ETV Bharat / city

বাম-কংগ্রেসের জোট নিয়ে সংশয় শরিক নেতার - বাম-কংগ্রেসের জোট

বাম-কংগ্রেস জোট নিয়ে সংকট কলকাতা উত্তরের ওয়ার্ডগুলিতে । ফরওয়ার্ড ব্লকের রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য হাফিজ আলম সৈরানি বাম-কংগ্রেস জোট নিয়ে সংশয় প্রকাশ করে জানিয়েছেন, প্রার্থী দেওয়া নিয়ে সমস্যা হবে বেশকিছু ওয়ার্ডে ।

left-cong alliances
left-cong alliances
author img

By

Published : Mar 20, 2020, 5:29 AM IST

কলকাতা, 20 মার্চ : বাম-কংগ্রেস জোট নিয়ে সংকট তৈরি হয়েছে কলকাতা উত্তরের ওয়ার্ডগুলিতে । ত্রিশটি ওয়ার্ডে তৃণমূল স্তরের কংগ্রেস কর্মীদের বিশ্বাস করতে পারছেন না বাম শরিক দলের নেতৃত্ব। একাধিকবার ফরওয়ার্ড ব্লকের রাজ্য দপ্তরে বসে সমস্যা মেটানোর জন্য বৈঠক হয়েছিল। কিন্তু তাতে ফলপ্রসূ সমাধান হয়নি ।

ফরওয়ার্ড ব্লক রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য হাফিজ আলম সৈরানি বাম-কংগ্রেস জোট নিয়ে সংশয় প্রকাশ করে জানিয়েছেন, প্রার্থী দেওয়া নিয়ে সমস্যা হবে বেশ কিছু ওয়ার্ডে ।

ইতিমধ্যেই কিছুটা সুস্থ হয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র বাড়িতে ফিরেছেন । সোমেন মিত্র হাসপাতালে ভর্তি থাকায় জোট প্রক্রিয়া নিয়ে বৈঠক কিছুটা ধাক্কা খেয়েছে । এরইমধ্যে তৃণমূল স্তরের কংগ্রেস কর্মীদের নিয়ে সংকট দেখা দিয়েছে দলের অভ্যন্তরে । যা নিয়ে উদ্বিগ্ন বাম শরিক দলগুলি । জোট প্রক্রিয়া কতটা সফল সে বিষয়ে বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু এখনও কিছু স্পষ্ট করে বলতে চাননি । কিন্তু জোট শরিক হাফিজ আলম সৈরানি বাম কংগ্রেস জোট নিয়ে সংশয় প্রকাশ করেছেন ।

নির্বাচন প্রক্রিয়া যত এগোচ্ছে, ততই চাপা স্রোত বয়ে যাচ্ছে বাম এবং কংগ্রেস জোট প্রক্রিয়ার মধ্যে । আগামী দিনে নির্ধারিত হবে জোট কতটা ফলপ্রসু ।

কলকাতা, 20 মার্চ : বাম-কংগ্রেস জোট নিয়ে সংকট তৈরি হয়েছে কলকাতা উত্তরের ওয়ার্ডগুলিতে । ত্রিশটি ওয়ার্ডে তৃণমূল স্তরের কংগ্রেস কর্মীদের বিশ্বাস করতে পারছেন না বাম শরিক দলের নেতৃত্ব। একাধিকবার ফরওয়ার্ড ব্লকের রাজ্য দপ্তরে বসে সমস্যা মেটানোর জন্য বৈঠক হয়েছিল। কিন্তু তাতে ফলপ্রসূ সমাধান হয়নি ।

ফরওয়ার্ড ব্লক রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য হাফিজ আলম সৈরানি বাম-কংগ্রেস জোট নিয়ে সংশয় প্রকাশ করে জানিয়েছেন, প্রার্থী দেওয়া নিয়ে সমস্যা হবে বেশ কিছু ওয়ার্ডে ।

ইতিমধ্যেই কিছুটা সুস্থ হয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র বাড়িতে ফিরেছেন । সোমেন মিত্র হাসপাতালে ভর্তি থাকায় জোট প্রক্রিয়া নিয়ে বৈঠক কিছুটা ধাক্কা খেয়েছে । এরইমধ্যে তৃণমূল স্তরের কংগ্রেস কর্মীদের নিয়ে সংকট দেখা দিয়েছে দলের অভ্যন্তরে । যা নিয়ে উদ্বিগ্ন বাম শরিক দলগুলি । জোট প্রক্রিয়া কতটা সফল সে বিষয়ে বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু এখনও কিছু স্পষ্ট করে বলতে চাননি । কিন্তু জোট শরিক হাফিজ আলম সৈরানি বাম কংগ্রেস জোট নিয়ে সংশয় প্রকাশ করেছেন ।

নির্বাচন প্রক্রিয়া যত এগোচ্ছে, ততই চাপা স্রোত বয়ে যাচ্ছে বাম এবং কংগ্রেস জোট প্রক্রিয়ার মধ্যে । আগামী দিনে নির্ধারিত হবে জোট কতটা ফলপ্রসু ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.