কলকাতা, 8 সেপ্টেম্বর : তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় (Mamata Banerjee) মঞ্চ থেকে তাঁর খোঁজ নেওয়ার পরই কি ভোল পালটালেন কামারহাটির বিধায়ক মদন মিত্র (Madan Mitra) ! বৃহস্পতিবার কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) বিশেষ অধিবেশন শেষ হওয়ার পরই উঠল এই প্রশ্ন ?
রাজনৈতিক মহল বলছে যে প্রশ্ন ওঠার সঙ্গত কারণও রয়েছে ৷ সম্প্রতি মদন মিত্র বলেছিলেন, ‘‘আমি দীর্ঘদিন পদ আঁকড়ে বসে থাকার লোক নই । তাই আমার লক্ষ্য আপাতত 2026 ।’’ তখনই তাঁর অবসরের বিষয় নিয়ে জল্পনা ছড়ায় ৷ যা শুনে তিনি এদিন বললেন, ‘‘যা বলার বলব দলের অন্দরেই ।’’
প্রসঙ্গত, দিনকয়েক আগে বরানগরের বিধায়ক তৃণমূলের তাপস রায়ের মুখ থেকে অবসর সংক্রান্ত একটা জল্পনার কথা শোনা গিয়েছিল । পরে সেই তালিকায় যুক্ত হয়েছে মদন মিত্রের নাম ৷ সম্প্রতি তিনি বলেছিলেন, ‘‘সবাইকেই তো কোনও না কোনও দিন সরে যেতে হবে । কিন্তু ফর্ম থাকতে থাকতেই সরে যাওয়া ভালো । আমি দীর্ঘদিন পদ আঁকড়ে বসে থাকার লোক নই । তাই আমার লক্ষ্য আপাতত 2026 ।’’
এর পর তাঁর সংযোজন ছিল, ‘‘তারপরে কি হবে ? তা এখনো ভাবিনি । আমার মনে হয় সকলেরই নতুনকে জায়গা করে দেওয়ার কথা ভাবা উচিত ।’’ তিনি এও বলেন, ‘‘আমি বিধানসভায় গিয়ে অনেককেই বলতে শুনেছি, 11 বারের বিধায়ক । সেসব শুনলে খারাপ লাগে । সেটা না করে ছেলে বা নাতির বয়সী কাউকে সুযোগ দিলে ভালো হয় ।’’
সঙ্গে স্বভাবসিদ্ধ ভঙ্গিতে অনুপম রায়ের বিখ্যাত গানের অনুকরণে বলেছিলেন, ‘‘নিজেকে গুটিয়ে নিয়েছেন নিজের মতো করে, যেটা না পাওয়ার সেটা না পাওয়ারই থাক ।’’
এর পরই মদন মিত্রের অবসরের জল্পনা ছড়ায়৷ আর এই জল্পনার মধ্যেই বৃহস্পতিবার শুরু হয় তৃণমূলের বিশেষ অধিবেশন ৷ সেখানে উপস্থিত ছিলেন মদন মিত্র ৷ এদিন আবার বক্তৃতার শুরুতেই তাঁর নাম করেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ দলের নেতার নাম উল্লেখ করার সময় তৃণমূল নেত্রী বলেন, ‘‘ভেবেছিলাম প্রথমেই এসে ধরব মদন এসেছে কি না ! ও উঠে দাঁড়াল বলে একবার আমি দেখলাম যে না না ও এসেছে ৷ কারণ, আমি দেখছিলাম কে কে এসেছে ৷ আর কে কে আসেনি ৷’’
নেত্রীর মুখে এই কথা শোনার পর সভা শেষে মদন মিত্র বয়ান বদল করে বলেন, ‘‘যা বলার বলব দলের অন্দরেই ।’’ রাজনৈতিক মহলের প্রশ্ন মমতা বন্দ্যোপাধ্যায় খোঁজ নিতেই কি চুপ হয়ে গেলেন মদন মিত্র ?
আরও পড়ুন : তিন হাজার কোটির মূর্তি দোষের নয়, দুর্গাপুজোর অনুদানে দোষ ! প্রশ্ন অভিষেকের