ETV Bharat / city

Mamata-Mukul : পিএসি চেয়ারম্যান হিসাবে মুকুলকেই সমর্থন মমতার - শুভেন্দু অধিকারী

পাবলিক অ্যাকাউন্টস কমিটির সদস্য হিসেবে মনোনয়ন দিয়েছেন মুকুল রায় ৷ তাঁকেই ওই কমিটির চেয়ারম্যান করা হতে পারে বলে ইঙ্গিত দিলেন মমতা ৷ আগামী 16 জুলাই এই নিয়ে শুনানি ডেকেছেন স্পিকার ৷

mamata-banerjee-hints-that-mukul-roy-will-be-chairman-of-public-accounts-committee
Mamamta-Mukul : পিএসি চেয়ারম্যান হিসাবে মুকুলকেই সমর্থন মমতার
author img

By

Published : Jun 24, 2021, 7:02 PM IST

Updated : Jun 24, 2021, 7:33 PM IST

কলকাতা, 24 জুন : পাবলিক অ্যাকাউন্টস কমিটি (Public Accounts Committee) বা পিএসি চেয়ারম্যান হতে চলেছেন মুকুল রায়ই (Mukul Roy) । রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) কথায় অন্তত তেমন ইঙ্গিত মিলেছে । এদিন মন্ত্রিসভার বৈঠক শেষে সাংবাদিক সম্মেলনে মুকুল রায়ের পক্ষেই সওয়াল করেন মমতা বন্দ্যোপাধ্যায় । পাশাপাশি তিনি এও জানান, পিএসি চেয়ারম্যান নিয়ে শেষ কথা বলবেন অধ্যক্ষই । তবে এই পদে ভোটাভুটি হলে তৃণমূল তাঁকে সমর্থন করবে ।

তিনি জানান, এখনও মুকুল রায় বিজেপি (BJP) পার্টির বিধায়ক । তাঁকে পিএসি চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য গোর্খা জনমুক্তি মোর্চা (GJM) সমর্থন করেছে । এই অবস্থায় ভোটাভুটি হলে তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) তাঁকে সমর্থন জানাবে । বিরোধী দলের আপত্তি থাকলেও মুকুলকেই তৃণমূল সমর্থন দেবে বলে বৃহস্পতিবার নবান্নে সাফ জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী । একই সঙ্গে তাঁর হুঁশিয়ারি, আসুক না কার কত শক্তি দেখে নিক না ।

আরও পড়ুন : Mukul Roy : শংকর-মানসের কায়দায় কি পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান পদে মুকুল ?

এদিকে মুখ্যমন্ত্রীর এই ঘোষণার কিছুক্ষণের মধ্যেই নবান্নে এসে উপস্থিত হন বিজেপি ত্যাগী কৃষ্ণনগর উত্তরের বিধায়ক মুকুল রায় । তিনি দলত্যাগের পর এদিনই প্রথম নবান্নে পা রাখেন । সেখান থেকে সরাসরি মুখ্যমন্ত্রীর ঘরে চলে যান । এরপর তাঁদের মধ্যে প্রায় আধ ঘণ্টা বৈঠক হয় । বৈঠক শেষে মুখ্যমন্ত্রী বা মুকুল রায় কেউই সাংবাদিকদের মুখোমুখি হননি । তবে রাজনৈতিক মহলের ধারণা পিএসি চেয়ারম্যান নিয়ে বৈঠকের জন্যই এদিন হয়তো নবান্নে এসেছিলেন মুকুল । এক্ষেত্রে দলনেত্রীর সঙ্গে গোটা বিষয়টি নিয়ে আলোচনা হয় তাঁর ।

অন্যদিকে, পিএসি চেয়ারম্যান পদে মুকুল রায়ের মনোনয়নের পরই এই নিয়ে সরব হয়েছে বিজেপি । এদিকে মুকুল রায়ের মনোনয়ন বাতিলের দাবিতে এ দিন বিধানসভার অধ্যক্ষকে চিঠি দিয়েছে বিজেপির পরিষদীয় দল । তাদের বক্তব্য, বিধানসভার নথি অনুযায়ী মুকুল রায় এখনও বিজেপির বিধায়ক । তাঁর নাম প্রস্তাব করেনি বিজেপি । তাহলে কোন যুক্তিতে মুকুলের মনোনয়ন গ্রহণ করা হবে ?

আরও পড়ুন : মুকুলের বিধায়ক পদ খারিজের দাবিতে স্পিকারকে বিজেপির চিঠি

গতকালই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) দাবি করছিলেন, 16 জুলাই মুকুলের পিএসি-র সদস্যপদ নিয়ে বিধানসভায় শুনানি ডেকেছেন স্পিকার । সেখানে তিনি নিজে উপস্থিত থাকবেন । তাতেও কাজ না হলেও নির্দিষ্ট সময় পর তিনি আদালতের দ্বারস্থ হবেন । কিছুটা তাচ্ছিল্যের সুরেই শুভেন্দু বলেছেন, ‘‘যিনি বিধায়কই থাকবেন না, তিনি পিএসি-র চেয়ারম্যান হবেন কী করে ?’’ এখন দেখার গোটা পর্ব সামলে শেষ পর্যন্ত মুকুল রায় পিএসি চেয়ারম্যান হিসাবে নির্বাচিত হন কি না !

কলকাতা, 24 জুন : পাবলিক অ্যাকাউন্টস কমিটি (Public Accounts Committee) বা পিএসি চেয়ারম্যান হতে চলেছেন মুকুল রায়ই (Mukul Roy) । রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) কথায় অন্তত তেমন ইঙ্গিত মিলেছে । এদিন মন্ত্রিসভার বৈঠক শেষে সাংবাদিক সম্মেলনে মুকুল রায়ের পক্ষেই সওয়াল করেন মমতা বন্দ্যোপাধ্যায় । পাশাপাশি তিনি এও জানান, পিএসি চেয়ারম্যান নিয়ে শেষ কথা বলবেন অধ্যক্ষই । তবে এই পদে ভোটাভুটি হলে তৃণমূল তাঁকে সমর্থন করবে ।

তিনি জানান, এখনও মুকুল রায় বিজেপি (BJP) পার্টির বিধায়ক । তাঁকে পিএসি চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য গোর্খা জনমুক্তি মোর্চা (GJM) সমর্থন করেছে । এই অবস্থায় ভোটাভুটি হলে তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) তাঁকে সমর্থন জানাবে । বিরোধী দলের আপত্তি থাকলেও মুকুলকেই তৃণমূল সমর্থন দেবে বলে বৃহস্পতিবার নবান্নে সাফ জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী । একই সঙ্গে তাঁর হুঁশিয়ারি, আসুক না কার কত শক্তি দেখে নিক না ।

আরও পড়ুন : Mukul Roy : শংকর-মানসের কায়দায় কি পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান পদে মুকুল ?

এদিকে মুখ্যমন্ত্রীর এই ঘোষণার কিছুক্ষণের মধ্যেই নবান্নে এসে উপস্থিত হন বিজেপি ত্যাগী কৃষ্ণনগর উত্তরের বিধায়ক মুকুল রায় । তিনি দলত্যাগের পর এদিনই প্রথম নবান্নে পা রাখেন । সেখান থেকে সরাসরি মুখ্যমন্ত্রীর ঘরে চলে যান । এরপর তাঁদের মধ্যে প্রায় আধ ঘণ্টা বৈঠক হয় । বৈঠক শেষে মুখ্যমন্ত্রী বা মুকুল রায় কেউই সাংবাদিকদের মুখোমুখি হননি । তবে রাজনৈতিক মহলের ধারণা পিএসি চেয়ারম্যান নিয়ে বৈঠকের জন্যই এদিন হয়তো নবান্নে এসেছিলেন মুকুল । এক্ষেত্রে দলনেত্রীর সঙ্গে গোটা বিষয়টি নিয়ে আলোচনা হয় তাঁর ।

অন্যদিকে, পিএসি চেয়ারম্যান পদে মুকুল রায়ের মনোনয়নের পরই এই নিয়ে সরব হয়েছে বিজেপি । এদিকে মুকুল রায়ের মনোনয়ন বাতিলের দাবিতে এ দিন বিধানসভার অধ্যক্ষকে চিঠি দিয়েছে বিজেপির পরিষদীয় দল । তাদের বক্তব্য, বিধানসভার নথি অনুযায়ী মুকুল রায় এখনও বিজেপির বিধায়ক । তাঁর নাম প্রস্তাব করেনি বিজেপি । তাহলে কোন যুক্তিতে মুকুলের মনোনয়ন গ্রহণ করা হবে ?

আরও পড়ুন : মুকুলের বিধায়ক পদ খারিজের দাবিতে স্পিকারকে বিজেপির চিঠি

গতকালই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) দাবি করছিলেন, 16 জুলাই মুকুলের পিএসি-র সদস্যপদ নিয়ে বিধানসভায় শুনানি ডেকেছেন স্পিকার । সেখানে তিনি নিজে উপস্থিত থাকবেন । তাতেও কাজ না হলেও নির্দিষ্ট সময় পর তিনি আদালতের দ্বারস্থ হবেন । কিছুটা তাচ্ছিল্যের সুরেই শুভেন্দু বলেছেন, ‘‘যিনি বিধায়কই থাকবেন না, তিনি পিএসি-র চেয়ারম্যান হবেন কী করে ?’’ এখন দেখার গোটা পর্ব সামলে শেষ পর্যন্ত মুকুল রায় পিএসি চেয়ারম্যান হিসাবে নির্বাচিত হন কি না !

Last Updated : Jun 24, 2021, 7:33 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.