ETV Bharat / city

New Foot Over Bridges: রাসবিহারী মোড় ও বালিগঞ্জে হবে আরও দুটি ফুটব্রিজ

এক্সাইডের সামনে আধুনিক মানের চলমান সিঁড়ি যুক্ত ফুটব্রিজের উদ্বোধন করলেন মেয়র ফিরহাদ হাকিম (New Foot Over Bridges)। জানালেন কলকাতা দ্রুত আরও দুটি নতুন ফুট ওভার ব্রিজ পেতে চলেছে ।

New Foot Over Bridges
রাসবিহারী মোড় ও বালিগঞ্জে আরও দুটি ফুট ওভার ব্রিজ
author img

By

Published : Sep 25, 2022, 8:01 AM IST

কলকাতা, 25 সেপ্টেম্বর: পুজোর মুখে একের পর এক উপহার পাচ্ছেন শহরবাসী । টালা সেতু খুলেছে সম্প্রতি । উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী । এবার এক্সাইডের সামনে আধুনিক মানের চলমান সিঁড়ি যুক্ত ফুট ওভার ব্রিজের উদ্বোধন করলেন মেয়র ফিরহাদ হাকিম । জানালেন নাগরিকরা আরও দুটি নতুন ফুটব্রিজ পেতে চলেছে দ্রুত । রাসবিহারী মোড় এবং বালিগঞ্জ ফাঁড়িতে হবে নতুন ফুট ওভার ব্রিজ দুটি (New Foot Over Bridges) ।

এক্সাইড মোড়ে ফুট ওভার ব্রিজ উদ্বোধনী অনুষ্ঠানে মেয়র ফিরহাদ হাকিম বলেন, "রাসবিহারী মোড়ে একটি ফুট ওভার ব্রিজ তৈরি করা হবে । সমীক্ষা করার নির্দেশ দেওয়া হয়েছে । পিপিপি মডেলে এই ফুট ওভার ব্রিজ তৈরি করা হবে । তবে বালিগঞ্জ ফাঁড়িতে ফুট ওভার ব্রিজ নির্মাণের জন‌্য পুলিশের অনুমতি এখনও মেলেনি ।"

আরও পড়ুন: নিউ গড়িয়া-রুবি রুটে ছুটল মেট্রো, সফল ট্রায়াল রান

পাশাপাশি তিনি এদিন রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা সংস্থাগুলির উদ্দেশ্য জানান, এখন থেকে ফুট ওভার ব্রিজে লিফট রক্ষণাবেক্ষণ না করলে সংশ্লিষ্ট সংস্থাকে জরিমানা গুনতে হবে । শহরে ফুট ওভার ব্রিজের রক্ষণাবেক্ষণের দায়িত্ব দেওয়া বেসরকারি সংস্থাকে । পরিবর্তে ওই সংস্থাগুলি সেখানে বিজ্ঞাপন হোর্ডিং টাঙাতে পারে । অনেক সংস্থা ফুট ওভার ব্রিজের লিফট রক্ষণাবেক্ষণ করছে না । বালিগঞ্জ, উল্টোডাঙা, এনআরএস ও আলিপুর চিড়িয়াখানা সামনে থাকা ফুট ওভার ব্রিজে লিফট রয়েছে ।

মেয়র আরও বলেন, "আলিপুর চিড়িয়াখানা ছাড়া বাকি ফুটব্রিজের লিফট এখন অচল । ফুটব্রিজে বিজ্ঞাপন দিয়ে কোটি কোটি টাকা আয় করবে অথচ লিফট রক্ষণাবেক্ষণ করবে না তা আর চলবে না । লিফট বন্ধ রাখলে দায়িত্বে থাকা সংস্থার কাছ থেকে জরিমানা আদায় করা হবে । ঘণ্টার হিসেবে জরিমানা নেওয়া হবে ।"

উল্লেখ্য, টালা সেতুর পর তার পাশে থাকা জরাজীর্ণ চিৎপুর সেতুর ভাঙার কাজ শুরু হবে । সেখানেও তৈরি হবে নয়া উড়ালপুল । সেজন্য সেতুর নিজে বসবাসকারীদের অন্যত্র নিয়ে যাওয়ার ব্যবস্থা করবে সরকার । পৌরনিগমে পৌর ও নগরোন্নয়ন দফতরের সচিব খলিল আহমেদের নেতৃত্বে এক বৈঠকে এই পরিকল্পনা চুড়ান্ত করা হয়েছে ।

কলকাতা, 25 সেপ্টেম্বর: পুজোর মুখে একের পর এক উপহার পাচ্ছেন শহরবাসী । টালা সেতু খুলেছে সম্প্রতি । উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী । এবার এক্সাইডের সামনে আধুনিক মানের চলমান সিঁড়ি যুক্ত ফুট ওভার ব্রিজের উদ্বোধন করলেন মেয়র ফিরহাদ হাকিম । জানালেন নাগরিকরা আরও দুটি নতুন ফুটব্রিজ পেতে চলেছে দ্রুত । রাসবিহারী মোড় এবং বালিগঞ্জ ফাঁড়িতে হবে নতুন ফুট ওভার ব্রিজ দুটি (New Foot Over Bridges) ।

এক্সাইড মোড়ে ফুট ওভার ব্রিজ উদ্বোধনী অনুষ্ঠানে মেয়র ফিরহাদ হাকিম বলেন, "রাসবিহারী মোড়ে একটি ফুট ওভার ব্রিজ তৈরি করা হবে । সমীক্ষা করার নির্দেশ দেওয়া হয়েছে । পিপিপি মডেলে এই ফুট ওভার ব্রিজ তৈরি করা হবে । তবে বালিগঞ্জ ফাঁড়িতে ফুট ওভার ব্রিজ নির্মাণের জন‌্য পুলিশের অনুমতি এখনও মেলেনি ।"

আরও পড়ুন: নিউ গড়িয়া-রুবি রুটে ছুটল মেট্রো, সফল ট্রায়াল রান

পাশাপাশি তিনি এদিন রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা সংস্থাগুলির উদ্দেশ্য জানান, এখন থেকে ফুট ওভার ব্রিজে লিফট রক্ষণাবেক্ষণ না করলে সংশ্লিষ্ট সংস্থাকে জরিমানা গুনতে হবে । শহরে ফুট ওভার ব্রিজের রক্ষণাবেক্ষণের দায়িত্ব দেওয়া বেসরকারি সংস্থাকে । পরিবর্তে ওই সংস্থাগুলি সেখানে বিজ্ঞাপন হোর্ডিং টাঙাতে পারে । অনেক সংস্থা ফুট ওভার ব্রিজের লিফট রক্ষণাবেক্ষণ করছে না । বালিগঞ্জ, উল্টোডাঙা, এনআরএস ও আলিপুর চিড়িয়াখানা সামনে থাকা ফুট ওভার ব্রিজে লিফট রয়েছে ।

মেয়র আরও বলেন, "আলিপুর চিড়িয়াখানা ছাড়া বাকি ফুটব্রিজের লিফট এখন অচল । ফুটব্রিজে বিজ্ঞাপন দিয়ে কোটি কোটি টাকা আয় করবে অথচ লিফট রক্ষণাবেক্ষণ করবে না তা আর চলবে না । লিফট বন্ধ রাখলে দায়িত্বে থাকা সংস্থার কাছ থেকে জরিমানা আদায় করা হবে । ঘণ্টার হিসেবে জরিমানা নেওয়া হবে ।"

উল্লেখ্য, টালা সেতুর পর তার পাশে থাকা জরাজীর্ণ চিৎপুর সেতুর ভাঙার কাজ শুরু হবে । সেখানেও তৈরি হবে নয়া উড়ালপুল । সেজন্য সেতুর নিজে বসবাসকারীদের অন্যত্র নিয়ে যাওয়ার ব্যবস্থা করবে সরকার । পৌরনিগমে পৌর ও নগরোন্নয়ন দফতরের সচিব খলিল আহমেদের নেতৃত্বে এক বৈঠকে এই পরিকল্পনা চুড়ান্ত করা হয়েছে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.