ETV Bharat / city

ওড়িশার মতোই বাংলায় মাস্ক পরা আবশ‍্যক ? সিদ্ধান্ত নেবে নবান্ন - নবান্ন

চিকিৎসকরা জানাচ্ছেন, সুস্থ বা অসুস্থ, সকলেরই মাস্ক পরা উচিত। এদিকে ওড়িশা প্রশাসন সে রাজ্যে মাস্ক পরা আবশ‍্যক করেছে ইতিমধ্যে। এবার বাংলাতেও আবশ্যিক হতে চলেছে মাস্ক পরা।

wearing mask is must in Bengal
নবান্ন
author img

By

Published : Apr 7, 2020, 6:41 PM IST

কলকাতা, ৭ এপ্রিল : কোরোনা সংক্রমণ রুখতে এবারে ওড়িশার পথে হাঁটতে চলেছে রাজ্য। ইতিমধ্যে সে রাজ্যের নাগিরকদের জন্য মাস্ক পরা আবশ্যক করার সিদ্ধান্ত নিয়েছে ওড়িশা সরকার। নবান্ন সূত্রে খবর, বাংলার মানুষের জন্যও একইরকম সিদ্ধান্ত নিতে চলেছে নবান্ন। শুরু হয়েছে জোর তৎপরতাও।

আগামী বৃহস্পতিবার থেকে ওড়িশার সমস্ত সাধারণ মানুষের জন্য মাস্ক পরা আবশ্যক ঘোষণা করেছে নবীন পটনায়েক সরকার। অন্যদিকে চিকিৎসকরাও জানাচ্ছেন, সকলের জন্যই মাস্ক পরা বাধ্যতামূলক। এতে সংক্রমণের অশঙ্কা কমবে বলেই মত তাঁদের। এদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার মাস্কের দাবি জানিয়েছেন কেন্দ্রীয় সরকারের কাছে। 5 লাখ মাস্কের দাবি জানিয়েছিলেন তিনি। তবে রাজ‍্যকে মাত্র 10 হাজার মাস্ক দেওয়া হয়েছে বলে দাবি করেন মুখ্যমন্ত্রী। যদিও পর্যাপ্ত N95 মাস্ক না থাকলেও যেভাবেই হোক বারবার সাধারণ মানুষকে মুখ ঢাকার বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। এমনকী নিজেও কাপড় দিয়ে তৈরি করা মাস্ক পরছেন বলে জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

এদিকে দেশে ও রাজ্যে সংক্রমণের সংখ্যা বাড়ন্ত। এমত অবস্থায় সাধারণ মানুষ যাতে নিয়ম করে মুখ ঢাকার ব্যবস্থা করে তার জন্যই মাস্ক পরাকে আবশ‍্যক করার ভাবনাচিন্তা শুরু করেছে রাজ্য সরকার। এই বিষয়ে ওড়িশা সরকারের বিজ্ঞপ্তি জারি হওয়ার পরেই তৎপরতা শুরু করল নবান্ন।

ওড়িশার মতোই সর্বসাধারণের জন্য মাস্ক পরার নির্দেশিকা কার্যকর করতে দফায় দফায় চলছে আলোচনা। দ্রুত সিদ্ধান্ত হতে পারে বলেই খবর নবান্ন সূত্রে।

কলকাতা, ৭ এপ্রিল : কোরোনা সংক্রমণ রুখতে এবারে ওড়িশার পথে হাঁটতে চলেছে রাজ্য। ইতিমধ্যে সে রাজ্যের নাগিরকদের জন্য মাস্ক পরা আবশ্যক করার সিদ্ধান্ত নিয়েছে ওড়িশা সরকার। নবান্ন সূত্রে খবর, বাংলার মানুষের জন্যও একইরকম সিদ্ধান্ত নিতে চলেছে নবান্ন। শুরু হয়েছে জোর তৎপরতাও।

আগামী বৃহস্পতিবার থেকে ওড়িশার সমস্ত সাধারণ মানুষের জন্য মাস্ক পরা আবশ্যক ঘোষণা করেছে নবীন পটনায়েক সরকার। অন্যদিকে চিকিৎসকরাও জানাচ্ছেন, সকলের জন্যই মাস্ক পরা বাধ্যতামূলক। এতে সংক্রমণের অশঙ্কা কমবে বলেই মত তাঁদের। এদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার মাস্কের দাবি জানিয়েছেন কেন্দ্রীয় সরকারের কাছে। 5 লাখ মাস্কের দাবি জানিয়েছিলেন তিনি। তবে রাজ‍্যকে মাত্র 10 হাজার মাস্ক দেওয়া হয়েছে বলে দাবি করেন মুখ্যমন্ত্রী। যদিও পর্যাপ্ত N95 মাস্ক না থাকলেও যেভাবেই হোক বারবার সাধারণ মানুষকে মুখ ঢাকার বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। এমনকী নিজেও কাপড় দিয়ে তৈরি করা মাস্ক পরছেন বলে জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

এদিকে দেশে ও রাজ্যে সংক্রমণের সংখ্যা বাড়ন্ত। এমত অবস্থায় সাধারণ মানুষ যাতে নিয়ম করে মুখ ঢাকার ব্যবস্থা করে তার জন্যই মাস্ক পরাকে আবশ‍্যক করার ভাবনাচিন্তা শুরু করেছে রাজ্য সরকার। এই বিষয়ে ওড়িশা সরকারের বিজ্ঞপ্তি জারি হওয়ার পরেই তৎপরতা শুরু করল নবান্ন।

ওড়িশার মতোই সর্বসাধারণের জন্য মাস্ক পরার নির্দেশিকা কার্যকর করতে দফায় দফায় চলছে আলোচনা। দ্রুত সিদ্ধান্ত হতে পারে বলেই খবর নবান্ন সূত্রে।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.