ETV Bharat / entertainment

10 বছর পর প্রথা ভাঙলেন দেব, 'খাদান' ছবির গানে চমক অভিনেতার - RAJAR RAJA KHADAAN SONG

'পাগলু ডান্স' হোক বা 'খোকাবাবু যায়..' দেবকে একসময়ে এই রকমভাবে দেখতে অভ্যস্ত ছিলেন দর্শকরা ৷ তারপর আসে পরিবর্তন ৷ ফের একবার প্রথা ভাঙলেন অভিনেতা ৷

Rajar Raja Khadaan Song
'রাজার রাজা' গানে দেব (PR Handout)
author img

By ETV Bharat Entertainment Team

Published : Nov 13, 2024, 1:13 PM IST

কলকাতা, 13 নভেম্বর: বড়দিনে বড় উপহার নিয়ে আসছেন অভিনেতা দেব ৷ মুক্তি পেতে চলেছে খাদান ৷ সামনে এল ছবির প্রথম গান 'রাজার রাজা'। নজর কাড়ল দেবের মন মাতানো নাচ। কয়েকদিন আগে থেকেই দেবের সামাজিক মাধ্যমে ভেসে উঠছিল "রাজার মতো আসছি" কথাটি। তখনই বোঝা গিয়েছিল চমক কিছু দিতে চলেছেন সুপারস্টার তথা ঘাটালের সাংসদ দেব।

তারপরেই সামনে আসে গানের ঝলক ৷ সুরিন্দর ফিল্মস এবং দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চারস-এর উদ্যোগে আসছে এই ছবি। কয়লাক্ষেত্রে কর্মরত শ্রমিকদের মধ্যেও যে আনন্দ রয়েছে তার প্রকাশ ঘটেছে "রাজার রাজা" গানের মধ্যে দিয়ে। দামোদর উপত্যকায় অবস্থিত এক কয়লাখনির কর্মীরা কীভাবে নিজেদের ভাগ্য পরিবর্তন করে তা দেখানো হয়েছে এই ছবিতে।

Rajar Raja Khadaan Song
'রাজার রাজা' গানের দৃশ্য (PR Handout)

সহজ কথায় কয়লাখনি অঞ্চলের সামাজিক-রাজনৈতিক প্রেক্ষাপটে তৈরি হয়েছে 'খাদান'। ছবি এবং গানের রিলিজ নিয়ে পরিচালক সুজিত দত্ত (রিনো) বলেন, "শুটিং করতে গিয়ে মানুষের দারুণ প্রতিক্রিয়া পেলাম, ঠিক যা আমি আশা করেছিলাম। বাংলার শহর ও গ্রামে ঘুরে দেখেছি, মানুষ বাংলা সিনেমাকে কতটা ভালোবাসে। স্যাভি গানটি খুব সুন্দরভাবে বানিয়েছেন। এই গানটি ছবির গল্পটিকে আরও শক্তিশালী করেছে বলে আমার বিশ্বাস। সিনেমার সাফল্য ভগবানের হাতে ছেড়ে দিয়েছি।"

Rajar Raja Khadaan Song
10 বছর পর নাচের তালে দেব (PR Handout)

"রাজার রাজা" শীর্ষক গানটি গেয়েছেন দেব অরিজিৎ। কথা ঋতম সেনের, সুর দিয়েছেন স্যাভি। ছবির ক্রিয়েটিভ ডিরক্টর দেব স্বয়ং। বিভিন্ন চরিত্রে রয়েছেব দেব, যিশু সেনগুপ্ত, বরখা বিস্ত, ইধিকা পাল, অনির্বাণ চক্রবর্তী, স্নেহা বসু। চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন বিশ্বরূপ। মনে করা হচ্ছে বছর শেষে বাংলার বক্সঅফিসে ধামাকা তুলবে দেব-যীশু জুটি ৷

কলকাতা, 13 নভেম্বর: বড়দিনে বড় উপহার নিয়ে আসছেন অভিনেতা দেব ৷ মুক্তি পেতে চলেছে খাদান ৷ সামনে এল ছবির প্রথম গান 'রাজার রাজা'। নজর কাড়ল দেবের মন মাতানো নাচ। কয়েকদিন আগে থেকেই দেবের সামাজিক মাধ্যমে ভেসে উঠছিল "রাজার মতো আসছি" কথাটি। তখনই বোঝা গিয়েছিল চমক কিছু দিতে চলেছেন সুপারস্টার তথা ঘাটালের সাংসদ দেব।

তারপরেই সামনে আসে গানের ঝলক ৷ সুরিন্দর ফিল্মস এবং দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চারস-এর উদ্যোগে আসছে এই ছবি। কয়লাক্ষেত্রে কর্মরত শ্রমিকদের মধ্যেও যে আনন্দ রয়েছে তার প্রকাশ ঘটেছে "রাজার রাজা" গানের মধ্যে দিয়ে। দামোদর উপত্যকায় অবস্থিত এক কয়লাখনির কর্মীরা কীভাবে নিজেদের ভাগ্য পরিবর্তন করে তা দেখানো হয়েছে এই ছবিতে।

Rajar Raja Khadaan Song
'রাজার রাজা' গানের দৃশ্য (PR Handout)

সহজ কথায় কয়লাখনি অঞ্চলের সামাজিক-রাজনৈতিক প্রেক্ষাপটে তৈরি হয়েছে 'খাদান'। ছবি এবং গানের রিলিজ নিয়ে পরিচালক সুজিত দত্ত (রিনো) বলেন, "শুটিং করতে গিয়ে মানুষের দারুণ প্রতিক্রিয়া পেলাম, ঠিক যা আমি আশা করেছিলাম। বাংলার শহর ও গ্রামে ঘুরে দেখেছি, মানুষ বাংলা সিনেমাকে কতটা ভালোবাসে। স্যাভি গানটি খুব সুন্দরভাবে বানিয়েছেন। এই গানটি ছবির গল্পটিকে আরও শক্তিশালী করেছে বলে আমার বিশ্বাস। সিনেমার সাফল্য ভগবানের হাতে ছেড়ে দিয়েছি।"

Rajar Raja Khadaan Song
10 বছর পর নাচের তালে দেব (PR Handout)

"রাজার রাজা" শীর্ষক গানটি গেয়েছেন দেব অরিজিৎ। কথা ঋতম সেনের, সুর দিয়েছেন স্যাভি। ছবির ক্রিয়েটিভ ডিরক্টর দেব স্বয়ং। বিভিন্ন চরিত্রে রয়েছেব দেব, যিশু সেনগুপ্ত, বরখা বিস্ত, ইধিকা পাল, অনির্বাণ চক্রবর্তী, স্নেহা বসু। চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন বিশ্বরূপ। মনে করা হচ্ছে বছর শেষে বাংলার বক্সঅফিসে ধামাকা তুলবে দেব-যীশু জুটি ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.