ETV Bharat / city

KMC Elections 2021 : স্টিয়ারিং বাঁদিকে ঘুরিয়ে তিলোত্তমা বাঁচানোর ডাক বামেদের

আসন্ন কলকাতা পৌরসভা নির্বাচন ৷ গত শুক্রবার অর্থাৎ 26 নভেম্বরই প্রকাশ করা হয়েছিল রেজোলিউশন পোস্টার ৷ এদিন আনুষ্ঠানিক ইস্তাহার সামনে এল বামেদের (Left Front Manifesto for KMC Elections 2021) ৷ রয়েছে একগুচ্ছ আশ্বাস ৷ শহরবাসীকে স্টিয়ারিং বাঁদিকে ঘুরিয়ে দেওয়ার ডাক ৷

KMC VOTE 2021
বামেদের নির্বাচনী ইস্তাহার
author img

By

Published : Dec 3, 2021, 11:10 PM IST

Updated : Dec 7, 2021, 2:39 PM IST

কলকাতা, 3 ডিসেম্বর : শিয়রে কলকাতা পৌরসভা নির্বাচন (Kolkata Corporation Election 2021) ৷ 19 ডিসেম্বর রয়েছে সেই মহারণ ৷ কোমর বেঁধে নেমেছে বামফ্রন্ট ৷ এক সপ্তাহ আগেই প্রকাশ করা হয়েছে রেজোলিউশন পোস্টার ৷ প্রচার পোস্টারের সফটকপি এখন ঘুরেছে লোকের মোবাইলে মোবাইলে ৷ তা থেকে আগেই পাওয়া গিয়েছে একগুচ্ছ আশ্বাস ৷ জানা গিয়েছে উঠোনে পাঠশালার কথা ৷ তারপর ফের শুক্রবার স্টিয়ারিং বাঁদিকে ঘুরিয়ে শহর বাঁচানোর ডাক এল বামেদের নির্বাচনী ইস্তাহার (Left unveils manifesto) থেকে ৷

গত 10 বছরে তিলোত্তমাকে ক্রমশ গ্রাস করেছে ভয়াবহ উপক্ষয়, দাবি লাল শিবিরের ৷ অভিযোগ, গত দশ বছরে প্রায় পঞ্চাশ হাজার গাছ কেটে ফেলা হয়েছে ৷ দূষিত শহরের তালিকায় কলকাতা রয়েছে প্রথম সারিতে ৷ ভরাট হচ্ছে জলাশয় ৷ সেই জমিতেই মাথা তুলছে নিত্যনতুন ইমারত ৷ বেআইনি বহুতলে ভরেছে শহর ৷

কলকাতা পৌরসভার আইনি ব্যবস্থা নিয়েও তোলা হয়েছে প্রশ্ন ৷ 28 হাজার পদ শূন্য থাকার পরও অস্থায়ী কর্মী নিয়ে কাজ চালাচ্ছে পৌরকর্তৃপক্ষ বলে অভিযোগ তোলা হয়েছে এই নির্বাচনী ইস্তাহারে ৷ নিন্দা, ইদানীং কলকাতা মানেই অস্থায়ী, ঠিকা কাজের আস্তানা ৷ স্থায়ী কাজের খোঁজে ভিনরাজ্যে পাড়ি দেওয়া সন্তানরা বৃদ্ধ বাবা-মায়ের দেখভালে ফোন করেন রেড ভলান্টিয়ারদের ৷ আগামী প্রজন্ম ক্রমশ ছেড়ে যাচ্ছে এই শহর ৷ প্যানডেমিক পরিস্থিতি পেরিয়েও সুস্থভাবে বাঁচার স্বপ্ন দেখতে দিন বদলের ডাক দেওয়া বামেদের ইস্তাহারে তাই স্টিয়ারিং বাঁদিকে ঘুরিয়ে দেওয়ার ডাক মানুষকে ৷

গত শুক্রবারই জানা গিয়েছে শ্রমিকের শেল্টার, কাজের কলকাতা, গ্রিন অ্যাডমিন বা ফিট কলকাতার কথা ৷ এদিন ইস্তাহারের আনুষ্ঠানিক প্রকাশের পর জানা গেল লালদুর্গের সর্বোপরি প্রচার পরিকল্পনা ৷ শাসকের বিরুদ্ধে তারা অস্ত্র হিসাবে তুলে নিয়েছে শহরের দূষণ, জল জমার সমস্যা, কাটমানির অভিযোগ, বৃক্ষছেদন, জলাশয় ভরাট, বেআইনি নির্মাণ ৷

পাঁচ টাকার বিনিময়ে পাওয়া যাবে এই নির্বাচনী ইস্তাহার ৷ তৃণমূলের পাল্টা দুয়ারে সরকারের পাল্টা উঠোনে পাঠশালায় স্কুলছুটদের শিক্ষা সম্পূর্ণ করা বা প্রতিকল্পে প্রতি বন্ধকতাযুক্ত মানুষদের জন্য সহজগম্যতার সুব্যবস্থার আশ্বাস অথবা বনস্পতি প্রকল্পে বয়স্কদের জন্য ভলান্টিয়ারদের সাহায্যের পাশাপাশি আরও কিছু প্রতিশ্রুতি দেওয়া হয়েছে ওই ইস্তাহারে ৷

সেগুলি হল-

১৯৮০-এর পৌর আইন অনুসারে সমস্ত ওয়ার্ডে পুনরায় ওয়ার্ড কমিটি তৈরি হবে ।

বস্তি উন্নয়নকে অগ্রাধিকার দেওয়া হবে ।

'এক ব্যক্তি এক পদ' নীতি অনুসরণ করে সর্বক্ষণের মেয়র ও মেয়র পরিষদে

নেতৃত্ব নির্বাচন । মেয়রের হাতে 10-12টি গুরুত্বপূর্ণ দফতর না রেখে ক্ষমতার

বিকেন্দ্রীকরণ করা হবে ।

গরিব, নিম্নবিত্ত মানুষদের পৌরকর, ট্রেড লাইসেন্স, বিভিন্ন পরিষেবা প্রদান,

বিদ্যুতের বিলের ক্ষেত্রে যতটা সম্ভব ছাড় ও ভর্তুকি দেওয়া হবে ।

নিকাশি ব্যবস্থার আধুনিকীকরণ ৷

মা ও শিশুদের স্বাস্থ্য, সার্বিক স্বাস্থ্য, স্বনিযুক্তি কর্ম প্রকল্প, স্বল্প সঞ্চয় গ্রুপ ইত্যাদি প্রকল্প পুনরায় গুরুত্ব সহকারে শুরু করা হবে ।

শহরে সবুজ বাড়ানো হবে ৷ বাড়ির ছাদে বৃষ্টির জল ধরে রাখা-সহ আরও বেশ কিছু প্রকল্প প্রণয়নের আশ্বাস দেওয়া হয়েছে ৷

আরও পড়ুন : Kolkata Corporation Election 2021 : তৃণমূলের দুয়ারে সরকারের পাল্টা এবার বামফ্রন্টের 'উঠোনে পাঠশালা'

কলকাতা, 3 ডিসেম্বর : শিয়রে কলকাতা পৌরসভা নির্বাচন (Kolkata Corporation Election 2021) ৷ 19 ডিসেম্বর রয়েছে সেই মহারণ ৷ কোমর বেঁধে নেমেছে বামফ্রন্ট ৷ এক সপ্তাহ আগেই প্রকাশ করা হয়েছে রেজোলিউশন পোস্টার ৷ প্রচার পোস্টারের সফটকপি এখন ঘুরেছে লোকের মোবাইলে মোবাইলে ৷ তা থেকে আগেই পাওয়া গিয়েছে একগুচ্ছ আশ্বাস ৷ জানা গিয়েছে উঠোনে পাঠশালার কথা ৷ তারপর ফের শুক্রবার স্টিয়ারিং বাঁদিকে ঘুরিয়ে শহর বাঁচানোর ডাক এল বামেদের নির্বাচনী ইস্তাহার (Left unveils manifesto) থেকে ৷

গত 10 বছরে তিলোত্তমাকে ক্রমশ গ্রাস করেছে ভয়াবহ উপক্ষয়, দাবি লাল শিবিরের ৷ অভিযোগ, গত দশ বছরে প্রায় পঞ্চাশ হাজার গাছ কেটে ফেলা হয়েছে ৷ দূষিত শহরের তালিকায় কলকাতা রয়েছে প্রথম সারিতে ৷ ভরাট হচ্ছে জলাশয় ৷ সেই জমিতেই মাথা তুলছে নিত্যনতুন ইমারত ৷ বেআইনি বহুতলে ভরেছে শহর ৷

কলকাতা পৌরসভার আইনি ব্যবস্থা নিয়েও তোলা হয়েছে প্রশ্ন ৷ 28 হাজার পদ শূন্য থাকার পরও অস্থায়ী কর্মী নিয়ে কাজ চালাচ্ছে পৌরকর্তৃপক্ষ বলে অভিযোগ তোলা হয়েছে এই নির্বাচনী ইস্তাহারে ৷ নিন্দা, ইদানীং কলকাতা মানেই অস্থায়ী, ঠিকা কাজের আস্তানা ৷ স্থায়ী কাজের খোঁজে ভিনরাজ্যে পাড়ি দেওয়া সন্তানরা বৃদ্ধ বাবা-মায়ের দেখভালে ফোন করেন রেড ভলান্টিয়ারদের ৷ আগামী প্রজন্ম ক্রমশ ছেড়ে যাচ্ছে এই শহর ৷ প্যানডেমিক পরিস্থিতি পেরিয়েও সুস্থভাবে বাঁচার স্বপ্ন দেখতে দিন বদলের ডাক দেওয়া বামেদের ইস্তাহারে তাই স্টিয়ারিং বাঁদিকে ঘুরিয়ে দেওয়ার ডাক মানুষকে ৷

গত শুক্রবারই জানা গিয়েছে শ্রমিকের শেল্টার, কাজের কলকাতা, গ্রিন অ্যাডমিন বা ফিট কলকাতার কথা ৷ এদিন ইস্তাহারের আনুষ্ঠানিক প্রকাশের পর জানা গেল লালদুর্গের সর্বোপরি প্রচার পরিকল্পনা ৷ শাসকের বিরুদ্ধে তারা অস্ত্র হিসাবে তুলে নিয়েছে শহরের দূষণ, জল জমার সমস্যা, কাটমানির অভিযোগ, বৃক্ষছেদন, জলাশয় ভরাট, বেআইনি নির্মাণ ৷

পাঁচ টাকার বিনিময়ে পাওয়া যাবে এই নির্বাচনী ইস্তাহার ৷ তৃণমূলের পাল্টা দুয়ারে সরকারের পাল্টা উঠোনে পাঠশালায় স্কুলছুটদের শিক্ষা সম্পূর্ণ করা বা প্রতিকল্পে প্রতি বন্ধকতাযুক্ত মানুষদের জন্য সহজগম্যতার সুব্যবস্থার আশ্বাস অথবা বনস্পতি প্রকল্পে বয়স্কদের জন্য ভলান্টিয়ারদের সাহায্যের পাশাপাশি আরও কিছু প্রতিশ্রুতি দেওয়া হয়েছে ওই ইস্তাহারে ৷

সেগুলি হল-

১৯৮০-এর পৌর আইন অনুসারে সমস্ত ওয়ার্ডে পুনরায় ওয়ার্ড কমিটি তৈরি হবে ।

বস্তি উন্নয়নকে অগ্রাধিকার দেওয়া হবে ।

'এক ব্যক্তি এক পদ' নীতি অনুসরণ করে সর্বক্ষণের মেয়র ও মেয়র পরিষদে

নেতৃত্ব নির্বাচন । মেয়রের হাতে 10-12টি গুরুত্বপূর্ণ দফতর না রেখে ক্ষমতার

বিকেন্দ্রীকরণ করা হবে ।

গরিব, নিম্নবিত্ত মানুষদের পৌরকর, ট্রেড লাইসেন্স, বিভিন্ন পরিষেবা প্রদান,

বিদ্যুতের বিলের ক্ষেত্রে যতটা সম্ভব ছাড় ও ভর্তুকি দেওয়া হবে ।

নিকাশি ব্যবস্থার আধুনিকীকরণ ৷

মা ও শিশুদের স্বাস্থ্য, সার্বিক স্বাস্থ্য, স্বনিযুক্তি কর্ম প্রকল্প, স্বল্প সঞ্চয় গ্রুপ ইত্যাদি প্রকল্প পুনরায় গুরুত্ব সহকারে শুরু করা হবে ।

শহরে সবুজ বাড়ানো হবে ৷ বাড়ির ছাদে বৃষ্টির জল ধরে রাখা-সহ আরও বেশ কিছু প্রকল্প প্রণয়নের আশ্বাস দেওয়া হয়েছে ৷

আরও পড়ুন : Kolkata Corporation Election 2021 : তৃণমূলের দুয়ারে সরকারের পাল্টা এবার বামফ্রন্টের 'উঠোনে পাঠশালা'

Last Updated : Dec 7, 2021, 2:39 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.