ETV Bharat / city

হয়তো বা শান্তিতে ঘুমাবো..মমতা বন্দ্যোপাধ্যায়ের "একদিন" - মমতা বন্দ্যোপাধ্যায় কবিতা

মমতা বন্দ্যোপাধ্যায় নতুন কবিতা পোস্ট করলেন টুইটারে ৷

মমতা
author img

By

Published : Aug 23, 2019, 10:45 PM IST

কলকাতা, 23 অগাস্ট : সাম্প্রতিক সামাজিক ও রাজনৈতিক নানা ঘটনার পরিপ্রেক্ষিতে ফের কলম ধরলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । একটি কবিতা লিখে আজ টুইটার ও ফেসবুকে পোস্ট করেন তিনি৷

কবিতার নাম "একদিন"। 19 লাইনের কবিতার ছত্রে ছত্রে রয়েছে প্রতিবাদের সুর । রয়েছে যুদ্ধ ও ঘৃণার বিরুদ্ধে সুতীব্র প্রতিরোধের ভাষা । আবার পৃথিবীতে যে একদিন শান্তি আসবে, ঘৃণা মুছে যাবে, এই কবিতায় সে কথাও জোর গলায় বলেছেন মমতা । তিনি লিখেছেন, নব সংস্কারের কথা ৷ লিখেছেন, শান্তি আসবে ৷ লিখেছেন, ''সন্ত্রাস বিদায় নেবেই ৷ লম্ফ-ঝম্ফ-দম্ভ যাবেই ৷''

এর আগে নোট বাতিল, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি ভাঙা সহ নানা ইশুতে একাধিকবার কলম ধরেছেন মুখ্যমন্ত্রী । লিখেছেন কবিতা ৷ এবার ফের কবিতা লিখলেন তিনি ৷ আশাপ্রকাশ করলেন শান্তিতে ঘুমানোর ৷

কলকাতা, 23 অগাস্ট : সাম্প্রতিক সামাজিক ও রাজনৈতিক নানা ঘটনার পরিপ্রেক্ষিতে ফের কলম ধরলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । একটি কবিতা লিখে আজ টুইটার ও ফেসবুকে পোস্ট করেন তিনি৷

কবিতার নাম "একদিন"। 19 লাইনের কবিতার ছত্রে ছত্রে রয়েছে প্রতিবাদের সুর । রয়েছে যুদ্ধ ও ঘৃণার বিরুদ্ধে সুতীব্র প্রতিরোধের ভাষা । আবার পৃথিবীতে যে একদিন শান্তি আসবে, ঘৃণা মুছে যাবে, এই কবিতায় সে কথাও জোর গলায় বলেছেন মমতা । তিনি লিখেছেন, নব সংস্কারের কথা ৷ লিখেছেন, শান্তি আসবে ৷ লিখেছেন, ''সন্ত্রাস বিদায় নেবেই ৷ লম্ফ-ঝম্ফ-দম্ভ যাবেই ৷''

এর আগে নোট বাতিল, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি ভাঙা সহ নানা ইশুতে একাধিকবার কলম ধরেছেন মুখ্যমন্ত্রী । লিখেছেন কবিতা ৷ এবার ফের কবিতা লিখলেন তিনি ৷ আশাপ্রকাশ করলেন শান্তিতে ঘুমানোর ৷

New Delhi, Aug 23 (ANI): Former prime minister and Congress leader Dr Manmohan Singh took oath as Rajya Sabha member from Rajasthan on August 23 in Delhi. Top Congress leaders Sonia Gandhi, Rahul, Ghulam Nabi Azad and Anand Sharma were among those, who were present during the oath taking ceremony in the chairman's chamber. The oath was administered by Rajya Sabha Chairman M Venkaiah Naidu. Singh returned to the Rajya Sabha after a brief gap since his retirement from the Upper House on June 14 this year.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.