ETV Bharat / city

কোভ্যাকসিনের অনুমোদন পেতে অবিলম্বে পদক্ষেপ করুন, মোদিকে চিঠি মমতার

কোভ্যাকসিন (Covaxin) নিয়ে মানুষ যে সমস্যায় পড়েছেন, তা মেটাতে অবিলম্বে পদক্ষেপ করার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় (Mamata Banerjee) চিঠি দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Narendra Modi) ৷

mamata banerjee sends letter to pm narendra modi for taking immediate steps over covaxin confusion
কোভ্যাক্সিনের অনুমোদন পেতে অবিলম্বে পদক্ষেপ করুন, মোদিকে চিঠি মমতার
author img

By

Published : Jun 24, 2021, 5:58 PM IST

কলকাতা, 24 জুন : কোভ্যাকসিন (Covaxin) নিয়ে দেশজুড়ে মানুষের মধ্যে যে ধন্ধ তৈরি হয়েছে, তা কাটাতে এ বার আসরে নামলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় (Mamata Banerjee) ৷ তিনি এ ব্যাপারে চিঠি দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Narendra Modi) ৷ কোভ্যাকসিন বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুমোদিত না-হওয়ায়, বিদেশে এই টিকাকে মান্যতা দেওয়া হচ্ছে না ৷ ফলে সমস্যায় পড়ছেন বহু ছাত্র ও ব্যবসায়ী থেকে শুরু করে সাধারণ মানুষ ৷ সেই সমস্যা কাটাতে অবিলম্বে পদক্ষেপ করার জন্য মোদির কাছে আর্জি জানিয়েছেন তিনি ৷

ভারত বায়োটেকের তৈরি কোভ্যাকসিন এখনও বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) অনুমোদন পায়নি ৷ তবে দেশে বর্তমানে যে তিনটি করোনা টিকা দেওয়া হচ্ছে, তার মধ্যে একটি হল এই কোভ্যাকসিন ৷ আমেরিকা-সহ বিভিন্ন দেশে এই টিকাকে মান্যতা দেওয়া হচ্ছে না ৷ এ দেশ থেকে কোভ্যাকসিন নিয়ে যাওয়া পড়ুয়ারা মার্কিন শিক্ষা প্রতিষ্ঠানে যখন পড়তে যাচ্ছেন, তখন তাঁদের আবার টিকা নিতে বলা হচ্ছে ৷ শুধু ছাত্রছাত্রীরাই নন, ব্যবসায়ী ও অন্যান্য ক্ষেত্রের মানুষজনকেও কোভ্যাকসিন নিয়ে বিদেশে গেলে এই একই সমস্যায় পড়তে হচ্ছে ৷ ফলে এই টিকা নিয়ে মানুষের মধ্যে প্রবল ধন্ধ তৈরি হয়েছে ৷

আরও পড়ুন: কোভ্যাকসিন প্রধানমন্ত্রীর মাথা থেকে আবিষ্কার হয়েছে : মমতা

গতকালই কোভ্যাকসিন সংক্রান্ত এই সমস্যা নিয়ে সরব হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ অবিলম্বে এই সমস্যার সমাধান করা উচিত বলে মত প্রকাশ করেন তিনি ৷ সে কথা বলতে গিয়েই মমতা বলেন, "কোভ্যাকসিন যেটা প্রধানমন্ত্রীর মাথা থেকে আবিষ্কার হয়েছে, যেটা নিয়ে ব্রাজিল, বাংলাদেশের সঙ্গেও সমস্যা চলছে, সেটা অবিলম্বে মেটাতে পদক্ষেপ করা উচিত কেন্দ্রের ৷"

আরও পড়ুন : Mamata Banerjee : বঙ্গে দ্রুত উপ-নির্বাচনের দাবিতে সরব মুখ্যমন্ত্রী

এ বার আরও একধাপ এগিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে এ ব্যাপারে চিঠি পাঠালেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তিনি সে কথা জানিয়ে আজ বলেন, "কোভ্যাকসিন অনেকেই নিয়েছেন ৷ যাঁরা নিয়েছেন, তাঁদের অনেকে বিদেশে পড়াশোনা করতে যাবেন বলে ভাবছেন, কিন্তু তাঁরা যেতে পারছেন না ৷ এখানকার শংসাপত্র বিদেশে মানা হচ্ছে না ৷ কারণ কোভ্যাকসিন হু-এর অনুমোদিত নয় ৷ গোটা দেশের ছাত্র-যুবরা এই সমস্যার সম্মুখীন হয়েছে ৷ সমস্যায় পড়েছেন সাধারণ মানুষ ৷ হু যাতে এই টিকাকে অবিলম্বে অনুমোদন দেয়, সেই ব্যবস্থা নেওয়া উচিত কেন্দ্রের ৷ কোভ্যাকসিনকে যদি অনুমোদন দেওয়া না হয়, তাহলে বিকল্প কোনও ব্যবস্থা নিতে হবে ৷"

কলকাতা, 24 জুন : কোভ্যাকসিন (Covaxin) নিয়ে দেশজুড়ে মানুষের মধ্যে যে ধন্ধ তৈরি হয়েছে, তা কাটাতে এ বার আসরে নামলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় (Mamata Banerjee) ৷ তিনি এ ব্যাপারে চিঠি দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Narendra Modi) ৷ কোভ্যাকসিন বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুমোদিত না-হওয়ায়, বিদেশে এই টিকাকে মান্যতা দেওয়া হচ্ছে না ৷ ফলে সমস্যায় পড়ছেন বহু ছাত্র ও ব্যবসায়ী থেকে শুরু করে সাধারণ মানুষ ৷ সেই সমস্যা কাটাতে অবিলম্বে পদক্ষেপ করার জন্য মোদির কাছে আর্জি জানিয়েছেন তিনি ৷

ভারত বায়োটেকের তৈরি কোভ্যাকসিন এখনও বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) অনুমোদন পায়নি ৷ তবে দেশে বর্তমানে যে তিনটি করোনা টিকা দেওয়া হচ্ছে, তার মধ্যে একটি হল এই কোভ্যাকসিন ৷ আমেরিকা-সহ বিভিন্ন দেশে এই টিকাকে মান্যতা দেওয়া হচ্ছে না ৷ এ দেশ থেকে কোভ্যাকসিন নিয়ে যাওয়া পড়ুয়ারা মার্কিন শিক্ষা প্রতিষ্ঠানে যখন পড়তে যাচ্ছেন, তখন তাঁদের আবার টিকা নিতে বলা হচ্ছে ৷ শুধু ছাত্রছাত্রীরাই নন, ব্যবসায়ী ও অন্যান্য ক্ষেত্রের মানুষজনকেও কোভ্যাকসিন নিয়ে বিদেশে গেলে এই একই সমস্যায় পড়তে হচ্ছে ৷ ফলে এই টিকা নিয়ে মানুষের মধ্যে প্রবল ধন্ধ তৈরি হয়েছে ৷

আরও পড়ুন: কোভ্যাকসিন প্রধানমন্ত্রীর মাথা থেকে আবিষ্কার হয়েছে : মমতা

গতকালই কোভ্যাকসিন সংক্রান্ত এই সমস্যা নিয়ে সরব হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ অবিলম্বে এই সমস্যার সমাধান করা উচিত বলে মত প্রকাশ করেন তিনি ৷ সে কথা বলতে গিয়েই মমতা বলেন, "কোভ্যাকসিন যেটা প্রধানমন্ত্রীর মাথা থেকে আবিষ্কার হয়েছে, যেটা নিয়ে ব্রাজিল, বাংলাদেশের সঙ্গেও সমস্যা চলছে, সেটা অবিলম্বে মেটাতে পদক্ষেপ করা উচিত কেন্দ্রের ৷"

আরও পড়ুন : Mamata Banerjee : বঙ্গে দ্রুত উপ-নির্বাচনের দাবিতে সরব মুখ্যমন্ত্রী

এ বার আরও একধাপ এগিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে এ ব্যাপারে চিঠি পাঠালেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তিনি সে কথা জানিয়ে আজ বলেন, "কোভ্যাকসিন অনেকেই নিয়েছেন ৷ যাঁরা নিয়েছেন, তাঁদের অনেকে বিদেশে পড়াশোনা করতে যাবেন বলে ভাবছেন, কিন্তু তাঁরা যেতে পারছেন না ৷ এখানকার শংসাপত্র বিদেশে মানা হচ্ছে না ৷ কারণ কোভ্যাকসিন হু-এর অনুমোদিত নয় ৷ গোটা দেশের ছাত্র-যুবরা এই সমস্যার সম্মুখীন হয়েছে ৷ সমস্যায় পড়েছেন সাধারণ মানুষ ৷ হু যাতে এই টিকাকে অবিলম্বে অনুমোদন দেয়, সেই ব্যবস্থা নেওয়া উচিত কেন্দ্রের ৷ কোভ্যাকসিনকে যদি অনুমোদন দেওয়া না হয়, তাহলে বিকল্প কোনও ব্যবস্থা নিতে হবে ৷"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.