ETV Bharat / state

'দে আর চার্মিং অ্যান্ড ডার্লিং', দুই স্নো লেপার্ডের নামকরণ মমতার - MAMATA BANERJEE IN DARJEELING

আগেই জানানো হয়েছিল মুখ্যমন্ত্রীকে ৷ এদিন দার্জিলিং চিড়িয়াখানার পাশ দিয়ে যেতেই মনে পড়ে যায় স্নো-লেপার্ড ও রেড পান্ডা শাবকের নামকরণের বিষয়টি ৷

MAMATA BANERJEE IN DARJEELING
স্নো-লেপার্ডের নামকরণ (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 13, 2024, 1:21 PM IST

দার্জিলিং, 13 নভেম্বর: রয়্যাল বেঙ্গল শাবকের পর এবার শৈলরানির দার্জিলিং চিড়িয়াখানার স্নো-লেপার্ড শাবক ও রেড পান্ডা শাবকদের নামকরণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাহাড় সফরের তৃতীয় দিনে বুধবার সকালে রিচমন্ড হিল থেকে বেরিয়ে ভ্রমণে বেরোন তিনি। হাঁটতে হাঁটতে পৌঁছন দার্জিলিং চিড়িয়াখানা বা পদ্মজা নাইডু হিমালয়ান জুওলজিকাল পার্কের সামনে।

এর আগে চিড়িয়াখানায় জন্ম নেওয়া শাবকদের নামকরণের জন্য জু অথরিটি ও চিড়িয়াখানা কর্তৃপক্ষের তরফে মুখ্যমন্ত্রীকে আবেদন জানানো হয়েছিল। চিড়িয়াখানার সামনে দিয়ে যাওয়ার সময় বিষয়টি মনে পড়ে মুখ্যমন্ত্রীর।

সময় না-নিয়ে মুখ্যমন্ত্রী স্নো-লেপার্ড ও রেড পান্ডা শাবকদের নামকরণ করেন (ইটিভি ভারত)

আর চিড়িয়াখানার সামনে দাঁড়িয়েই কর্তৃপক্ষ ও বন আধিকারিকদের সঙ্গে কথা বলেন। আর সেই কথায় কথায় উঠে আসে নামকরণের প্রসঙ্গ। সময় না-নিয়ে মুখ্যমন্ত্রী 2টি স্নো-লেপার্ড শাবক ও 4টি রেড পান্ডা শাবকের নামকরণ করেন।

MAMATA BANERJEE IN DARJEELING
দুই স্নো লেপার্ডের নামকরণ মমতার (নিজস্ব ছবি)
  • মুখ্যমন্ত্রী স্নো-লেপার্ড শাবকদের নাম রাখেন চার্মিং ও ডার্লিং।
  • পাশাপাশি রেড পান্ডা শাবকের নামকরণ করেন পাহাড়িয়া, হিলি, ভিক্টরি ও ড্রিম।

মুখ্যমন্ত্রীর নামকরণে উচ্ছ্বসিত বন আধিকারিকরা। সেইসময় সেখানে উপস্থিত ছিলেন রাজ্য বন দফতরের সদস্য সচিব সৌরভ চৌধুরী, দার্জিলিং চিড়িয়াখানার ডিরেক্টর বাসবরাজ হোলেইয়াচি, মন্ত্রী অরূপ বিশ্বাস-সহ অন্যান্যরা।

MAMATA BANERJEE IN DARJEELING
রেড পান্ডার শাবক (নিজস্ব ছবি)
  • আজ রাজ্য জু অথরিটির সদস্যসচিব সৌরভ চৌধুরী বলেন, "মুখ্যমন্ত্রীকে আগেই শাবকদের নামকরণের জন্য আবেদন করা হয়েছিল। মুখ্যমন্ত্রী নামকরণ করায় আমরা খুশি। নামকরণের পর চিড়িয়াখানার অধীনে থাকা দোকানের নতুন ব্যবসায়ীদের সঙ্গেও কথা বলেছেন মুখ্যমন্ত্রী। তাঁদের সুবিধা-অসুবিধার কথা শুনেছেন।"
  • চিড়িয়াখানার ডিরেক্টর বাসবরাজ হোলেইয়াচি বলেন, "মুখ্যমন্ত্রী পাহাড় সফরে এসেছেন। চিড়িয়াখানার সামনে দিয়ে যাওয়ার সময় খুব অল্প সময়ের মধ্যেই চিড়িয়াখানার সম্পর্কে কথা বলে নেন। তারপর নামকরণ করেন।"

জানা গিয়েছে, অগস্ট মাসে নীরা ও তিস্তা রেড পান্ডা দম্পতি চারটি শাবকের জন্ম দেয়। তারা বর্তমানে সিঙ্গালিলা জাতীয় উদ্যানে রয়েছে। এদিন মুখ্যমন্ত্রী ওই চার রেড পান্ডা শাবকের পাহাড়িয়া, হিলি, ভিক্টরি ও ড্রিমি নামকরণ করেন। অন্যদিকে, ওই মাসেই জিম্বা নামে 13 বছরের স্নো-লেপার্ড এক জোড়া শাবকের জন্ম দেয়। এদিন মুখ্যমন্ত্রী ওই দুই শাবকের নামকরণ করেন চার্মিং ও ডার্লিং।

MAMATA BANERJEE IN DARJEELING
পাহাড় সফরের তৃতীয় দিনে মমতা (নিজস্ব ছবি)

এর আগে বেঙ্গল সাফারি পার্কের তিন রয়্যাল বেঙ্গল শাবকের নামকরণ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাদের নাম রেখেছিলেন কিকা, রিকা, ইকা। পরবর্তীতে ইকা মারা যায়। এমনকী ত্রিপুরার সিপাহিজালা চিড়িয়াখানা থেকে আনা সিংহ দম্পতিরও নামকরণ করেছিলেন মুখ্যমন্ত্রী। তাদের নাম রাখেন সুরজ ও তনয়া।

দার্জিলিং, 13 নভেম্বর: রয়্যাল বেঙ্গল শাবকের পর এবার শৈলরানির দার্জিলিং চিড়িয়াখানার স্নো-লেপার্ড শাবক ও রেড পান্ডা শাবকদের নামকরণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাহাড় সফরের তৃতীয় দিনে বুধবার সকালে রিচমন্ড হিল থেকে বেরিয়ে ভ্রমণে বেরোন তিনি। হাঁটতে হাঁটতে পৌঁছন দার্জিলিং চিড়িয়াখানা বা পদ্মজা নাইডু হিমালয়ান জুওলজিকাল পার্কের সামনে।

এর আগে চিড়িয়াখানায় জন্ম নেওয়া শাবকদের নামকরণের জন্য জু অথরিটি ও চিড়িয়াখানা কর্তৃপক্ষের তরফে মুখ্যমন্ত্রীকে আবেদন জানানো হয়েছিল। চিড়িয়াখানার সামনে দিয়ে যাওয়ার সময় বিষয়টি মনে পড়ে মুখ্যমন্ত্রীর।

সময় না-নিয়ে মুখ্যমন্ত্রী স্নো-লেপার্ড ও রেড পান্ডা শাবকদের নামকরণ করেন (ইটিভি ভারত)

আর চিড়িয়াখানার সামনে দাঁড়িয়েই কর্তৃপক্ষ ও বন আধিকারিকদের সঙ্গে কথা বলেন। আর সেই কথায় কথায় উঠে আসে নামকরণের প্রসঙ্গ। সময় না-নিয়ে মুখ্যমন্ত্রী 2টি স্নো-লেপার্ড শাবক ও 4টি রেড পান্ডা শাবকের নামকরণ করেন।

MAMATA BANERJEE IN DARJEELING
দুই স্নো লেপার্ডের নামকরণ মমতার (নিজস্ব ছবি)
  • মুখ্যমন্ত্রী স্নো-লেপার্ড শাবকদের নাম রাখেন চার্মিং ও ডার্লিং।
  • পাশাপাশি রেড পান্ডা শাবকের নামকরণ করেন পাহাড়িয়া, হিলি, ভিক্টরি ও ড্রিম।

মুখ্যমন্ত্রীর নামকরণে উচ্ছ্বসিত বন আধিকারিকরা। সেইসময় সেখানে উপস্থিত ছিলেন রাজ্য বন দফতরের সদস্য সচিব সৌরভ চৌধুরী, দার্জিলিং চিড়িয়াখানার ডিরেক্টর বাসবরাজ হোলেইয়াচি, মন্ত্রী অরূপ বিশ্বাস-সহ অন্যান্যরা।

MAMATA BANERJEE IN DARJEELING
রেড পান্ডার শাবক (নিজস্ব ছবি)
  • আজ রাজ্য জু অথরিটির সদস্যসচিব সৌরভ চৌধুরী বলেন, "মুখ্যমন্ত্রীকে আগেই শাবকদের নামকরণের জন্য আবেদন করা হয়েছিল। মুখ্যমন্ত্রী নামকরণ করায় আমরা খুশি। নামকরণের পর চিড়িয়াখানার অধীনে থাকা দোকানের নতুন ব্যবসায়ীদের সঙ্গেও কথা বলেছেন মুখ্যমন্ত্রী। তাঁদের সুবিধা-অসুবিধার কথা শুনেছেন।"
  • চিড়িয়াখানার ডিরেক্টর বাসবরাজ হোলেইয়াচি বলেন, "মুখ্যমন্ত্রী পাহাড় সফরে এসেছেন। চিড়িয়াখানার সামনে দিয়ে যাওয়ার সময় খুব অল্প সময়ের মধ্যেই চিড়িয়াখানার সম্পর্কে কথা বলে নেন। তারপর নামকরণ করেন।"

জানা গিয়েছে, অগস্ট মাসে নীরা ও তিস্তা রেড পান্ডা দম্পতি চারটি শাবকের জন্ম দেয়। তারা বর্তমানে সিঙ্গালিলা জাতীয় উদ্যানে রয়েছে। এদিন মুখ্যমন্ত্রী ওই চার রেড পান্ডা শাবকের পাহাড়িয়া, হিলি, ভিক্টরি ও ড্রিমি নামকরণ করেন। অন্যদিকে, ওই মাসেই জিম্বা নামে 13 বছরের স্নো-লেপার্ড এক জোড়া শাবকের জন্ম দেয়। এদিন মুখ্যমন্ত্রী ওই দুই শাবকের নামকরণ করেন চার্মিং ও ডার্লিং।

MAMATA BANERJEE IN DARJEELING
পাহাড় সফরের তৃতীয় দিনে মমতা (নিজস্ব ছবি)

এর আগে বেঙ্গল সাফারি পার্কের তিন রয়্যাল বেঙ্গল শাবকের নামকরণ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাদের নাম রেখেছিলেন কিকা, রিকা, ইকা। পরবর্তীতে ইকা মারা যায়। এমনকী ত্রিপুরার সিপাহিজালা চিড়িয়াখানা থেকে আনা সিংহ দম্পতিরও নামকরণ করেছিলেন মুখ্যমন্ত্রী। তাদের নাম রাখেন সুরজ ও তনয়া।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.