ETV Bharat / city

ED-Lalbazar: ইডির ডেপুটি ডিরেক্টরকে জিজ্ঞাসাবাদ করবে লালবাজার

জনস্বার্থ মামলা মিটিয়ে নেওয়ার নামে তোলা আদায়ে অভিযুক্ত ঝাড়খণ্ডের আইনজীবী রাজীব কুমার ৷ তাঁকে গ্রেফতার করে তদন্ত করছে লালবাজার (Lalbazar) ৷ তদন্তে রাজীব কুমারের সঙ্গে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (Enforcement Directorate) ডেপুটি ডিরেক্টর সুবোধ কুমারের একটি লিঙ্ক মিলেছে ৷ সেই সূত্রে ওই ডেপুটি ডিরেক্টরকে জেরা করতে চায় ইডি ৷

Lalbazar to Interrogate ED Deputy Director in Rajib Kumar Fraud Case
ED-Lalbazar: ইডির ডেপুটি ডিরেক্টরকে জিজ্ঞাসাবাদ করবে লালবাজার
author img

By

Published : Aug 8, 2022, 3:30 PM IST

কলকাতা, 8 অগস্ট : রাঁচির আইনজীবী রাজীব কুমারকে জিজ্ঞাসাবাদ করে লালবাজারের আধিকারিকরা এবার নাম পেয়েছেন ইনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (Enforcement Directorate) ডেপুটি ডিরেক্টর সুবোধ কুমারের । লালবাজার (Lalbazar) সূত্রের এমনটাই খবর পাওয়া গিয়েছে । জানা গিয়েছে, ইডির (ED) ওই ডেপুটি ডিরেক্টর বর্তমানে রয়েছেন ওড়িশায় । ফলে এবার সেখানে গিয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ করতে চান লালবাজারের গোয়েন্দারা ।

লালবাজার সূত্রে খবর, গ্রেফতার হওয়া রাঁচির আইনজীবী রাজীব কুমার একাধিক সময় দাবি করতেন যে তাঁর সঙ্গে একাধিক কেন্দ্রীয় সংস্থার কর্তাদের ওঠাবসা এবং যোগাযোগ রয়েছে । সেই তদন্ত করতে গিয়েই গোয়েন্দারা ধৃত আইনজীবী রাজীব কুমারের সঙ্গে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের ডেপুটি ডিরেক্টর সুবোধ কুমারের একটি লিঙ্ক খুঁজে পেয়েছেন । তাই তাঁকে জিজ্ঞাসাবাদ করা অত্যন্ত প্রয়োজনীয় ৷ যদিও লালবাজারের দাবি, ইডির ডেপুটি ডিরেক্টর সুবোধ কুমারের সঙ্গে শুধুমাত্র এই ঘটনায় সাক্ষ্য হিসাবেই কথা বলা হবে ৷

এখানে উল্লেখ করা প্রয়োজন, সম্প্রতি কলকাতার এক ব্যবসায়ীর নামে রাঁচি হাইকোর্টে (Ranchi High Court) একটি জনস্বার্থ মামলা করেন আইনজীবী রাজীব কুমার । এরপরই ওই ব্যবসায়ীর কাছ থেকে জনস্বার্থ মামলা তুলে নেওয়ার জন্য 10 কোটি টাকা দাবি করেন । পরে এক কোটি টাকায় রফা করা হয়৷ কলকাতায় একটি শপিং মলের কাছে ওই ব্যবসায়ীর কাছ থেকে টাকা নেওয়ার সময় হাতেনাতে তাঁকে গ্রেফতার করে হেয়ার স্ট্রিট থানার পুলিশ । আপাতত তাঁকে হেফাজতে নিয়ে তদন্ত করছেন কলকাতা পুলিশের (Kolkata Police) আধিকারিকরা ৷

শুধু কলকাতার এই ব্যবসায়ীকেই নয়, মূলত অভিজাত শিল্পপতিদের টার্গেট বানিয়ে তাদের বিরুদ্ধে জনস্বার্থ মামলা করে সেই মামলা মিটিয়ে নেওয়ার জন্য মোটা অংকের টাকা ধৃত রাঁচির আইনজীবী রাজীব কুমার আদায় করতেন বলে অভিযোগ ।

আরও পড়ুন : Rajib Kumar: রাজীব কুমার কাণ্ডে কেন্দ্রীয় সংস্থার আধিকারিকদের তলবের ভাবনা লালবাজারের

কলকাতা, 8 অগস্ট : রাঁচির আইনজীবী রাজীব কুমারকে জিজ্ঞাসাবাদ করে লালবাজারের আধিকারিকরা এবার নাম পেয়েছেন ইনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (Enforcement Directorate) ডেপুটি ডিরেক্টর সুবোধ কুমারের । লালবাজার (Lalbazar) সূত্রের এমনটাই খবর পাওয়া গিয়েছে । জানা গিয়েছে, ইডির (ED) ওই ডেপুটি ডিরেক্টর বর্তমানে রয়েছেন ওড়িশায় । ফলে এবার সেখানে গিয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ করতে চান লালবাজারের গোয়েন্দারা ।

লালবাজার সূত্রে খবর, গ্রেফতার হওয়া রাঁচির আইনজীবী রাজীব কুমার একাধিক সময় দাবি করতেন যে তাঁর সঙ্গে একাধিক কেন্দ্রীয় সংস্থার কর্তাদের ওঠাবসা এবং যোগাযোগ রয়েছে । সেই তদন্ত করতে গিয়েই গোয়েন্দারা ধৃত আইনজীবী রাজীব কুমারের সঙ্গে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের ডেপুটি ডিরেক্টর সুবোধ কুমারের একটি লিঙ্ক খুঁজে পেয়েছেন । তাই তাঁকে জিজ্ঞাসাবাদ করা অত্যন্ত প্রয়োজনীয় ৷ যদিও লালবাজারের দাবি, ইডির ডেপুটি ডিরেক্টর সুবোধ কুমারের সঙ্গে শুধুমাত্র এই ঘটনায় সাক্ষ্য হিসাবেই কথা বলা হবে ৷

এখানে উল্লেখ করা প্রয়োজন, সম্প্রতি কলকাতার এক ব্যবসায়ীর নামে রাঁচি হাইকোর্টে (Ranchi High Court) একটি জনস্বার্থ মামলা করেন আইনজীবী রাজীব কুমার । এরপরই ওই ব্যবসায়ীর কাছ থেকে জনস্বার্থ মামলা তুলে নেওয়ার জন্য 10 কোটি টাকা দাবি করেন । পরে এক কোটি টাকায় রফা করা হয়৷ কলকাতায় একটি শপিং মলের কাছে ওই ব্যবসায়ীর কাছ থেকে টাকা নেওয়ার সময় হাতেনাতে তাঁকে গ্রেফতার করে হেয়ার স্ট্রিট থানার পুলিশ । আপাতত তাঁকে হেফাজতে নিয়ে তদন্ত করছেন কলকাতা পুলিশের (Kolkata Police) আধিকারিকরা ৷

শুধু কলকাতার এই ব্যবসায়ীকেই নয়, মূলত অভিজাত শিল্পপতিদের টার্গেট বানিয়ে তাদের বিরুদ্ধে জনস্বার্থ মামলা করে সেই মামলা মিটিয়ে নেওয়ার জন্য মোটা অংকের টাকা ধৃত রাঁচির আইনজীবী রাজীব কুমার আদায় করতেন বলে অভিযোগ ।

আরও পড়ুন : Rajib Kumar: রাজীব কুমার কাণ্ডে কেন্দ্রীয় সংস্থার আধিকারিকদের তলবের ভাবনা লালবাজারের

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.