সল্টলেক, 25 মে : শুভেন্দু অধিকারীকে ‘গরুর গাড়ির হেডলাইট’ বলে কটাক্ষ করলেন কুণাল ঘোষ ৷ বিজেপির তরফে শুভেন্দু অধিকারীকে ব্যারাকপুরের দায়িত্ব দেওয়ার প্রসঙ্গে এ কথা বলেন তৃণমূল মুখপাত্র (Kunal Ghosh Criticises Suvendu Adhikari Over Barrackpore BJP Leadership) ৷ রাজ্যের বিরোধী দলনেতাকে কটাক্ষ করে তিনি বলেন, ‘‘যিনি নিজের পাড়ার বুথে জিততে পারেন না, নিজের পৌরসভা ও ওয়ার্ডে জিততে পারেন না, তিনি ব্যারাকপুরে লেজ নাড়তে গিয়েছেন ৷’’
অর্জুন সিং তৃণমূলে ফেরার একদিন পরেই শুভেন্দু অধিকারীকে ব্যারাকপুরের দায়িত্ব দেওয়া হয়েছে বিজেপির তরফে ৷ সেই নিয়েই বিরোধী দলনেতাকে এ দিন বিঁধলেন কুণাল ঘোষ ৷ এ দিন সৌমিত্র খাঁকেও একহাত নেন তিনি ৷ বলেন, সৌমিত্র খাঁ কী বললেন তা ধরতে নেই ৷ গরমে তাঁর মাথা খারাপ হয়ে গেছে বলে কটাক্ষ করেন কুণাল ৷ তাঁর কথায়, শরৎকাল আসুক দেখা যাক সৌমিত্র খাঁ কী বলেন ?
আরও পড়ুন : Kunal Slams Suvendu : নারদাতে কাগজে মুড়ে কাকে টাকা নিতে দেখা গিয়েছে, শুভেন্দুকে আক্রমণ কুণালের
এ দিন সল্টলেকে সিজিও কমপ্লেক্সে সিবিআই দফতরে যান কুণাল ঘোষ ৷ মহিষাদলে সভা রয়েছে তাঁর ৷ এর পর 18 মে ত্রিপুরা যাবেন তিনি ৷ তাই আদালতের নির্দেশ অনুযায়ী, সিবিআই এর কাছে সেই সংক্রান্ত নথি জমা দিতে গিয়েছিলেন কুণাল ৷