পুলিশ নামানোর কথা বলছেন। কিন্তু তাঁর সাংসদ ও বিধায়করা রাস্তায় ঘুরে ঘুরে ত্রাণ বিলি করছেন। কিন্তু BJP সাংসদদের বাড়ির সামনে পুলিশ মোতায়েন করা হচ্ছে।"


আজ রেড রোডে বামেদের বিক্ষোভ কর্মসূচি ইশুতে দিলীপ ঘোষ বলেন, " ডান ও বাম দুই পক্ষই দিদির দুই পাশে বসে বলে এসেছেন আমরা দিদির সঙ্গে সব সময় আছি। কত দূর পর্যন্ত আছেন? বামেদের যদি হিম্মত থাকে তা হলে বলুন মুখ্যমন্ত্রী প্রতারণা করছেন। আবার ফিশ ফ্রাইয়ের রাজনীতি হচ্ছে। মানুষের এখন ডাল- ভাতের সমস্যা । "


কলকাতা, 18 এপ্রিল : কোরোনায় লাশ গায়েব করছে তৃণমূল। এমনই বিস্ফোরক অভিযোগ করলেন BJP- র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। আজ সল্টলেকে বাসভবনে সাংবাদিক বৈঠকে দিলীপ ঘোষ বলেন, " শহরে এক একটি হাসপাতালে 5, 10,12 জনের মৃত্যু হয়েছে। কোরোনা ভাইরাসে মৃত্যু হচ্ছে। কিন্তু সেটাকে স্বীকার করা হচ্ছে না। শুধু সংখ্যা বলা হচ্ছে। কোনও নাম বলা হচ্ছে না। আমারতো মনে হয়, যে সংখ্যা দেখানো হয়েছে, তার চারগুণ মানুষের রাজ্যে কোরোনাতে মৃত্যু হয়েছে ।"

রাজ্য সরকারের তীব্র সমালোচনা করে তিনি বলেন," মৃতের সংখ্যাটা গায়েব করে দেওয়া হচ্ছে। নন্দীগ্রামের ঘটনায় CPI(M) আমলে দেখেছি বহু মানুষকে গায়েব করে দেওয়া হয়েছিল। নদীতে ফেলে দেওয়া হয়েছিল। ঠিক সেই ভাবে এখান হচ্ছে।কোরোনায় আক্রান্ত ব্যক্তিদের পরিবারের হাতে লাশ দেওয়া হচ্ছে না। সেই লাশকে ঠিক ভাবে সতকার করা হচ্ছে না। পরিবারের লোকের সঙ্গে অন্যায় করা হচ্ছে" ।


রাজ্যে লকডাউন ঠিকভাবে মানা হচ্ছে না বলেও তিনি অভিযোগ করেন । তিনি বলেন, " পশ্চিমবঙ্গে লকডাউন ঠিক ভাবে মানা হচ্ছে না। কোরোনা মৃত্যু নিয়ে সংখ্যা গোপন করা হচ্ছে। আজ রাজ্য এমন জায়গায় পৌচ্ছে গিয়েছে যে, সত্য সংখ্যাকে সামনে আনতে ভয় পাচ্ছে। মুখ্যমন্ত্রী এখন লকডাউনে সশস্ত্র পুলিশ নামানোর কথা বলছেন। কিন্তু তাঁর সাংসদ ও বিধায়করা রাস্তায় ঘুরে ঘুরে ত্রাণ বিলি করছেন। কিন্তু BJP সাংসদদের বাড়ির সামনে পুলিশ মোতায়েন করা হচ্ছে।"


আজ রেড রোডে বামেদের বিক্ষোভ কর্মসূচি ইশুতে দিলীপ ঘোষ বলেন, " ডান ও বাম দুই পক্ষই দিদির দুই পাশে বসে বলে এসেছেন আমরা দিদির সঙ্গে সব সময় আছি। কত দূর পর্যন্ত আছেন? বামেদের যদি হিম্মত থাকে তা হলে বলুন মুখ্যমন্ত্রী প্রতারণা করছেন। আবার ফিশ ফ্রাইয়ের রাজনীতি হচ্ছে। মানুষের এখন ডাল- ভাতের সমস্যা । "

Last Updated : Apr 19, 2020, 12:09 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.