ETV Bharat / city

Presidential Election 2022: মমতার সমর্থন যশবন্তের দিকেই, তবে দ্রৌপদী চাইলে দেখা করবেন মুখ্যমন্ত্রী - Mamata Banerjee on President Election

সোমবার মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, নীতির প্রশ্নে তিনি স্থির । তাই দ্রৌপদী মুর্মু নিয়ে তাঁর বক্তব্য যাই থাকুক না কেন, অবস্থান বদলাচ্ছেন না তিনি (Mamata Banerjee on President Election) ।

president election 2022
রাষ্ট্রপতি নির্বাচনে মমতার সমর্থন যশবন্তের দিকেই
author img

By

Published : Jul 4, 2022, 10:30 PM IST

কলকাতা, 4 জুলাই: জল্পনা ছিল এনডিএ'র রাষ্ট্রপতি পদপ্রার্থী দ্রৌপদী মুর্মু রাজ্যে এলে কী করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ? রথের দিন দ্রৌপদী মুর্মুকে নিয়ে প্রতিক্রিয়া দিয়ে জল্পনা তৈরি করেছিলেন তিনিই । তারপর থেকেই রাজনৈতিক মহলে জল্পনা চলছে দ্রৌপদী মুর্মু রাজ্যে এলে কী করবেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ সেক্ষেত্রে কি বিরোধী জোটের রাষ্ট্রপতি পদপ্রার্থী যশবন্ত সিনহার পাশ থেকে সরে যাবেন বাংলার মুখ্যমন্ত্রী!

রাজনৈতিক মহলের একাংশ মনে করছিল এটা মমতার জন্য এক প্রকার ধর্ম সংকট । কারণ রাষ্ট্রপতি নির্বাচনকে কেন্দ্র করে বিরোধীদের জোটবদ্ধ হওয়ার ক্ষেত্রে অন্যতম প্রধান ভূমিকায় ছিলেন বাংলার মুখ্যমন্ত্রী । অপরদিকে সামনেই পঞ্চায়েত নির্বাচন ৷ জঙ্গলমহল ও উত্তরবঙ্গের আদিবাসী ভোটের কথা ভেবে তৃণমূল সুপ্রিমো যশবন্ত সিনহার পাশ থেকে সরে যাবেন কি না, সেই প্রশ্নও উঠছিল ৷ কিন্তু এই সমস্ত জল্পনা নিজেই খারিজ করে দিলেন তৃণমূল সুপ্রিমো ৷

সোমবার মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, নীতির প্রশ্নে তিনি স্থির । তাই দ্রৌপদী মুর্মু নিয়ে তাঁর বক্তব্য যাই থাকুক না কেন, অবস্থান বদলাচ্ছেন না তিনি (Mamata Banerjee on President Election) । মমতার স্পষ্ট বক্তব্য, অবস্থান বদল করে বিরোধীদের বিশ্বাসভঙ্গের পাত্রী তিনি হবেন না । একই সঙ্গে তিনি এও জানিয়েছেন, দ্রৌপদী মুর্মু তাঁর সঙ্গে দেখা করতে চাইলে তিনি দেখাও করবেন ।

আরও পড়ুন: নির্মল বলেছিলেন মা সারদা আর বিশ্বজিৎ মমতার মধ্যে খুঁজে পেলেন রানি রাসমণিকে

প্রসঙ্গত, রথের দিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, বিজেপি'র তরফ থেকে আগে দ্রৌপদী মুর্মুর নাম নিয়ে আলোচনা হলে তিনি গোটা বিষয়টি বিরোধীদের সঙ্গে আলোচনা করতেন । এবং সেক্ষেত্রে সর্বসম্মতভাবে একজনকে প্রার্থী করা যেত । কিন্তু তা যখন হয়নি, তখন রাষ্ট্রপতি নির্বাচনে তাঁর সমর্থন বিরোধীদের সর্বসম্মত প্রার্থী যশবন্ত সিনহার দিকেই থাকবে ।

এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "আমরা কাস্ট পলিটিক্স চাই না । কিন্তু আগে জানালে ভেবে দেখা যেত । রাষ্ট্রপতি হল সর্বোচ্চ পদ । সেখানে সবাই একমত হয়ে একজনকে দাঁড় করালে ভালো হত ।" এদিকে বিজেপি সূত্রের খবর, তৃণমূল সুপ্রিমো তাঁকে নিয়ে প্রকাশ্যে বক্তব্য রাখার পর শুধু তৃণমূল নেত্রী নন, রাজ্যের শাসকদলের সাংসদ ও বিধায়কদের সঙ্গেও দেখা করতে পারেন রাষ্ট্রপতি পদপ্রার্থী দ্রৌপদী মুর্মু । এক্ষেত্রে তিনি তাঁদের কাছে সমর্থনও চাইতেও পারেন ।

কলকাতা, 4 জুলাই: জল্পনা ছিল এনডিএ'র রাষ্ট্রপতি পদপ্রার্থী দ্রৌপদী মুর্মু রাজ্যে এলে কী করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ? রথের দিন দ্রৌপদী মুর্মুকে নিয়ে প্রতিক্রিয়া দিয়ে জল্পনা তৈরি করেছিলেন তিনিই । তারপর থেকেই রাজনৈতিক মহলে জল্পনা চলছে দ্রৌপদী মুর্মু রাজ্যে এলে কী করবেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ সেক্ষেত্রে কি বিরোধী জোটের রাষ্ট্রপতি পদপ্রার্থী যশবন্ত সিনহার পাশ থেকে সরে যাবেন বাংলার মুখ্যমন্ত্রী!

রাজনৈতিক মহলের একাংশ মনে করছিল এটা মমতার জন্য এক প্রকার ধর্ম সংকট । কারণ রাষ্ট্রপতি নির্বাচনকে কেন্দ্র করে বিরোধীদের জোটবদ্ধ হওয়ার ক্ষেত্রে অন্যতম প্রধান ভূমিকায় ছিলেন বাংলার মুখ্যমন্ত্রী । অপরদিকে সামনেই পঞ্চায়েত নির্বাচন ৷ জঙ্গলমহল ও উত্তরবঙ্গের আদিবাসী ভোটের কথা ভেবে তৃণমূল সুপ্রিমো যশবন্ত সিনহার পাশ থেকে সরে যাবেন কি না, সেই প্রশ্নও উঠছিল ৷ কিন্তু এই সমস্ত জল্পনা নিজেই খারিজ করে দিলেন তৃণমূল সুপ্রিমো ৷

সোমবার মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, নীতির প্রশ্নে তিনি স্থির । তাই দ্রৌপদী মুর্মু নিয়ে তাঁর বক্তব্য যাই থাকুক না কেন, অবস্থান বদলাচ্ছেন না তিনি (Mamata Banerjee on President Election) । মমতার স্পষ্ট বক্তব্য, অবস্থান বদল করে বিরোধীদের বিশ্বাসভঙ্গের পাত্রী তিনি হবেন না । একই সঙ্গে তিনি এও জানিয়েছেন, দ্রৌপদী মুর্মু তাঁর সঙ্গে দেখা করতে চাইলে তিনি দেখাও করবেন ।

আরও পড়ুন: নির্মল বলেছিলেন মা সারদা আর বিশ্বজিৎ মমতার মধ্যে খুঁজে পেলেন রানি রাসমণিকে

প্রসঙ্গত, রথের দিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, বিজেপি'র তরফ থেকে আগে দ্রৌপদী মুর্মুর নাম নিয়ে আলোচনা হলে তিনি গোটা বিষয়টি বিরোধীদের সঙ্গে আলোচনা করতেন । এবং সেক্ষেত্রে সর্বসম্মতভাবে একজনকে প্রার্থী করা যেত । কিন্তু তা যখন হয়নি, তখন রাষ্ট্রপতি নির্বাচনে তাঁর সমর্থন বিরোধীদের সর্বসম্মত প্রার্থী যশবন্ত সিনহার দিকেই থাকবে ।

এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "আমরা কাস্ট পলিটিক্স চাই না । কিন্তু আগে জানালে ভেবে দেখা যেত । রাষ্ট্রপতি হল সর্বোচ্চ পদ । সেখানে সবাই একমত হয়ে একজনকে দাঁড় করালে ভালো হত ।" এদিকে বিজেপি সূত্রের খবর, তৃণমূল সুপ্রিমো তাঁকে নিয়ে প্রকাশ্যে বক্তব্য রাখার পর শুধু তৃণমূল নেত্রী নন, রাজ্যের শাসকদলের সাংসদ ও বিধায়কদের সঙ্গেও দেখা করতে পারেন রাষ্ট্রপতি পদপ্রার্থী দ্রৌপদী মুর্মু । এক্ষেত্রে তিনি তাঁদের কাছে সমর্থনও চাইতেও পারেন ।

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.