ETV Bharat / city

Escalator At Esplanade Metro : এসপ্ল্যানেড মেট্রো স্টেশনে বসল অত্যাধুনিক মানের চলমান সিঁড়ি - Kolkata Metro rail installing new escalator at Esplanade Metro Station

এসপ্ল্যানেড মেট্রো স্টেশনে বসানো হল অত্যাধুনিক মানের এস্কেলেটর বা চলমান সিঁড়ি (Escalator At Esplanade Metro)। যাত্রী সুরক্ষার কথা মাথায় রেখে এই চলমান সিঁড়িগুলি বসানো হয়েছে ৷

Kolkata Metro Rail News
এসপ্ল্যানেড মেট্রো স্টেশনে বসল অত্যাধুনিক মানের চলমান সিঁড়ি
author img

By

Published : Feb 20, 2022, 9:23 AM IST

কলকাতা, 20 ফেব্রুয়ারি: এসপ্ল্যানেড মেট্রো স্টেশনে বসানো হল আন্তর্জাতিক মানের ঝাঁ চকচকে এস্কেলেটর বা চলমান সিঁড়ি (Escalator At Esplanade Metro) । পুরানো এস্কেলেটর (Escalator) সরিয়ে তার জায়গায় বসানো হল নতুন এই চলমান সিঁড়ি । নতুন এই এস্কেলেটরটি বসানো হল এসপ্ল্যানেড মেট্রো স্টেশনের দক্ষিণ দিকে ।

যাত্রী সুরক্ষার কথা মাথায় রেখে কলকাতা মেট্রোরেল কর্তৃপক্ষ আগেই সিদ্ধান্ত নিয়েছিল যে 20 থেকে 25 বছরের পুরানো যে এস্কেলেটরগুলি রয়েছে সেগুলি বদলে তার জায়গায় নতুন এস্কেলেটর বসানো হবে । তারই অঙ্গ হিসেবে বিভিন্ন স্টেশনে শুরু হয়েছে সংস্কারের কাজ । ইতিমধ্যেই বেশ কয়েকটি স্টেশনের পুরানো এস্কেলেটর সরিয়ে তার পরিবর্তে বসেছে নতুন এস্কেলেটর বসানো হল । কলকাতা মেট্রোর সবকটি এস্কেলেটরই একটি বেসরকারি সংস্থার তৈরি করা ।

আরও পড়ুন: মেট্রোর রেক থেকে ধোঁয়া, কিছুক্ষণের জন্য পরিষেবা বন্ধ হলেও পরে তা স্বাভাবিক হয়

মেট্রোরেল কর্তৃপক্ষ জানিয়েছে, এই অত্যাধুনিক চলমান সিঁড়িগুলি নিরাপদ । এমনকি এতে বিদ্যুত্‍ সাশ্রয়কারী ভিভিভিএফ ড্রাইভও রয়েছে । ফলে প্রায় 50 শতাংশ বিদ্যুত্‍ খরচও বাঁচবে । ভিড় বা ফাঁকা সময়ের সঙ্গে সামঞ্জস্য রেখে এস্কেলেটটির গতি নিয়ন্ত্রিত হয় । বাকি এস্কেলেটর সিঁড়ির তুলনায় যেহেতু এই এস্কেলেটরটির পাদানিগুলি বেশি চওড়া তাই শিশু বা প্রবীণদের জন্য বেশ সুবিধা হবে । মেট্রো কর্তৃপক্ষের দাবি, যাত্রী সুরক্ষাকে আরেক ধাপ এগিয়ে নিয়ে এই এস্কেলেটরগুলিতে বসানো রয়েছে 'স্মোক হিট অ্যাকশন সিস্টেম ।'

কলকাতা, 20 ফেব্রুয়ারি: এসপ্ল্যানেড মেট্রো স্টেশনে বসানো হল আন্তর্জাতিক মানের ঝাঁ চকচকে এস্কেলেটর বা চলমান সিঁড়ি (Escalator At Esplanade Metro) । পুরানো এস্কেলেটর (Escalator) সরিয়ে তার জায়গায় বসানো হল নতুন এই চলমান সিঁড়ি । নতুন এই এস্কেলেটরটি বসানো হল এসপ্ল্যানেড মেট্রো স্টেশনের দক্ষিণ দিকে ।

যাত্রী সুরক্ষার কথা মাথায় রেখে কলকাতা মেট্রোরেল কর্তৃপক্ষ আগেই সিদ্ধান্ত নিয়েছিল যে 20 থেকে 25 বছরের পুরানো যে এস্কেলেটরগুলি রয়েছে সেগুলি বদলে তার জায়গায় নতুন এস্কেলেটর বসানো হবে । তারই অঙ্গ হিসেবে বিভিন্ন স্টেশনে শুরু হয়েছে সংস্কারের কাজ । ইতিমধ্যেই বেশ কয়েকটি স্টেশনের পুরানো এস্কেলেটর সরিয়ে তার পরিবর্তে বসেছে নতুন এস্কেলেটর বসানো হল । কলকাতা মেট্রোর সবকটি এস্কেলেটরই একটি বেসরকারি সংস্থার তৈরি করা ।

আরও পড়ুন: মেট্রোর রেক থেকে ধোঁয়া, কিছুক্ষণের জন্য পরিষেবা বন্ধ হলেও পরে তা স্বাভাবিক হয়

মেট্রোরেল কর্তৃপক্ষ জানিয়েছে, এই অত্যাধুনিক চলমান সিঁড়িগুলি নিরাপদ । এমনকি এতে বিদ্যুত্‍ সাশ্রয়কারী ভিভিভিএফ ড্রাইভও রয়েছে । ফলে প্রায় 50 শতাংশ বিদ্যুত্‍ খরচও বাঁচবে । ভিড় বা ফাঁকা সময়ের সঙ্গে সামঞ্জস্য রেখে এস্কেলেটটির গতি নিয়ন্ত্রিত হয় । বাকি এস্কেলেটর সিঁড়ির তুলনায় যেহেতু এই এস্কেলেটরটির পাদানিগুলি বেশি চওড়া তাই শিশু বা প্রবীণদের জন্য বেশ সুবিধা হবে । মেট্রো কর্তৃপক্ষের দাবি, যাত্রী সুরক্ষাকে আরেক ধাপ এগিয়ে নিয়ে এই এস্কেলেটরগুলিতে বসানো রয়েছে 'স্মোক হিট অ্যাকশন সিস্টেম ।'

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.