ETV Bharat / city

Kolkata Metro Service: পরীক্ষার জন্য আগামী 3 জুলাই সকাল সাড়ে 8টাতেই মিলবে মেট্রো, বাড়ছে পরিষেবাও

author img

By

Published : Jun 27, 2022, 8:23 PM IST

আগামী 3 জুলাই ওয়েস্ট বেঙ্গল অডিট ও অ্যাকাউন্টস সার্ভিস (প্রিলিমিনারি)-র পরীক্ষা (West Bengal Audit and Accounts Services Examination) ৷ সেই কারণে ওই দিন মেট্রো পরিষেবায় বড়সড় রদবদল করল কর্তৃপক্ষ ৷

Kolkata Metro Service to Increase for West Bengal audit and accounts services examination on 3 july
Kolkata Metro Service: পরীক্ষার জন্য আগামী 3 জুলাই সকাল সাড়ে 8টাতেই মিলবে মেট্রো, বাড়ছে পরিষেবাও

কলকাতা, 27 জুন : আগামী 3 জুলাই রাজ্যে হতে চলেছে ওয়েস্ট বেঙ্গল অডিট ও অ্যাকাউন্টস সার্ভিস (প্রিলিমিনারি)-র পরীক্ষা (West Bengal Audit and Accounts Services Examination) ৷ তাই ওই দিন পরীক্ষার্থীদের সুবিধার কথা বিবেচনা করে দিনের প্রথম মেট্রোর সময় এগিয়ে আনা হল । পাশাপাশি বাড়ানো হবে পরিষেবার সংখ্যাও । আজ এই মর্মে বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়েছে কলকাতা মেট্রো (Kolkata Metro) রেল কর্তৃপক্ষ ।

পরীক্ষার সময়সূচির সঙ্গে সামঞ্জস্য রেখেই আগামী 3 জুলাই (রবিবার) সকাল 9টার পরিবর্তে ওই দিন প্রথম পরিষেবা শুরু হবে সকাল সাড়ে 8টায় ৷ সাধারণত রবিবার 130টি মেট্রো চলে ৷ তবে ওই দিন পরীক্ষার জন্য বাড়তি চারটি মেট্রো চলবে । অর্থাৎ 134টি(67 আপ ও 67 ডাউন) মেট্রো চলবে ।

129টি মেট্রো কবি সুভাষ মেট্রো স্টেশন ও দক্ষিণেশ্বরের মধ্যে যাতায়াত করবে ৷ সকাল ও বিকেলের দিকে দু’টি ট্রেনের মধ্যে ব্যবধান থাকবে 10 মিনিট । যদিও দিনের শেষ মেট্রোর ক্ষেত্রে কোনও রদবদল হয়নি ।

আরও পড়ুন : Health Check Up At Kolkata Metro: নামমাত্র খরচে মেট্রো স্টেশনেই করা যাবে স্বাস্থ্যপরীক্ষা

কলকাতা, 27 জুন : আগামী 3 জুলাই রাজ্যে হতে চলেছে ওয়েস্ট বেঙ্গল অডিট ও অ্যাকাউন্টস সার্ভিস (প্রিলিমিনারি)-র পরীক্ষা (West Bengal Audit and Accounts Services Examination) ৷ তাই ওই দিন পরীক্ষার্থীদের সুবিধার কথা বিবেচনা করে দিনের প্রথম মেট্রোর সময় এগিয়ে আনা হল । পাশাপাশি বাড়ানো হবে পরিষেবার সংখ্যাও । আজ এই মর্মে বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়েছে কলকাতা মেট্রো (Kolkata Metro) রেল কর্তৃপক্ষ ।

পরীক্ষার সময়সূচির সঙ্গে সামঞ্জস্য রেখেই আগামী 3 জুলাই (রবিবার) সকাল 9টার পরিবর্তে ওই দিন প্রথম পরিষেবা শুরু হবে সকাল সাড়ে 8টায় ৷ সাধারণত রবিবার 130টি মেট্রো চলে ৷ তবে ওই দিন পরীক্ষার জন্য বাড়তি চারটি মেট্রো চলবে । অর্থাৎ 134টি(67 আপ ও 67 ডাউন) মেট্রো চলবে ।

129টি মেট্রো কবি সুভাষ মেট্রো স্টেশন ও দক্ষিণেশ্বরের মধ্যে যাতায়াত করবে ৷ সকাল ও বিকেলের দিকে দু’টি ট্রেনের মধ্যে ব্যবধান থাকবে 10 মিনিট । যদিও দিনের শেষ মেট্রোর ক্ষেত্রে কোনও রদবদল হয়নি ।

আরও পড়ুন : Health Check Up At Kolkata Metro: নামমাত্র খরচে মেট্রো স্টেশনেই করা যাবে স্বাস্থ্যপরীক্ষা

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.