ETV Bharat / city

Escalator At Esplanade Metro : এসপ্ল্যানেড মেট্রো স্টেশনে বসল অত্যাধুনিক মানের চলমান সিঁড়ি

author img

By

Published : Feb 20, 2022, 9:23 AM IST

এসপ্ল্যানেড মেট্রো স্টেশনে বসানো হল অত্যাধুনিক মানের এস্কেলেটর বা চলমান সিঁড়ি (Escalator At Esplanade Metro)। যাত্রী সুরক্ষার কথা মাথায় রেখে এই চলমান সিঁড়িগুলি বসানো হয়েছে ৷

Kolkata Metro Rail News
এসপ্ল্যানেড মেট্রো স্টেশনে বসল অত্যাধুনিক মানের চলমান সিঁড়ি

কলকাতা, 20 ফেব্রুয়ারি: এসপ্ল্যানেড মেট্রো স্টেশনে বসানো হল আন্তর্জাতিক মানের ঝাঁ চকচকে এস্কেলেটর বা চলমান সিঁড়ি (Escalator At Esplanade Metro) । পুরানো এস্কেলেটর (Escalator) সরিয়ে তার জায়গায় বসানো হল নতুন এই চলমান সিঁড়ি । নতুন এই এস্কেলেটরটি বসানো হল এসপ্ল্যানেড মেট্রো স্টেশনের দক্ষিণ দিকে ।

যাত্রী সুরক্ষার কথা মাথায় রেখে কলকাতা মেট্রোরেল কর্তৃপক্ষ আগেই সিদ্ধান্ত নিয়েছিল যে 20 থেকে 25 বছরের পুরানো যে এস্কেলেটরগুলি রয়েছে সেগুলি বদলে তার জায়গায় নতুন এস্কেলেটর বসানো হবে । তারই অঙ্গ হিসেবে বিভিন্ন স্টেশনে শুরু হয়েছে সংস্কারের কাজ । ইতিমধ্যেই বেশ কয়েকটি স্টেশনের পুরানো এস্কেলেটর সরিয়ে তার পরিবর্তে বসেছে নতুন এস্কেলেটর বসানো হল । কলকাতা মেট্রোর সবকটি এস্কেলেটরই একটি বেসরকারি সংস্থার তৈরি করা ।

আরও পড়ুন: মেট্রোর রেক থেকে ধোঁয়া, কিছুক্ষণের জন্য পরিষেবা বন্ধ হলেও পরে তা স্বাভাবিক হয়

মেট্রোরেল কর্তৃপক্ষ জানিয়েছে, এই অত্যাধুনিক চলমান সিঁড়িগুলি নিরাপদ । এমনকি এতে বিদ্যুত্‍ সাশ্রয়কারী ভিভিভিএফ ড্রাইভও রয়েছে । ফলে প্রায় 50 শতাংশ বিদ্যুত্‍ খরচও বাঁচবে । ভিড় বা ফাঁকা সময়ের সঙ্গে সামঞ্জস্য রেখে এস্কেলেটটির গতি নিয়ন্ত্রিত হয় । বাকি এস্কেলেটর সিঁড়ির তুলনায় যেহেতু এই এস্কেলেটরটির পাদানিগুলি বেশি চওড়া তাই শিশু বা প্রবীণদের জন্য বেশ সুবিধা হবে । মেট্রো কর্তৃপক্ষের দাবি, যাত্রী সুরক্ষাকে আরেক ধাপ এগিয়ে নিয়ে এই এস্কেলেটরগুলিতে বসানো রয়েছে 'স্মোক হিট অ্যাকশন সিস্টেম ।'

কলকাতা, 20 ফেব্রুয়ারি: এসপ্ল্যানেড মেট্রো স্টেশনে বসানো হল আন্তর্জাতিক মানের ঝাঁ চকচকে এস্কেলেটর বা চলমান সিঁড়ি (Escalator At Esplanade Metro) । পুরানো এস্কেলেটর (Escalator) সরিয়ে তার জায়গায় বসানো হল নতুন এই চলমান সিঁড়ি । নতুন এই এস্কেলেটরটি বসানো হল এসপ্ল্যানেড মেট্রো স্টেশনের দক্ষিণ দিকে ।

যাত্রী সুরক্ষার কথা মাথায় রেখে কলকাতা মেট্রোরেল কর্তৃপক্ষ আগেই সিদ্ধান্ত নিয়েছিল যে 20 থেকে 25 বছরের পুরানো যে এস্কেলেটরগুলি রয়েছে সেগুলি বদলে তার জায়গায় নতুন এস্কেলেটর বসানো হবে । তারই অঙ্গ হিসেবে বিভিন্ন স্টেশনে শুরু হয়েছে সংস্কারের কাজ । ইতিমধ্যেই বেশ কয়েকটি স্টেশনের পুরানো এস্কেলেটর সরিয়ে তার পরিবর্তে বসেছে নতুন এস্কেলেটর বসানো হল । কলকাতা মেট্রোর সবকটি এস্কেলেটরই একটি বেসরকারি সংস্থার তৈরি করা ।

আরও পড়ুন: মেট্রোর রেক থেকে ধোঁয়া, কিছুক্ষণের জন্য পরিষেবা বন্ধ হলেও পরে তা স্বাভাবিক হয়

মেট্রোরেল কর্তৃপক্ষ জানিয়েছে, এই অত্যাধুনিক চলমান সিঁড়িগুলি নিরাপদ । এমনকি এতে বিদ্যুত্‍ সাশ্রয়কারী ভিভিভিএফ ড্রাইভও রয়েছে । ফলে প্রায় 50 শতাংশ বিদ্যুত্‍ খরচও বাঁচবে । ভিড় বা ফাঁকা সময়ের সঙ্গে সামঞ্জস্য রেখে এস্কেলেটটির গতি নিয়ন্ত্রিত হয় । বাকি এস্কেলেটর সিঁড়ির তুলনায় যেহেতু এই এস্কেলেটরটির পাদানিগুলি বেশি চওড়া তাই শিশু বা প্রবীণদের জন্য বেশ সুবিধা হবে । মেট্রো কর্তৃপক্ষের দাবি, যাত্রী সুরক্ষাকে আরেক ধাপ এগিয়ে নিয়ে এই এস্কেলেটরগুলিতে বসানো রয়েছে 'স্মোক হিট অ্যাকশন সিস্টেম ।'

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.