ETV Bharat / city

লকডাউনের 13 দিন : রাজ্যে আক্রান্তের সংখ্যা 80 - কলকাতা

lockdown
lockdown
author img

By

Published : Apr 6, 2020, 10:18 AM IST

Updated : Apr 6, 2020, 9:02 PM IST

20:57 April 06

lockdown
সোডিয়াম হাইড্রোক্লোরাইড ছড়াচ্ছে পৌরনিগম
  • দুর্গাপুরের বাজার ও জনবহুল এলাকগুলিকে জীবাণুমুক্ত করতে সোডিয়াম হাইড্রোক্লোরাইড ছড়াচ্ছে পৌরনিগম ও দমকলকর্মীরা ৷

20:55 April 06

lockdown
তৈরি হচ্ছে আইসোলেশন কামরা
  • হাওড়ার টিকিয়াপাড়া ও লিলুয়া কারশেডে তৈরি হচ্ছে আইসোলেশন কামরা ৷

20:54 April 06

  • পূর্ব বর্ধমানের গলসিতে গাছ বোমা ফেটে কোয়ারান্টাইন সেন্টারে আহত কিশোর ৷

20:53 April 06

lockdown
সময় কাটাতে ছোটো সদস্যদের হাতে লুডো বোর্ড
  • 300 টি পরিবারের হাতে খাদ্য সামগ্রী তুলে দেন নারী ও শিশু কল্যাণ মন্ত্রী শশী পাঁজা, সেই সঙ্গে বাড়ির ছোটো সদস্যদের হাতে লুডো বোর্ড তুলে দেন তিনি ৷

20:52 April 06

lockdown
স্থানান্তরিত করতে হবে কোয়ারান্টাইন সেন্টার
  • লোকালয় থেকে কোয়ারান্টাইন সেন্টার অন্যত্র সরানোর দাবিতে উত্তাল জঙ্গলমহলের সারেঙ্গা

15:32 April 06

  • দুর্গাপুরের বাজার ও জনবহুল এলাকগুলিকে জীবাণুমুক্ত করতে সোডিয়াম হাইড্রোক্লোরাইড ছড়াচ্ছে পৌরনিগম ও দমকলকর্মীরা ৷

14:11 April 06

lockdown
পথে নামলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ
  • সাধারণ মানুষের মধ্যে সামাজিক সচেতনতা বাড়াতে এবার পথে নামলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ ।

14:10 April 06

lockdown
চিড়িয়াখানায় কোরোনা আতঙ্ক
  • আলিপুর চিড়িয়াখানায় কোরোনা আতঙ্ক৷ পশুপাখিদের উপর বাড়াতি নজরদারি চালাবে চিড়িয়াখানা কর্তৃপক্ষ । বিশেষ করে বাঘেদের উপর। চলবে নিময় মাফিক পরীক্ষা ৷

14:09 April 06

lockdown
বাড়িতেই BJP-র 40তম প্রতিষ্ঠা দিবস পালন
  • লকডাউনের মাঝেই বাড়িতে BJP-র 40তম প্রতিষ্ঠা দিবস পালন করলেন BJP-র কেন্দ্রীয় সম্পাদক রাহুল সিনহা ৷

12:38 April 06

  • কাল রাতে শব্দবাজি ও একজোট হওয়ায় কলকাতায় 98 জনকে গ্রেপ্তার করল পুলিশ ৷

12:38 April 06

lockdown
মাছ কিনতে ভিড় বাজারে
  • দক্ষিণ 24 পরগনা উস্তি থানার হটুগঞ্জ বাজারে মাছ কিনতে ভিড় করেছেন মানুষ ৷

12:37 April 06

  • বালুরঘাটে কোরোনা নিয়ে সোশাল মিডিয়ায় ভুয়ো পোস্ট করায় গ্রেপ্তার ব্যবসায়ী ৷

12:36 April 06

lockdown
ঝাড়েশ্বরের মন্দিরের গাজন উৎসব বাতিল
  • পশ্চিম মেদিনীপুরে কোরোনার জেরে বাতিল ঝাড়েশ্বরের মন্দিরের গাজন উৎসব ৷

12:17 April 06

lockdown
চলছে জড়কদমে কাজ
  • 17টি কোচকে আইসোলেশন ওয়ার্ডে পরিনত করার কাজ চলছে মালদা রেলওয়ে ডিভিশনে লোকোশেডে ।

12:09 April 06

lockdown
রাষ্ট্রায়াত্ত ব্যাঙ্কে লাইন
  • সামাজিক দূরত্ব ছাড়াই বাঁকুড়ার লালবাজারে রাষ্ট্রায়াত্ত ব্যাঙ্কে লাইন ।

11:47 April 06

lockdown
বন্ধ দোকান-পাট
  • কাঁচরাপাড়ায় বন্ধ দোকান-পাট, সুনসান রাস্তা ৷

11:43 April 06

lockdown
ফাঁকা বাস
  • লকডাউন : ফাঁকা হালিশহরের স্টেশন রোড, খালি বাসস্ট্যান্ড চত্বর ৷

11:33 April 06

lockdown
চেনা বিটি রোডের অচেনা ছবি
  • সপ্তাহের শুরুতে চেনা বিটি রোডের অচেনা ছবি।  ব্যতিক্রম নয় ডানলপ মোড়।  ফাঁকা রাস্তায় গাড়ির স্পিড মিটারে নিয়ন্ত্রণ রাখতে বসানো হয়েছে গার্ডরেল।

11:08 April 06

lockdown
সচেতন করতে দেওয়াল লিখন
  • কোরোনা ভাইরাসের সংক্রমণ রুখতে, মানুষকে সচেতন করতে নদিয়ার শান্তিপুরে জেলা BJP-র পক্ষ থেকে দেওয়াল লিখন ৷

10:52 April 06

lockdown
আবেদনপত্র জমা দিতে ভিড়
  • রায়গঞ্জে উজালা গ্যাস প্রকল্পে নাম অর্ন্তভূক্ত করতে আবেদনপত্র জমা দেওয়ার ভিড় সাধারণ মানুষের ।

09:56 April 06

lockdown : westbengal live update

  • কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া শেষ রিপোর্ট অনুসারে রাজ্যে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 80 ৷

20:57 April 06

lockdown
সোডিয়াম হাইড্রোক্লোরাইড ছড়াচ্ছে পৌরনিগম
  • দুর্গাপুরের বাজার ও জনবহুল এলাকগুলিকে জীবাণুমুক্ত করতে সোডিয়াম হাইড্রোক্লোরাইড ছড়াচ্ছে পৌরনিগম ও দমকলকর্মীরা ৷

20:55 April 06

lockdown
তৈরি হচ্ছে আইসোলেশন কামরা
  • হাওড়ার টিকিয়াপাড়া ও লিলুয়া কারশেডে তৈরি হচ্ছে আইসোলেশন কামরা ৷

20:54 April 06

  • পূর্ব বর্ধমানের গলসিতে গাছ বোমা ফেটে কোয়ারান্টাইন সেন্টারে আহত কিশোর ৷

20:53 April 06

lockdown
সময় কাটাতে ছোটো সদস্যদের হাতে লুডো বোর্ড
  • 300 টি পরিবারের হাতে খাদ্য সামগ্রী তুলে দেন নারী ও শিশু কল্যাণ মন্ত্রী শশী পাঁজা, সেই সঙ্গে বাড়ির ছোটো সদস্যদের হাতে লুডো বোর্ড তুলে দেন তিনি ৷

20:52 April 06

lockdown
স্থানান্তরিত করতে হবে কোয়ারান্টাইন সেন্টার
  • লোকালয় থেকে কোয়ারান্টাইন সেন্টার অন্যত্র সরানোর দাবিতে উত্তাল জঙ্গলমহলের সারেঙ্গা

15:32 April 06

  • দুর্গাপুরের বাজার ও জনবহুল এলাকগুলিকে জীবাণুমুক্ত করতে সোডিয়াম হাইড্রোক্লোরাইড ছড়াচ্ছে পৌরনিগম ও দমকলকর্মীরা ৷

14:11 April 06

lockdown
পথে নামলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ
  • সাধারণ মানুষের মধ্যে সামাজিক সচেতনতা বাড়াতে এবার পথে নামলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ ।

14:10 April 06

lockdown
চিড়িয়াখানায় কোরোনা আতঙ্ক
  • আলিপুর চিড়িয়াখানায় কোরোনা আতঙ্ক৷ পশুপাখিদের উপর বাড়াতি নজরদারি চালাবে চিড়িয়াখানা কর্তৃপক্ষ । বিশেষ করে বাঘেদের উপর। চলবে নিময় মাফিক পরীক্ষা ৷

14:09 April 06

lockdown
বাড়িতেই BJP-র 40তম প্রতিষ্ঠা দিবস পালন
  • লকডাউনের মাঝেই বাড়িতে BJP-র 40তম প্রতিষ্ঠা দিবস পালন করলেন BJP-র কেন্দ্রীয় সম্পাদক রাহুল সিনহা ৷

12:38 April 06

  • কাল রাতে শব্দবাজি ও একজোট হওয়ায় কলকাতায় 98 জনকে গ্রেপ্তার করল পুলিশ ৷

12:38 April 06

lockdown
মাছ কিনতে ভিড় বাজারে
  • দক্ষিণ 24 পরগনা উস্তি থানার হটুগঞ্জ বাজারে মাছ কিনতে ভিড় করেছেন মানুষ ৷

12:37 April 06

  • বালুরঘাটে কোরোনা নিয়ে সোশাল মিডিয়ায় ভুয়ো পোস্ট করায় গ্রেপ্তার ব্যবসায়ী ৷

12:36 April 06

lockdown
ঝাড়েশ্বরের মন্দিরের গাজন উৎসব বাতিল
  • পশ্চিম মেদিনীপুরে কোরোনার জেরে বাতিল ঝাড়েশ্বরের মন্দিরের গাজন উৎসব ৷

12:17 April 06

lockdown
চলছে জড়কদমে কাজ
  • 17টি কোচকে আইসোলেশন ওয়ার্ডে পরিনত করার কাজ চলছে মালদা রেলওয়ে ডিভিশনে লোকোশেডে ।

12:09 April 06

lockdown
রাষ্ট্রায়াত্ত ব্যাঙ্কে লাইন
  • সামাজিক দূরত্ব ছাড়াই বাঁকুড়ার লালবাজারে রাষ্ট্রায়াত্ত ব্যাঙ্কে লাইন ।

11:47 April 06

lockdown
বন্ধ দোকান-পাট
  • কাঁচরাপাড়ায় বন্ধ দোকান-পাট, সুনসান রাস্তা ৷

11:43 April 06

lockdown
ফাঁকা বাস
  • লকডাউন : ফাঁকা হালিশহরের স্টেশন রোড, খালি বাসস্ট্যান্ড চত্বর ৷

11:33 April 06

lockdown
চেনা বিটি রোডের অচেনা ছবি
  • সপ্তাহের শুরুতে চেনা বিটি রোডের অচেনা ছবি।  ব্যতিক্রম নয় ডানলপ মোড়।  ফাঁকা রাস্তায় গাড়ির স্পিড মিটারে নিয়ন্ত্রণ রাখতে বসানো হয়েছে গার্ডরেল।

11:08 April 06

lockdown
সচেতন করতে দেওয়াল লিখন
  • কোরোনা ভাইরাসের সংক্রমণ রুখতে, মানুষকে সচেতন করতে নদিয়ার শান্তিপুরে জেলা BJP-র পক্ষ থেকে দেওয়াল লিখন ৷

10:52 April 06

lockdown
আবেদনপত্র জমা দিতে ভিড়
  • রায়গঞ্জে উজালা গ্যাস প্রকল্পে নাম অর্ন্তভূক্ত করতে আবেদনপত্র জমা দেওয়ার ভিড় সাধারণ মানুষের ।

09:56 April 06

lockdown : westbengal live update

  • কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া শেষ রিপোর্ট অনুসারে রাজ্যে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 80 ৷
Last Updated : Apr 6, 2020, 9:02 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.