ETV Bharat / city

"কোনওদিন খালি হাতে ফেরাননি", প্রণব মুখোপাধ্যায়ের মৃত্যুতে ময়দানে শোকের ছায়া - প্রণব মুখোপাধ্যায়

ইস্টবেঙ্গলের আজীবন সদস্য ছিলেন প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় । তাঁর মৃত্যুতে ময়দানে নেমে এসেছে শোকের ছায়া ৷

ছবি
ছবি
author img

By

Published : Sep 1, 2020, 12:59 PM IST

কলকাতা, 1 সেপ্টেম্বর : ইস্টবেঙ্গলের আজীবন সদস্য ছিলেন প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় । 2009 সালে তাঁকে ক্লাবের আজীবন সদস্যপদ দেওয়া হয় । সেই বছর 1 অগাস্ট ক্লাবের জন্মদিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিতও ছিলেন তিনি । কেক কেটে উদযাপন করেছিলেন লাল-হলুদের জন্মদিন । শুধু তাই নয়, নিরাপত্তার বেষ্টনী সরিয়ে সেবছরের সমস্ত পুরস্কার প্রাপকদের সঙ্গে সময় কাটিয়ে ছিলেন । সদস্যপদ পেয়ে আপ্লুত প্রণববাবু তাঁর চোখে দেখা ভারতীয় ফুটবল এবং তাতে ইস্টবেঙ্গলের অবদানের কথা স্মরণ করেছিলেন ।

ইস্টবেঙ্গলের শীর্ষকর্তা দেবব্রত সরকার বলেন, "ক্লাবের যে কোনও দরকারে সাহায্য করতেন । কোনও দিন খালি হাতে ফেরাননি ৷" মোহনবাগানের অর্থ সচিব দেবাশিস দত্ত বলেন, "ক্লাবের 125 বছর উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ওনাকে আমন্ত্রণ জানাতে গিয়েছিলাম । ওই সময় প্রণববাবু দেশের রাষ্ট্রপতি ছিলেন । সেই সময় তিনি আসার ব্যাপারে লিখিত অনুমতি দিয়েছিলেন । কিন্তু আসতে পারেননি । ওনার বাড়িতে পয়তাল্লিশ মিনিট কথা বলেছিলাম। অনেক স্মৃতির কথা জানিয়েছিলেন । আমি সরাসরি ওনাকে জিজ্ঞাসা করেছিলাম আপনি কোন দলের সমর্থক । তখন বলেছিলেন, খেলাধূলা বিশেষ দেখেননি । তবে নিজে যেহেতু বীরভূমের মানুষ, মোহনবাগান ক্লাবের সঙ্গে স্বাধীনতা সংগ্রামের সম্পর্ক আছে তাই একটা টান রয়েছে । আমরা ওই বছর ওনাকে সান্মানিক সদস্যপদ দিয়েছিলাম । ওনার মৃত্যুতে আমরা সকলেই শোকাহত । আত্মার চিরশান্তি কামনা করি ৷"

নবনির্মিত ময়দানের কাস্টমস টেন্টের উদ্বোধনে এসে লেসলি ক্লডিয়াসের খেলা দেখার কথা বলেছিলেন প্রণববাবু ৷ CAB প্রেসিডেন্ট অভিষেক ডালমিয়া বলেন,"তাঁর মৃত্যুতে তৈরি হওয়া শূন্যতা পুরণ হওয়া কঠিন । প্রবাদপ্রতিম প্রশাসক, প্রকৃত স্টেটসম্যানশিপের মুর্ত প্রতীক প্রণব মুখোপাধ্যায় একজন ক্রীড়াপ্রেমী মানুষ ছিলেন । প্রতিরক্ষা মন্ত্রী থাকাকালীন CAB-কে সবরকম সাহায্য করেছিলেন । প্রয়াত বোর্ড প্রেসিডেন্ট জগমোহন ডালমিয়ার সঙ্গে ছিল মধুর সম্পর্ক । সুষ্ঠুভাবে কার্য সম্পাদনে যে কোনও দরকারে সাহায্য করতেন । তাই তার প্রয়াণ বড় ক্ষতি।"

কলকাতা, 1 সেপ্টেম্বর : ইস্টবেঙ্গলের আজীবন সদস্য ছিলেন প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় । 2009 সালে তাঁকে ক্লাবের আজীবন সদস্যপদ দেওয়া হয় । সেই বছর 1 অগাস্ট ক্লাবের জন্মদিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিতও ছিলেন তিনি । কেক কেটে উদযাপন করেছিলেন লাল-হলুদের জন্মদিন । শুধু তাই নয়, নিরাপত্তার বেষ্টনী সরিয়ে সেবছরের সমস্ত পুরস্কার প্রাপকদের সঙ্গে সময় কাটিয়ে ছিলেন । সদস্যপদ পেয়ে আপ্লুত প্রণববাবু তাঁর চোখে দেখা ভারতীয় ফুটবল এবং তাতে ইস্টবেঙ্গলের অবদানের কথা স্মরণ করেছিলেন ।

ইস্টবেঙ্গলের শীর্ষকর্তা দেবব্রত সরকার বলেন, "ক্লাবের যে কোনও দরকারে সাহায্য করতেন । কোনও দিন খালি হাতে ফেরাননি ৷" মোহনবাগানের অর্থ সচিব দেবাশিস দত্ত বলেন, "ক্লাবের 125 বছর উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ওনাকে আমন্ত্রণ জানাতে গিয়েছিলাম । ওই সময় প্রণববাবু দেশের রাষ্ট্রপতি ছিলেন । সেই সময় তিনি আসার ব্যাপারে লিখিত অনুমতি দিয়েছিলেন । কিন্তু আসতে পারেননি । ওনার বাড়িতে পয়তাল্লিশ মিনিট কথা বলেছিলাম। অনেক স্মৃতির কথা জানিয়েছিলেন । আমি সরাসরি ওনাকে জিজ্ঞাসা করেছিলাম আপনি কোন দলের সমর্থক । তখন বলেছিলেন, খেলাধূলা বিশেষ দেখেননি । তবে নিজে যেহেতু বীরভূমের মানুষ, মোহনবাগান ক্লাবের সঙ্গে স্বাধীনতা সংগ্রামের সম্পর্ক আছে তাই একটা টান রয়েছে । আমরা ওই বছর ওনাকে সান্মানিক সদস্যপদ দিয়েছিলাম । ওনার মৃত্যুতে আমরা সকলেই শোকাহত । আত্মার চিরশান্তি কামনা করি ৷"

নবনির্মিত ময়দানের কাস্টমস টেন্টের উদ্বোধনে এসে লেসলি ক্লডিয়াসের খেলা দেখার কথা বলেছিলেন প্রণববাবু ৷ CAB প্রেসিডেন্ট অভিষেক ডালমিয়া বলেন,"তাঁর মৃত্যুতে তৈরি হওয়া শূন্যতা পুরণ হওয়া কঠিন । প্রবাদপ্রতিম প্রশাসক, প্রকৃত স্টেটসম্যানশিপের মুর্ত প্রতীক প্রণব মুখোপাধ্যায় একজন ক্রীড়াপ্রেমী মানুষ ছিলেন । প্রতিরক্ষা মন্ত্রী থাকাকালীন CAB-কে সবরকম সাহায্য করেছিলেন । প্রয়াত বোর্ড প্রেসিডেন্ট জগমোহন ডালমিয়ার সঙ্গে ছিল মধুর সম্পর্ক । সুষ্ঠুভাবে কার্য সম্পাদনে যে কোনও দরকারে সাহায্য করতেন । তাই তার প্রয়াণ বড় ক্ষতি।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.