ETV Bharat / city

"200 নয়, আগে 20টি আসন পাক BJP", অমিত শাহকে কটাক্ষ পার্থ-র - Partha Chatterjee slams Amit Shah

অমিত শাহ গতকাল BJP-কে যে 200-র বেশি আসনের লক্ষ্যমাত্রা দিয়ে গেছেন, তাঁর প্রেক্ষিতে আজ তৃণমূলের মহাসচিব বললেন, "আগে 20 টা আসন পাক, তারপরে 200 টা আসনের কথা ভাববে ।"

পার্থ চট্টোপাধ্যায়
পার্থ চট্টোপাধ্যায়
author img

By

Published : Nov 7, 2020, 6:34 PM IST

Updated : Nov 7, 2020, 6:55 PM IST

কলকাতা, 7 নভেম্বর : 2021-এর বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বাংলা সফরে এসে অমিত শাহ বঙ্গ BJP-কে আসন জয়ের লক্ষ্যমাত্রা দিয়ে গেছেন । আর এই নিয়েই কটাক্ষ করেছেন তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় । বললেন, "আগে 20 টা আসন পাক, তারপরে 200 টা আসনের কথা ভাববে ।"

আগামী বছর মে মাসে BJP বাংলা দখল করবে বলে রাজ্য সফরে এসে দলীয় কর্মীদের চাঙ্গা করে গেছেন অমিত শাহ । 200 আসন জয়ের লক্ষ্যমাত্রার কথাও বলেছেন তিনি । যাকে কেন্দ্র করে রীতিমতো চাপে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস । তবে অমিত শাহ-র এই বক্তব্য নিয়ে ছেড়ে কথা বলতে নারাজ শাসক শিবির ।

কী বললেন পার্থ চট্টোপাধ্যায় ?

আজ তপসিয়ার তৃণমূল ভবনে দলীয় কর্মসূচিতে মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় BJP-র এই লক্ষ্যমাত্রাকে দিবাস্বপ্ন বলে উল্লেখ করেন । তিনি কটাক্ষের সুরে বলেন, "এই সব নিয়ে আমাদের ভাবার দরকার নেই । অনেকেই তো দিবাস্বপ্ন দেখেন । স্বপ্ন দেখতেই পারেন । আগে 20 টা আসন পাক । তারপর 200 টা আসনের কথা ভাববে ।"

অমিত শাহ-র চ্যালেঞ্জকে পালটা দিয়ে তৃণমূল কংগ্রেসের মহাসচিব বার্তা দিলেন, 2021-এর বিধানসভা ভোট নিয়ে তাঁরা ভাবিত নন ।

কলকাতা, 7 নভেম্বর : 2021-এর বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বাংলা সফরে এসে অমিত শাহ বঙ্গ BJP-কে আসন জয়ের লক্ষ্যমাত্রা দিয়ে গেছেন । আর এই নিয়েই কটাক্ষ করেছেন তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় । বললেন, "আগে 20 টা আসন পাক, তারপরে 200 টা আসনের কথা ভাববে ।"

আগামী বছর মে মাসে BJP বাংলা দখল করবে বলে রাজ্য সফরে এসে দলীয় কর্মীদের চাঙ্গা করে গেছেন অমিত শাহ । 200 আসন জয়ের লক্ষ্যমাত্রার কথাও বলেছেন তিনি । যাকে কেন্দ্র করে রীতিমতো চাপে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস । তবে অমিত শাহ-র এই বক্তব্য নিয়ে ছেড়ে কথা বলতে নারাজ শাসক শিবির ।

কী বললেন পার্থ চট্টোপাধ্যায় ?

আজ তপসিয়ার তৃণমূল ভবনে দলীয় কর্মসূচিতে মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় BJP-র এই লক্ষ্যমাত্রাকে দিবাস্বপ্ন বলে উল্লেখ করেন । তিনি কটাক্ষের সুরে বলেন, "এই সব নিয়ে আমাদের ভাবার দরকার নেই । অনেকেই তো দিবাস্বপ্ন দেখেন । স্বপ্ন দেখতেই পারেন । আগে 20 টা আসন পাক । তারপর 200 টা আসনের কথা ভাববে ।"

অমিত শাহ-র চ্যালেঞ্জকে পালটা দিয়ে তৃণমূল কংগ্রেসের মহাসচিব বার্তা দিলেন, 2021-এর বিধানসভা ভোট নিয়ে তাঁরা ভাবিত নন ।

Last Updated : Nov 7, 2020, 6:55 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.