ETV Bharat / city

কথা রাখলেন মমতা, কৃষকবন্ধু প্রকল্পের ভাতা বেড়ে হল 10 হাজার - Farmer

কেন্দ্রের বিজেপি সরকারের কৃষকদের জন্য আনা প্রকল্প রাজ্য না চালু করে আগেভাগেই কৃষকদের কথা ভেবে এই প্রকল্প নিয়ে আসেন মমতা বন্দ্যোপাধ্যায় ।

কথা রাখলেন মমতা, কৃষকবন্ধু প্রকল্পের ভাতা বেড়ে হল 10 হাজার
কথা রাখলেন মমতা, কৃষকবন্ধু প্রকল্পের ভাতা বেড়ে হল 10 হাজার
author img

By

Published : Jun 10, 2021, 7:06 PM IST

কলকাতা, 10 জুন : নির্বাচনী ইস্তাহারে রাজ্যের মানুষকে দেওয়া কথা রাখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । রাজ্যের কৃষক বন্ধু প্রকল্পের ভাতা 6 হাজার টাকা থেকে বাড়িয়ে 10 হাজার টাকা করল রাজ্য সরকার । বৃহস্পতিবার নবান্নে মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে খবর ।

রাজ্য সরকারের 'কৃষকবন্ধু' প্রকল্পে বছরে 6 হাজার টাকা করে আর্থিক সাহায্য পান কৃষকরা । পাশাপাশি, 18 থেকে 60 বছর পর্যন্ত কোনও কৃষক মারা গেলে পরিবারকে 2 লক্ষ টাকা আর্থিক সাহায্য করে সরকার । এছাড়াও শস্যবিমা যোজনার 100 শতাংশ টাকাই দেয় রাজ্য । বার্ষিক এই 6 হাজারই বাড়িয়ে এবার 10 হাজার করল রাজ্য সরকার । রাজ্য সরকারের সিদ্ধান্তে স্বভাবতই খুশি কৃষকমহল ।

কেন্দ্রের বিজেপি সরকারের কৃষকদের জন্য আনা প্রকল্প রাজ্য না চালু করে আগেভাগেই কৃষকদের কথা ভেবে এই প্রকল্প নিয়ে আসেন মমতা বন্দ্যোপাধ্যায় । ভোটের আগে যদিও 'পিএম কিষাণ সম্মাননিধি' না লাগু করার জন্য মোদি-শাহ কড়া ভাষায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বারবারে আক্রমণ করেন । তৃতীয়বার সরকারে এসেই মুখ্যমন্ত্রী ঘোষণা করেন রাজ্যের 'কৃষকবন্ধু' চলবে, এরই সঙ্গে চলবে কেন্দ্রের প্রকল্প । সেই মর্মে কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমর ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি দেন মমতা । তারপরেই বকেয়া তিনবছরের টাকা-সহ রাজ্যে চালু হয়েছে কেন্দ্রের প্রকল্প ।

আরও পড়ুন : পিএসির চেয়ারম্যান পদে শাসক দলের বিধায়ক ? শুরু জল্পনা

তবে কেন্দ্রের দেওয়া বার্ষিক 6 হাজার টাকা আর রাজ্যের দেওয়া 10 হাজার টাকা । তাই কৃষকদরদী মমতার এই প্রকল্পের জন্য উপকৃত হন কৃষকেরা । বিশেষ করে ষাটোর্ধ্ব কৃষকদের পেনশন ও মৃত্যু হলে এককালীন আর্থিক সাহায্যে রয়েছে 'কৃষকবন্ধু' প্রকল্পে । জানা গিয়েছে, এবার থেকে রাজ্যের 'কৃষকবন্ধু' টাকা কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি যাবে ৷

কলকাতা, 10 জুন : নির্বাচনী ইস্তাহারে রাজ্যের মানুষকে দেওয়া কথা রাখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । রাজ্যের কৃষক বন্ধু প্রকল্পের ভাতা 6 হাজার টাকা থেকে বাড়িয়ে 10 হাজার টাকা করল রাজ্য সরকার । বৃহস্পতিবার নবান্নে মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে খবর ।

রাজ্য সরকারের 'কৃষকবন্ধু' প্রকল্পে বছরে 6 হাজার টাকা করে আর্থিক সাহায্য পান কৃষকরা । পাশাপাশি, 18 থেকে 60 বছর পর্যন্ত কোনও কৃষক মারা গেলে পরিবারকে 2 লক্ষ টাকা আর্থিক সাহায্য করে সরকার । এছাড়াও শস্যবিমা যোজনার 100 শতাংশ টাকাই দেয় রাজ্য । বার্ষিক এই 6 হাজারই বাড়িয়ে এবার 10 হাজার করল রাজ্য সরকার । রাজ্য সরকারের সিদ্ধান্তে স্বভাবতই খুশি কৃষকমহল ।

কেন্দ্রের বিজেপি সরকারের কৃষকদের জন্য আনা প্রকল্প রাজ্য না চালু করে আগেভাগেই কৃষকদের কথা ভেবে এই প্রকল্প নিয়ে আসেন মমতা বন্দ্যোপাধ্যায় । ভোটের আগে যদিও 'পিএম কিষাণ সম্মাননিধি' না লাগু করার জন্য মোদি-শাহ কড়া ভাষায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বারবারে আক্রমণ করেন । তৃতীয়বার সরকারে এসেই মুখ্যমন্ত্রী ঘোষণা করেন রাজ্যের 'কৃষকবন্ধু' চলবে, এরই সঙ্গে চলবে কেন্দ্রের প্রকল্প । সেই মর্মে কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমর ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি দেন মমতা । তারপরেই বকেয়া তিনবছরের টাকা-সহ রাজ্যে চালু হয়েছে কেন্দ্রের প্রকল্প ।

আরও পড়ুন : পিএসির চেয়ারম্যান পদে শাসক দলের বিধায়ক ? শুরু জল্পনা

তবে কেন্দ্রের দেওয়া বার্ষিক 6 হাজার টাকা আর রাজ্যের দেওয়া 10 হাজার টাকা । তাই কৃষকদরদী মমতার এই প্রকল্পের জন্য উপকৃত হন কৃষকেরা । বিশেষ করে ষাটোর্ধ্ব কৃষকদের পেনশন ও মৃত্যু হলে এককালীন আর্থিক সাহায্যে রয়েছে 'কৃষকবন্ধু' প্রকল্পে । জানা গিয়েছে, এবার থেকে রাজ্যের 'কৃষকবন্ধু' টাকা কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি যাবে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.