কলকাতা, 30 অক্টোবর : গড়িয়াহাট জোড়া খুনে মূল অভিযুক্ত ভিকি হালদার এখনও অধরা ৷ কিন্তু খুনের পর এক ব্যক্তির সঙ্গে দেখা করেছিল ডায়মন্ডহারবারে । কিন্তু ওই ব্যক্তির পরিচয় জানা যায়নি ।
কাঁকুলিয়া রোডে সুবীর চাকি ও তাঁর গাড়ির চালক রবীন মণ্ডলের খুনের ঘটনায় ধৃত সঞ্জয় মণ্ডলকে জেরা করে এই তথ্য পেয়েছেন গোয়েন্দারা । তদন্তকারীরা খতিয়ে দেখছেন আসলে পলাতক ভিকির সঙ্গে খুনের ঘটনার পর কারা যোগাযোগ রেখেছিল । সেটা খুঁজতে গিয়েই এই তথ্য পেয়েছেন তদন্তকারীরা ৷
আরও পড়ুন : Firecrackers Seized: জোড়াসাঁকো এলাকা থেকে বাজেয়াপ্ত বিপুল পরিমাণ বাজি
গোয়েন্দাদের অনুমান, ঘটনার পর কেউ ভিকিকে দীর্ঘদিনের জন্য গা ঢাকা দিয়ে থাকার জন্য টাকা দিয়েছে । কাঁকুলিয়া রোডের জোড়া খুনে এখনও পর্যন্ত চারজনকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ ।
জানা গিয়েছে, এই ঘটনায় সদ্য ধৃত সঞ্জয় মণ্ডলকে জেরা করে চাঞ্চল্যকর তথ্য পেয়েছিল লালবাজারের গোয়েন্দারা । খুনের পর ডায়মন্ডহারবারে শেষবার ভিকির সঙ্গে তার কথা হয়েছিল ৷ তখন সঞ্জয়কে ভিকি বলেছিল, "পড়ে দেখা হবে । পালা এখন । বাড়ি থেকে বেরোবি না । ফোন রাখবি না ৷"
আরও পড়ুন : Regent Park : পরিবারকে না-জানিয়ে দেহ সৎকারের অভিযোগ পুলিশের বিরুদ্ধে
ঘটনার পর একাধিকবার দক্ষিণ 24 পরগনা জেলার ডায়মন্ডহারবারে গা ঢাকা দিয়েছিল সঞ্জয় । পরে সে সুন্দরবন এলাকায় চলে যায় । গোয়েন্দাদের অনুমান, ঘটনার পর ভিকি তার ডায়মন্ডহারবারের বাড়িতেই লুকিয়ে ছিল ।
লালবাজার সূত্রের খবর, এই ঘটনায় ধৃত মিঠু হালদার, সঞ্জয় মণ্ডল, বাপি মণ্ডল এবং জাহির গাজিকে মুখোমুখি বসিয়ে জেরা করবেন তদন্তকারীরা । এক্ষেত্রে তাদের বয়ান রেকর্ডও করা হতে পারে ।
আরও পড়ুন : মহিলা বক্সার হেনস্থায় সক্রিয় পুলিশ, 11 দিনেই চার্জশিট পেশ