কলকাতা, 2 সেপ্টেম্বর : ফের ভুয়ো সরকারি আধিকারিক ধরা পড়ল ৷ এবার যাকে গ্রেফতার করা হয়েছে, সে নিজেকে ইন্ডিয়ান রেভিনিউ সার্ভিস বা আইআরএস আধিকারিক হিসেবে পরিচয় দিয়ে কোটি টাকা প্রতারণা করেছে বলে অভিযোগ । অভিযুক্তের নাম দীপ চক্রবর্তী ৷ তাকে এক প্রাক্তন সেনা কর্তার অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করেছে লেক টাউন থানার পুলিশ ।
আরও পড়ুন : Moloy Ghatak : কয়লা-কাণ্ডে আইনমন্ত্রী মলয় ঘটককে নোটিস দিল ইডি
পুলিশ সূত্রে খবর, লেকটাউন এলাকার বাসিন্দা সেনার প্রাক্তন কর্নেল ডি এস বন্দ্যোপাধ্যায় স্থানীয় থানায় অভিযোগ করে জানান যে, দীপ চক্রবর্তী নামের এক ব্যক্তি তাঁর থেকে একটি ট্রেনিং ইনস্টিটিউট চালানোর জন্যে আর্থিক সাহায্য চায় । সেই পরিপ্রেক্ষিতে সেই প্রাক্তন সেনা কর্তার থেকে 14 লক্ষ টাকা নেয় দীপ । পরে টাকা ফেরত চাইলে সেই টাকা দিতে অস্বীকার করে অভিযুক্ত ।
এই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে লেকটাউন থানার পুলিশ ৷ তদন্তে তারা জানতে পারে যে, দীপ চক্রবর্তী নিজেকে ইন্ডিয়ান রেভিনিউ সার্ভিসের অফিসার পরিচয় দিয়ে বিভিন্ন ব্যক্তির থেকে কয়েক কোটি টাকা প্রতারণা করেছে । কিন্তু রেভিনিউ সার্ভিসের সঙ্গে তাঁর কোনও যোগাযোগ নেই বলে পুলিশি তদন্তে উঠে আসে ৷ তবে ওই ভুয়ো পরিচয়কে হাতিয়ার করেই প্রতারণা করত অভিযুক্ত ৷
আরও পড়ুন : Post Poll Violence : সিবিআই তদন্তে ভয় পেয়েই সুপ্রিম কোর্টে রাজ্য, কটাক্ষ দিলীপের
এর পরই গতকাল, বুধবার রাতে লেক টাউন এলাকা থেকে অভিযুক্ত দীপ চক্রবর্তীকে গ্রেফতার করে পুলিশ । আজ অভিযুক্তকে বিধাননগর আদালতে তোলা হয় । কিন্তু আদালত তাকে পুলিশি হেফাজতে না বিচারবিভাগীয় হেফাজতে পাঠাল, তা জানা যায়নি ৷
পুলিশও এই নিয়ে এখনও পর্যন্ত কিছু জানায়নি ৷ তবে পুলিশের একটি সূত্র থেকে জানা গিয়েছে, এর সঙ্গে আর কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে ৷ আর কতজন এই ব্যক্তির থেকে প্রতারিত হয়েছেন, সেটাও জানার চেষ্টা করছে লেকটাউন থানার পুলিশ ৷
আরও পড়ুন : Mukul Roy : হঠাৎ অসুস্থ হয়ে এসএসকেএম-এ ভর্তি মুকুল