কলকাতা, 19 নভেম্বর : টানা কৃষক আন্দোলন এবং বিরোধীদের প্রবল চাপের মুখে অবশেষে পিছু হটল মোদি সরকার । শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) ঘোষণা করেছেন, তাঁর সরকারের আনা তিনটি কৃষক বিল প্রত্যাহার করা হবে । মূলত একে কৃষকদের জয় বলে অভিহিত করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) । যে কঠিন লড়াই তাঁরা করেছেন তার জন্য তাঁদের শুভেচ্ছাও জানিয়েছেন ৷ এদিন সকালে টুইটে মমতা তাঁদের শুভেচ্ছা জানানোর পাশাপাশি এই লড়াইয়ে যাঁরা প্রাণ হারিয়েছেন তাঁদের শ্রদ্ধাও জানিয়েছেন ৷
এদিনের টুইটে মমতা লিখেছেন, "বিজেপি কৃষকদের প্রতি নৃশংস । কিন্তু তার বিরুদ্ধে যে সমস্ত কৃষক নিরন্তর লড়াই চালিয়ে গিয়েছেন তাঁদের প্রত্যেককে আমার হার্দিক অভিনন্দন । এটা আপনাদের জয় । এই লড়াইয়ে যাঁরা প্রাণ হারিয়েছেন তাঁদের প্রতি আমার শ্রদ্ধা ।"
মোদি আইন প্রত্যাহারের ঘোষণা করতেই একে গণতন্ত্রের জয় বলে মন্তব্য করেছেন দমদমের সাংসদ সৌগত রায় (Saugata Roy) । বলেন, "এই আইন প্রত্যাহার আসলে দেশের গণতন্ত্রের জয় ।" তাঁর কথায়, "দিল্লি সীমানায় গত বছর থেকে আন্দেলন চালিয়ে যাচ্ছেন কৃষকরা । বিজেপি সেই আন্দোলন ভাঙার অনেক চেষ্টা করেছিল । কিন্তু পারেনি । এটাই গণতান্ত্রিক শক্তি ।" একইসঙ্গে তিনি একথাও জানাতে ভোলেননি যে, তৃণমূল কংগ্রেস প্রথম দিন থেকেই কৃষক আন্দোলনের পাশেই ছিল । সংসদের অন্দরে কৃষকের হয়ে সওয়াল করার জন্য তাদের দলের উপর নেমে এসেছিল শাস্তির খাঁড়া । তাই এই জয় তাঁদেরও । এমনিতেই নির্বাচনের বছর, কেন্দ্রের এই সিদ্ধান্তকে নির্বাচনমুখী বলে কটাক্ষ করেছেন তিনি । সৌগতর মত, "সামনে পাঁচ রাজ্যে নির্বাচন রয়েছে । নির্বাচনে ভরাডুবির ভয়েই বিতর্কিত কৃষি আইন প্রত্যাহার করলেন মোদি । সাংসদের অধিবেশনে বিক্ষোভ এড়াতেই আগেভাগে এই ঘোষণা করা হল ।"
তৃণমূলের রাজ্যসভার সাংসদ দোলা সেন বলেন, "এই জয় কোনও সন্দেহ নেই সেই সমস্ত কৃষকদের যাঁরা আন্দোলনে প্রাণ দিয়েছেন । আপনাদের বলে বোঝাতে পারব না এই ঘটনা কতটা আনন্দের ৷ আমরা কৃষক পরিবারের কাছে গিয়ে কথা দিয়ে এসেছিলাম ৷ এই আইন প্রত্যাহার না হওয়া পর্যন্ত আমরা তাদের হয়ে লড়াই করব । ভাল লাগছে কারণ আমরা সেই কথা রাখতে পেরেছি ।"
-
My heartfelt congratulations to every single farmer who fought relentlessly and were not fazed by the cruelty with which @BJP4India treated you. This is YOUR VICTORY!
— Mamata Banerjee (@MamataOfficial) November 19, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
My deepest condolences to everyone who lost their loved ones in this fight.#FarmLaws
">My heartfelt congratulations to every single farmer who fought relentlessly and were not fazed by the cruelty with which @BJP4India treated you. This is YOUR VICTORY!
— Mamata Banerjee (@MamataOfficial) November 19, 2021
My deepest condolences to everyone who lost their loved ones in this fight.#FarmLawsMy heartfelt congratulations to every single farmer who fought relentlessly and were not fazed by the cruelty with which @BJP4India treated you. This is YOUR VICTORY!
— Mamata Banerjee (@MamataOfficial) November 19, 2021
My deepest condolences to everyone who lost their loved ones in this fight.#FarmLaws
প্রধানমন্ত্রীর ঘোষণার পর টুইটে তাঁকে খোঁচা দিয়েছেন রাজ্যসভায় তৃণমূল কংগ্রেসের দলনেতা ডেরেক ও'ব্রায়েন (Derek O'Brien) । তিনি লিখেছেন, "অহংকারের হার । অতিরিক্ত গর্ব থেকে ভূপতিত ।" সংসদের বাইরে তৃণমূলের সাংসদদের ধরনার একটি ছবি তুলে ধরে তৃণমূল কংগ্রেসের কৃষকদের পক্ষে লড়াইয়ের কথা স্মরণ করিয়ে দিয়েছেন তিনি ।
তৃণমূলের অপর সাংসদ সুখেন্দশেখর রায় (Sukhendu Sekhar Roy) বলেছেন, "আসন্ন পাঁচ রাজ্যের নির্বাচনের কথা ভেবেই এই সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী । বিজেপি হারতে চলেছে তা বুঝতে পেরেই এই সিদ্ধান্ত । দেরিতে হলেও বোধহয় ।"
তৃণমূলের অন্যতম মুখপাত্র তাপস রায় (Tapas Roy) বলছেন, "বিজেপি ভোটের আগে আগে একরকম, ভোট এলে আরেক রকম । তারা যা ভুল করে, ভোটের সময় তা শুধরে নেওয়ার চেষ্টা করে । কিন্তু মানুষ এত বোকা নয় । তাই যেভাবে কৃষকদের উপর হামলা করে, তাদের উপর দিয়ে গাড়ি চালিয়ে দিয়ে, আজ আইন প্রত্যাহারের কথা বলছেন তাকে বোধোদয় বললে ভুল হবে । বরং এই সিদ্ধান্ত ভোটের কথা ভেবে । তবে এভাবে বিজেপি সরকারকে বাঁচানো যাবে না ।"
আরও পড়ুন : Farm Laws : তিন বিতর্কিত কৃষি আইন প্রত্যাহারের ঘোষণা মোদির